আস্ত রসুন দিয়ে চিকেন রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

১১ ই পৌঁষ ১৪৩১

--------

২৪ই জানুয়ারি ২০২৫


473592559_1150630873088568_2738416889741131502_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি রেসিপি শেয়ার করবো।আজকে আমি লেয়ার মুরগীর রেসিপি শেয়ার করবো।প্রায় সময় দেখি বিভিন্ন মাংস রান্নার সময় আস্ত রসুন দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে আমার কখন আস্ত রসুন দিয়ে মাংস খাওয়া হয়নি তাই সেদিন চেষ্টা করলাম। খেতে বেশ ভালোই লাগে।লেয়ার মুরগী টা খেতে ভালোই লাগে।আজকে খুব বেশি কথা বলবো না তাহলে চলেন দেখি আসি।

473705868_1174288487366253_2700660350010212746_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

474456227_885392857006003_4729949228428050629_n.jpg


উপকরন পরিমান
লেয়ার মুরগী ১ টি
মসলা ২টেবিল চামচ
লবন সামান্য
আদা রসুন পেস্ট ২ চা চামচ
এলাচ ৩/৪ টি
দারুচিনি ২ টুকরা
তেজপাতা ২টা ২টা
জিরা ১চা চামচ ১চা চামচ
কাঁচামরিচ ৪/৫টি
ধনে গুঁড়া হাফ চা চামচ
তেল পরিমান মতো
পেঁয়াজ পরিমান মতো
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

473717724_623172263585014_6689163054496556504_n.jpg

তেল গরম করে নিব।


২য় ধাপ

473856765_1587967012085329_1153970916894614899_n.jpg

পেঁয়াজ দিয়ে দিব।


৩য় ধাপ

471661603_624761033323996_6587015265255338350_n.jpg

হলুদ মরিচ ও লবন দিয়ে দিব।


৪র্থ ধাপ

473106992_1353136609378429_9136706290466949915_n.jpg

ভালো করে কষিয়ে নিব।


৫ম ধাপ

473580384_924428729675681_4490431914580775365_n.jpg

পেঁয়াজ পেস্ট এবং গরম মসলা দিয়ে দিব।


৬ষ্ঠ ধাপ

474784183_9243971325661541_7516148656091295558_n.jpg

ভালো করে কষিয়ে নিব।


৭ম ধাপ

474020173_586247310865341_6699664964598019363_n.jpg

চিকেন দিয়ে দিব।


৮ম ধাপ

472779112_1414076876231525_1043525952119437049_n.jpg

উল্টিয়ে পাল্টিয়ে নিব।


৯ম ধাপ

473039236_3553426678287784_895088705401310496_n.jpg

কষানোর পর আস্ত রসুন দিয়ে দিবো।


১০ম ধাপ

473441665_604774405840703_6850184132669584228_n.jpg

ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব।


১১ তম ধাপ

474794069_1141017604359353_2279543789035754411_n.jpg

কাঁচামরিচ দিয়ে দিব।


১২ তম ধাপ

473769739_606557355660421_4180366774702315971_n.jpg

জিরার গুঁড়া দিয়ে দিব।

473717035_976801984328324_2058827212491595721_n.jpg

হয়ে গেলো আস্ত রসুন দিয়ে চিকেন রেসিপি।

473705868_1174288487366253_2700660350010212746_n.jpg

রেসিপি টি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

Sort:  
 3 months ago 

আপু আসবো নাকি? ফ্রিজে কি আর আছে ? দেখেই তো খেতে মনে চাইছে। বেশ সুন্দর করে আপনি এমন একটি মজাদার রেসিপি করেছেন আপু। আমার তো দেখে রীতিমত মনটাই ভরে গেল। বেশ সুন্দর করে রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 months ago 

আরে আপু আসেন,ফ্রিজে না থাকলে রান্না করে খাওয়াবো।ধন্যবাদ

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 3 months ago 

আস্ত রসুন দিয়ে চিকেন রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার কাছে দারুন লেগেছে।

 3 months ago 

ভাইয়া দাওয়াত রইলো🤣

 3 months ago 

চিকেনের ঝোলে আস্ত রসুন দিলে খুব ভালো লাগে খেতে। আপনি একদম সঠিক সময়ে রসুনটা দিয়েছেন। সব থেকে মজার বিষয় কি জানি না আজ তো ছোট ছোট পেঁয়াজ দিয়ে দেখবেন সেটিও খেতে খুব সুস্বাদু হয়। মাংসের ঝোল রান্নায় আসতে রসুন দেওয়া অনেক পুরনো দিনের চাল। আমিও দিয়ে থাকি মাঝে মধ্যেই।

 3 months ago 

পেঁয়াজ আসলে আমার তেমন খাওয়া হয় না তাই বলতে পারছি না।ধন্যবাদ

 3 months ago 

লেয়ার মুরগির মাংস কিটকিটে হওয়াতে খেতে একটু বেশি ভালো লাগে। তবে আস্ত রসুন দিয়ে কখনো এভাবে মাংস খাওয়া হয়নি। কিন্তু আপনার রেসিপির ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে এরকম ভাবে রান্না করে খেলে দারুন স্বাদ পাওয়া যাবে। আপনার রেসিপিটি দেখে তো খাওয়ার জন্য ভীষণ লোভ লেগে গেল। আশা করছি আগামী দিন গুলোতেও এরকম ইউনিক ভাবে আমাদের মাঝে বিভিন্ন রেসিপি শেয়ার করে যাবেন, ধন্যবাদ।

 3 months ago 

শক্ত শক্ত হওয়াতে খেতে ভালোই লাগে।ধন্যবাদ

 3 months ago 

বাংলাদেশের খুলনা অঞ্চলে আস্তো রসুন দিয়ে মাংসের রেসিপি তৈরি করা দেখেছি। আস্ত রসুন দিয়ে লেয়ার মুরগির মাংসের রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন সেই সাথে রেসিপিটাও অনেক লোভনীয় লাগছে।

 3 months ago 

ধন্যবাদ ভাই, সুন্দর মতামত দেওয়ার জন্য

 3 months ago 

আস্ত রসুন নিয়ে মুরগির গোস্ত রান্না করেছেন দেখেতো ইচ্ছে হচ্ছে দৌড়ে আপনার বাসায় চলে আসি। এমন লোভনীয় খাবার দেখলে যে কেউ আপনার বাসায় দৌড় দিবে। আমাকে ছাড়া কাউকে যেন বাসার অ্যাড্রেস দিয়েন না হিহিহি।

 3 months ago 

দৌড়ে আসুন আসুন,সবাইকে খাওয়াবো হা হা।ধন্যবাদ আপনাকে

 3 months ago 

মাংসে আস্ত রসুন ও আলু না হলে মাংস যেন জমেই না।মাংসের চাইতে মাংসে দেয়া আস্ত রসুনও আলু আমার ভীষণ পছন্দের। দারুণ রেসিপিটি করেছেন আপনি।লোভনীয় হয়েছে অনেক।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে আস্ত রসুন দিয়ে চিকেন রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 3 months ago 

আমারও আলু খেতে বেশ ভালো লাগে সেই দিন দেওয়া হয়নি।ধন্যবাদ

 3 months ago 

আস্ত রসুন দিয়ে চিকেন রেসিপি শেয়ার করেছেন। আসলে এভাবে কখনো রসুন দিয়ে চিকেন রেসিপি খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল চলে এলো। আপনার রেসিপিটি দূর্দান্ত হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল।

 3 months ago 

খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.031
BTC 88168.60
ETH 1629.77
USDT 1.00
SBD 0.85