মজাদার স্বাদের তরমুজ জুস তৈরির রেসিপি
আমি @rahimakhatun
from Bangladesh
২২ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ।
৬ ই মে ২০২৩ খ্রিস্টাব্দ ।
এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল । |
---|
তরমুজের জুস তৈরির প্রস্তুত প্রণালী |
---|
দুই দিন হাসপাতালে দৌড়াদৌড়ির জন্য ঠিকমত পোস্ট করতে পারি নি। আসলে হাসপাতাল থেকে এসে এত বেশি ক্লান্ত লাগে পোস্ট করা যায় না,আজকেও যাওয়ার কথা ছিল ,এত খারাপ লাগছিলো যাওয়া হয় নি ,কাল ভালো লাগলে যেতে হবে। যাই হোক আজ আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের জুস। অনেকে তরমুজ পছন্দ করে ,আমি নিজেও অনেকে পছন্দ করি। তবে এভাবে জুস বানালে খেতে বেশ ভালো লাগে। এই গরমে খুব ভালো প্রশান্তির পানীয়। মন প্রাণ ঠান্ডা এবং চাঙ্গা করে তুলে। আশা করি খেতে সকলের ভালো লাগবে। কথা না বারিয়ে যাওয়া যাক।
তরমুজ স্বাস্থ্যকর ফল। এটি শরীরের রক্ত তৈরি করে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম শক্তি বাড়াতে সাহায্য করে।শরীর এ পানি শূন্যতা দূর করে।
প্রয়োজনীয় উপকরণ |
---|
🥤তরমুজ
🥤চিনি
🥤লবন
🥤 দই
🥤পানি
প্রস্তুত প্রণালী |
---|
প্রথমে তরমুজ কেটে ছোট ছোট টুকরা টুকরা করে নিয়েছি।
তরমুজ গুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তাতে দই দিয়ে দিব।
তারপর চিনি দিয়ে আবার ব্লেন্ড করে দিব।
তারপর পানি মিশিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব।
তারপর একটি সাভিং গ্লাসে বরফ দিয়ে সুন্দর করে পরিবেশন করবো। বাসায় বানিয়ে পান করে দেখবেন। আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
photograpy | drink |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এই গরমের সময় এরকম একটা ঠাণ্ডা শরবত খেতে পারলে আমার মনে হয় অনেক ভালো হতো। বিভিন্ন রকমের শরবত আমার খুবই পছন্দের। এভাবে বিভিন্ন রকম ফল দিয়ে ঠান্ডা শরবত তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনি খুবই মজাদার ভাবে ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করেছেন তরমুজের। দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। যাই হোক ভালো লাগলো আপনার শরবত তৈরি।
হাসপাতালে কেন গেছিলেন ৷ যা হোক এই গরমে জুস দারুন লাগে ৷ তরমুজের তরতাজা জুস রেসেপি টি অনেক সুন্দর করে তৈরি করেছেন ৷ সবমিলে ফল জাতীয় জুস খেতে ভালোই লাগে ৷
আসলে শরীর খারাপ থাকলে কোন কিছু করতে ভালো লাগে না। তাছাড়া হসপিটালে দৌড়াদৌড়ি করলে তো ক্লান্তি লাগারই কথা। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবেন। তরমুজ খেতে আমার কাছেও ভালো লাগে আবার জুস খেতেও ভালো লাগে। কিন্তু দই দিয়ে কখনো তরমুজের জুস করিনি। আপনার জুসটি দেখে বেশ লোভনীয় লাগছে।
তরমুজ জুস তৈরির রেসিপি দেখতে অনেক সুন্দর লাগতেছে। গরমের দিনে তরমুজ জুস হলে তো কোন কথাই নেই। যে গরম পরেছে এক গ্লাস তরমুজ জুস খেলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। ধন্যবাদ আপনাকে আপু।
সুস্বাদু ও মজাদার তরমুজের জুস রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে এই রেসিপি তৈরি করলেন। দেখে খুবই ভালো লাগলো।
মজাদার স্বাদের তরমুজ জুস তৈরির রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
তরমুজ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে গরমের দিনে পানির সল্পতা পূরণ করতে অনেক সহায়তা করে। এছাড়া গরমের দিনে খাইলে অনেক বেশি শান্তি পাওয়া যায়। আপনার তৈরি করা তরমুজের জুস অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে আপু। এক গ্লাস খেতে পারলে হয়তো ভালো লাগতো।
আপু এত দৌড় ঝাপ করার পড়েও বেশ সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তরমুজ কিন্তু আমাদের দেহের জন্য বেশ উপকারী। আর এই উপকারী ফলের সাথে আরও কিছু মিশিয়ে আপনি কিন্তু আমাদের জন্য অনেক সুন্দর একটি জুস রেসিপি করে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
প্রথমে বিশেষ গরম ছিল মাঝে দু তিন দিন বৃষ্টি হল আবার এখন খুব গরম পরছে। আর এমন গরমের আর আমি হচ্ছে রসালো এবং ফল জাতীয় খাবার খাওয়া।।
আপনি অনেক লোভনীয় এবং মজাদার তরমুজের জুস প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল খেতে।।