মাছের কিছু ফোটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
১৮ ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ।
১ লা এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ ।
|
|---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। বেশ কিছু দিন আগে আমার বোনের সাথে গিয়েছিলাম টাটকা মাছের সন্ধানে। আসলে আমি তেমন মাছ খাই না তবে মাছ দেখতে আমার খুব লাগে। ছোটবেলায় বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর যখন স্কুল বন্ধ থাকতো তখন দাদার বাড়ি গ্রামে যেতাম। আর গ্রামে গেলে পুকুর থেকে দাদার সাথে বড়শি দিয়ে মাছ ধরতাম। সেই দিন গুলো এখনো ও অনেক মনে পরে। এখন আর দাদা দাদি নাই বিদায় গ্রামে যাওয়া হয় না। আগে যখন আমাদের বাসা টিনশেড ছিল তখন বাসার পাশেই একটি ডোবা ছিল ,এই ডোবায় অনেক মাছ ছিল আর বৃষ্টির দিন হলে তো অনেক অনেক মাছ দেখা যেত। আমার বড় আপু তখন বড়শি দিয়ে অনেক অনেক কৈ মাছ ধরতো। আমি ছোট বেলা থেকেই তেমন মাছ খেতাম না তবে মাছ ধরতে এবং দেখতে ভালো লাগে। একবার তো মাছ বড়শি দিয়ে মাছ ধরতে যেয়ে হাতে বড়শি ঢুকিয়ে দিয়ে ছিলাম।যাই হোক মাছ বাজার থেকে কিছু ফোটোগ্রাফি করেছিলাম ,তাই আপনাদের সাথে শেয়ার করবো।
এই মাছ গুলো কম বেশি তো সকলে চিনেন ,এগুলো হল পাবদা মাছ। আমি মাঝে মাঝে টমেটো দিয়ে ভুনা করে খেয়ে থাকি। ভালোই লাগে।
এই মাছ গুলো কম বেশি তো সকলে চিনেন ,এগুলো হল টেংরা মাছ। খেতে বেশ সুস্বাদু
এই মাছ গুলো কম বেশি তো সকলে চিনেন ,এগুলো হল রুই মাছ। এইখানে দুই টাইপের মাছ ছিল। যে গুলা নড়াচাড়া করে সেগুলার এক প্রাইস আর যেগুলা নড়ে না সেগুলার প্রাইস কম ছিল।
এই মাছ গুলো কম বেশি তো সকলে চিনেন ,এগুলো হল মলা মাছ। এগুলা টক দিয়ে খেতে বেশ ভালো লাগে।
এই মাছ গুলো কম বেশি তো সকলে চিনেন ,এগুলো হল আইর মাছ।
এই মাছ গুলো কম বেশি তো সকলে চিনেন ,এগুলো হল চিংড়ি মাছ।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | fish |
| link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER











আমার অবশ্য মাছ ধরতে বেশি মজা লাগে বিশেষ করে দেশী মাছ কিন্তু খেতে মোটেও মন চায় না😁।
যাইহোক ফটোগ্রাফি গুলো ভালো ছিল সুন্দর বর্ণনার সাথে উপস্থাপনা করেছেন।
আমার বড়শি দিয়ে মাছ ধরতে বেশ ভালো লাগে।
মাছের বাজার গিয়ে অনেক ধরনের মাছের ফটোগ্রাফি করেছেন। মাছের ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লেগেছে আমার।
আপনার কাছে মাছের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
মাছে ভাতে বাঙালি। আর সেই খাদ্য রসিক বাঙ্গালীদের মাঝে আপনি মাছের কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আইর মাছ আর মলা মাছ টা নতুন দেখলাম।পুকুর থেকে আপনি আপনার দাদার সাথে বড়শি দিয়ে মাছ ধরতেন বাহ্ দারুণ ব্যাপার।
কেন আপু আইর আর মলা মাছ বেশ পরিচিতি মাছ।আসলে আমরা মাছে ভাতে বাঙালি ঠিক কিন্তু অনেক মাছ না খাওয়ার কারনে মাছ হয়ত চিনি না।ধন্যবাদ আপু আপনাকে।শুভেচ্ছা নিবেন।