ফটোশপ দিয়ে একটি ল্যান্ডস্কেপ আর্ট ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১২ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

আঁকাআকির ছবি

navy landscap design.jpg

made by-@rahimakhatun

Device- Adobe photoshop

বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দুইটি দিন পার করলাম ,তাই কাল পোস্ট করতে পারিনি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট শেয়ার করবো। আসলে আমি তিন বছর আগে গ্রাফিক্স এর কোর্চ করেছিলাম। পরে বেশ কিছু দিন কাজ ও করেছিলাম। পরে বাবুর জন্য কাজ টা আর কন্টিনিউ করতে পারি নি। পরে মোটামুটি সব ভুলে গিয়েছি ,পরে দাদার লোগো কনটেস্টে লোগো তৈরি করতে যেয়ে ইউটিউবে ঘেটে আবার সব টুলস এর ব্যবহার মনে করি। তারপর আজ একটা ল্যান্ডক্যাস্প ডিজাইন করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

প্রস্তুত প্রণালীর ছবি

324782234_702353318219449_964502373244590149_n.jpg

আমি মোটামুটি অনেক সময় নিয়ে এই আর্ট করেছি ,আসলে অনেক দিন করা হয়না তাই হাতে জ্যাম লাগে গিয়েছে ,আশা করি আস্তে আস্তে হাত ফ্রি হলে খুব কম সময়ে কাজ তা সম্পূর্ণ করতে পারবো।

প্রয়োজনীয় উপকরণ

এডোবি ফটোশপ সফটওয়্যার ।

প্রস্তুত প্রণালী

১ম ধাপ

Screenshot (56).png

প্রথমে এডোবি ফটোশপ সফটওয়্যার ওপেন করবো তারপর একটা সাইজ নিবো তারপর ক্রিয়েট করবো।

২য় ধাপ

Screenshot (57).png

তারপর এমন একটা ইন্টারফেস আসবে।

৩য় ধাপ

Screenshot (58).png

এবার আমি গ্রেডিয়েন্ট কালার নিব। আমি এইখানে হলুদ কমলা নিয়েছি।

৪র্থ ধাপ

Screenshot (59).png

ভার্টিক্যালি লিনিয়ার গ্রেডিয়েন্ট নিলাম।

৫ম ধাপ

Screenshot (60).png
তারপর লেসো টুল দিয়ে এঁকে নিলাম।

৬ষ্ঠ ধাপ


Screenshot (62).png
তারপর ফরগেইন কালার কালো করে ডি সিলেক্ট করে নিলাম। কিছু ঘাস এঁকে নিলাম।

৭ম ধাপ

Screenshot (63).png

তারপর গাছ টুল দিয়ে গাছ এবং সফ্ট ব্রাশ দিয়ে চাঁদের আলো এবং হার্ড ব্রাশ দিয়ে চাঁদ এঁকে নিব।

৮ম ধাপ

Screenshot (64).png

কিছু পাখি দিয়ে দিলাম।

৯ম ধাপ

Screenshot (65).png

কিছু মেঘ এবং মানুষ দিয়ে কালার করে নিব।

navy landscap design.jpg

হয়ে গেলো আমার ডিজিটাল ল্যান্ডস্ক্যাপ আর্ট । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

device adobe photoshop
LocationDhaka
photograpy art

Sort:  
 2 years ago 

আপনার ল্যান্ডস্কেপ আর্ট অনেক সুন্দর হয়েছে।আসলে আপু আমার মনে হয় ব্যস্ততা সবারই একটু বেড়েছে। আর একটা জিনিস শিখা থাকলে,হয়তো চেষ্টা করলে আমার পারা যায়। যেমন আপনার গ্রাফিক্স এর কোর্চ করাছিল।যাইহোক আপনি আবার চেষ্টা করেছেন বিধায় আপনার আর্ট চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে বছরের শুরতে একটু ব্যস্তই থাকতে হয়।সব কিছু নতুন করে রুটিন হয় তো বাচ্চাদের তাই।আসলে মানুষ চাইলেই নতুন কিছু পারে।ধন্যবাদ

