শপিং এ একদিন। (লাইফস্টাইল পোস্ট )

in আমার বাংলা ব্লগ7 months ago

আমি @rahimakhatun
from Bangladesh
২৪ ই পৌঁষ ১৪২৯ বঙ্গাব্দ ।

৮ ই জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

410907712_218162568041502_2225327159445497833_n.jpg

কিছু দিন বেশ ঠান্ডা পরার পর এখন কিছুটা কম।এই আবহাওয়াটা বেশ ভালো আমার কাছে বেশ ভালো লাগে।একটু বেশি ঠান্ডা পরলে মেয়েটারও ঠান্ডা লেগে যায়। আসলে ছোট বাচ্চা নিয়ে শীতকালে বেশ ঝামেলা। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি লাইফপোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।কিছু দিন আগে গিয়েছিলাম বাসার কাছাকাছি একটি মার্কেটে। কিছু কেনাকাটার জন্য,আসলে বাবুর জন্য এখন আর দূরের মার্কেটে যেতে পারি না, আগে তো দূরের মার্কেটে যেয়ে অনেক সময় নিয়ে মার্কেটে ঘুরতাম।যা লাগতো তা কিনতাম যা না লাগতো তাও কেনা হতো।এখন কম সময়ের জন্য বের হই খুব বেশি দরকারে।মায়ের কাছে রেখে আপুর সাথে বেশির ভাগ যাই।আপু বাবুর জন্য কি কি যেন দেখছিলো আমি সুযোগ পেয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম।ছেলের জন্য একটা খেলনা পছন্দ হলো কিন্তু বেশি দাম চাওয়াতে আর কেনা হয়নি।আসলে এখন সব কিছুর দাম এত বেড়ে গিয়েছে যা চাইলেও কেনা যায় না।

411239297_24456330974012749_1147692840918390072_n.jpg

একটি দোকানে শো পিস দেখছিলাম।ভালোই লাগছিলো এগুলো।তাছাড়া আমার ঘর সাজানোর জিনিসের প্রতি বাড়তি দূর্বলতা রয়েছে। সুযোগ পেলেই আমি কিনি।ঘন্টিগুলো আমার কাছে বেশ ভালোই লাগে।আমি একটা কালারিং কিনেছিলাম।

411302560_894975302412227_3858991323298404965_n.jpg
কয়েকটি ঘড়িও ছিলো।আমার কাছে মোটামুটি ঘড়িগুলো ভালোই লেগেছে। ঘড়ি কেনার প্রয়োজন নেই তাই দামও জিজ্ঞেস করা হয়নি।তবে ছবি তুলে নিয়েছি।
415741475_6608018142631710_1427909881891003722_n.jpg
আমি মগগুলো দেখছিলাম।মগগুলো আমার কাছে ভালো লাগছিলো।আমি মার্বেল এর মগ খুজছিলাম কিন্তু পেলাম না।বিভিন্ন কালারের মগগুলো ভালোই লাগছিলো।
411200479_776344234329999_408724121960828731_n.jpg

411268509_865680318575701_3876213470878002798_n.jpg
দোকনটা ছোট খাটো এর মধ্যে অনেক জিনিস পএ উঠিয়েছে। জিনিসগুলোও বেশ সুন্দর। ভালো লাগছিলো।আমরা প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম

যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

<
device Galaxy A13
LocationDhaka
linksource

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 7 months ago 

এই আবহাওয়াটা আমার কাছেও ভালো লাগে। কিন্তু বেশি শীত হলে তখন আর ভালো লাগে না। তাছাড়া ঠিকই বলেছেন আপু বাচ্চা ছোট হলে তখন বাইরে গিয়ে বেশি সময় থাকা যায় না। তারপরও তো আপনি এত ছোট বাচ্চাকে রেখে বাইরে শপিং করতে গিয়েছেন। শপিং করতে গিয়ে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন। মগ দেখলে আমার কেন যেন কিনতে ইচ্ছা করে। যাই হোক ভালো লাগল আপনার কেনাকাটার মুহূর্ত দেখে।

 7 months ago 

কেনাকাটা সুন্দর মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে দেখতে পারলাম একটি সুন্দর দোকানের মধ্যে মগ খোঁজার জন্য আপনি ব্যতিব্যস্ত কিন্তু মার্বেলের মগ না পেয়ে আপনি সেখান থেকে প্রয়োজনীয় অন্যান্য জিনিস কেনাকাটা করে চলে আসলেন। বেশ ভালো লাগলো সুন্দর এই পোস্ট দেখে যেখানে কেনাকাটার দারুন মুহূর্ত তুলে ধরলেন।

 7 months ago 

আসলেই আপু শীত আসলে ছোট বাবুদের নিয়ে একটু ঝামেলাতেই পরতে হয়। ঠান্ডা লেগে যায় যে বার বার। আমার কাছেও এমন আবহাওয়া খুবই ভালো লাগে। বেশি ঠান্ডাও না। আবার গরমও না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55