দুর্ভল বস্তু সহজলভ্য নয়।

in আমার বাংলা ব্লগ6 months ago

আমি @rahimakhatun
from Bangladesh
৮ ই পৌঁষ ১৪২৯ বঙ্গাব্দ ।

২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

bridal-1867900_1280.jpg

source


প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো।আসলে দুনিয়াতে যা সহজলভ্য তার কখনও কদর থাকে না।যা সহজে আমরা পাই তার কখনোই কদর করি না আমরা।যা সহজলভ্য না তার কদর করি আমরা সবসময়ই ।

যা দুর্লভ তার আমরা কদর করি অনেক।আসলে দুর্লভ বলেই আমরা অনেক কদর করি।আসলে ডায়মন অনেক দামী এর কদর অনেক বেশী।যদি ডায়মন অনেক দামী না হতো তাহলে এর কদর থাকতো না।এমন অনেক জিনিস আছে যদি সহজলভ্য এবং পরিমানে অনেক থাকতো তাহলে সেগুলোর কদর থাকতো না।মনিমুক্তা অতি মূল্যবান ধাতব পদার্থস্বরূপ মানব সংসারে চিহ্নিত। পাথর সহজলভ্য বিদায় এর কদর কম।


অর্থাৎ মনি মুক্তা থেকে এর কদর কম।পৃথিবীতে সকল মণিমুক্তা যদি পাথরের মত হতো তাহলে মণিমুক্তার ও দাম কমে যেত।কদর থাকতো না।তেমনি ভালো মন্দ নিয়েই সুখ।পৃথিবীতে দুঃখ আছেই বলে সুখের এত কদর।যদি দুঃখ না থাকতো তাহলে সুখ কি জিনিস আমরা বুঝতাম না।যার জীবনে দুঃখ বেশি তার জীবনে সুখ টা অনেক দামী। অর্থাৎ সে সুখকে উপলব্ধি করতে পারে।একেক জিনিস একেক জনের কাছে একেক রকম দামি।


প্রতিভাবান মানুষ আমাদের সমাজে কম বিদায় ঐ মানুষগুলো কদর বেশি। যদি প্রতিভাবান মানুষ সাধারণ মানুষের তুলনায় বেশি হতো তাহলে কদর থাকতো না।তাই তো দেশ সমাজের প্রতিটি ক্ষেএেই দুর্লভ বস্তু কিংবা মানুষের কদর এই কারনে।পৃথিবীতে মানুষের অধিকার সমান হলেও পরিশ্রমের কারনে মানুষ আত্নিক শক্তির বিকাশ ঘটিয়ে অর্জন করে তখন সে মানুষ সাধারণ থেকে হয়ে উঠে অসাধারণ।



আর অলস তারা তাদের জীবন তাদের পরিবারের কাছেই বোঝা। তাদের কদর সমাজ তো দূরের কথা তারা কদর পরিবারও করে না।কদর পাওয়ার জন্য মানুষকে করতে হয় অসাধ্য সাধন।তাকে অব্যশই মহৎ গুনাবলির অধিকারী হতে হয়।আসলে ভালো এবং অসাধারন মানুষ হতে হলে অনেক পরিশ্রম করতে হয়।পরিশ্রম করে বিদায় সৃষ্টি কর্তার ওতাদের কদর করে।আর সৃষ্টিকর্তা কদর করলে তো মানুষ করবেই। তবে সমাজে এই রকম মানুষের সংখ্যা খুব কম।এখন তেমন কেউ পরিশ্রম করতে চায় না তাই দিন দিন মানুষের কদর কমে যাচ্ছে।

আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

Sort:  
 6 months ago 

আসলে, মানুষ যা সহজে পেয়ে অভ্যস্ত, তার কদর করে না। এটি মানুষের স্বভাব। ঠিক যেমন বাদরের গলায় মুক্তার মালা গেলে সেটার দাম থাকে না। তেমনি হঠাৎ পেয়ে যাওয়া বিনা পরিশ্রম এর সাফল্য এর ও কোন মূল্যায়ন থাকে না।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলেই দুর্লভ বস্তুগুলোর প্রতি মানুষের কদর বেশি আর যে উদাহরণটা শেষে দিয়েছেন অলস মানুষের কদর কেউ করেনা। হ্যাঁ যারা অলস তাদের কদর তো পরিবারের সদস্যরাও করে না।

Posted using SteemPro Mobile

 6 months ago 

একদমই ঠিক বলেছেন আপনি দূর্লভ জিনিসের কদর সব সময় অনেক বেশি। হিরা দূর্বল না হলে আমরা কদর করতাম না কখনোই।অলস ব্যাক্তি দেশের, দশের,ও পরিবারের বোঝা। ধন্যবাদ সুন্দর টপিক নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

একদম ঠিক বলেছেন আপু দুর্লভ বস্তুর প্রতি মানুষের কদর একটু বেশি। ডায়মন্ড উদাহরণ টি ভালো লাগলো।সহজে পাওয়া বস্তুগুলো তে আসলেই আমাদের কদর কম।সেটা যেকোনো ক্ষেত্রেই ।ভালো লাগলো পোস্টটির টপিক।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 61043.90
ETH 3378.35
USDT 1.00
SBD 2.46