 2 years ago 

অসাধারণ হয়েছে আপু।দেখেই মন জুড়িয়ে যাচ্ছে।তাই ভয়ে আছি এই ঠান্ডায় আবার বরফ না হয়ে যায়।কোন কিছু শেখা থাকলে একদিন না একদিন কাজে লাগেই।যেমন আপনার গ্রাফিক্সের কোর্স কাজে লেগে গেল।ধন্যবাদ আপু সুন্দর ল্যান্ডস্কেপ টি শেয়ার করার জন্য।

 2 years ago 

জমার সময় আর কই পাই,যেই ছেলে আমার সারাদিন দৌড়ের উপর রাখে আমাকে।হ্যা হ্যা কাজে লেগে গিয়েছে। দেখি আরো কি কি কাজে লাগানে যায়🤪।ধন্যবাদ

 2 years ago 

আপনিতো ফটোশপের অনেক কাজই পারেন দেখছি, আপনার কাছে কাজ গুলো শিখতে হবে তবে আপনার এই দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। চেস্টা করবেন লাল লেখা গুলো না দেওয়ার জন্য।

 2 years ago 

তাহলে তো আপনার কাছ থেকে আমার মহা জগত সম্পর্কে জ্ঞান নিতে হবে🤣🤣।আচ্ছা ভাইয়া লাল কালার নাকি লাল লিখা?

সত্যিই খুব সুন্দর হয়েছে দেখতে, বিশেষ করে কালার কম্বিনেশনটা দুর্দান্ত লাগছে। আর কনসেপ্ট বা থিমটাও কিন্তু অসাধারণ হয়েছে।

 2 years ago 

বাহ,আপনি আমার প্রশংসা করলেন কেমনে কি, মাথা কি ঠিক আছে নাকি সূর্য অন্যদিকে উঠেছে🤪🤪।

যদি কখনো আপনার প্রশংসা করি, তাহলে ভেবে নেবেন যে মিথ্যা কথা বলেছি।🤣

 2 years ago 

তার মানে আপনি ভালোই মিথ্যা বলতে পারেন ।

তার মানে আপনি ভালোই মিথ্যা বলতে পারেন ।

পুরো কনফিডেন্সের সাথে।😎

 2 years ago 

ওয়াও ফটোশপ দিয়ে ল্যান্ডস্কেপ আর্ট দেখতে চমৎকার লাগছে আপু।আপনার আর্ট দেখে মনে হচ্ছেনা আপু আপনি ভুলে গিয়েছেন বা তিন বছর আগে গ্রাফিক্স এর কাজ করেছেন।খুবই দক্ষতার সাথে আর্ট টি করেছেন আপনি।অসংখ্য ধন্যবাদ সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম ভুলেই গিয়েছিলাম,পরে লোগো ডিজাইন করতে যেয়ে ইউটিউব ঘাটতে ঘাটতে কাজ আবার মনে করলাম।

 2 years ago 

ফটোশপ দিয়ে ল্যান্ডস্কেপ আর্ট টি ভীষণ সুন্দর হয়েছে। আসলেই আপু বাচ্চা থাকলে সকলেরই ব্যস্ততা একটু বেড়ে যায়। এরপরও আপনি ভীষণ সুন্দরভাবে একটি ল্যান্ডস্কেপ আর্ট করেছেন। যেটি আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে কালার কম্বিনেশনটা এক কথায় অসাধারণ হয়েছে। উপরের মেঘগুলো দেখতে সত্যি কারের মেঘের মতো দেখাচ্ছে। আপনার উপস্থাপনাটি পড়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

আমার ল্যান্ডস্কেপ আর্ট টা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।মেঘগুলো আপনার ভালো লেগেছে, ভালো লাগলো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43