ছেলের জন্মদিন।

in আমার বাংলা ব্লগ2 months ago
২২ ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ ।

৬ ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

441131084_800157248754867_1262688924992864785_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো।যদিও বেশ কয়েকদিন আগের।কি পোস্ট করবো কি পোস্ট করবো এটা নিয়ে ভাবতে ভাবতে চোখের সামনে এই ছবিগুলো চলে আসলো তখন ভাবলাম এগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি।বেশ কিছু দিন আগে আমার ছেলের জন্মদিন ছিলো।

446035394_473277325163941_9093605645409521425_n.jpg

বেশ কিছু দিন বলতে মে মাসের দশ তারিখে।খুব সম্ভবত দিনটি ছিলো শুক্রবার। তো সে শুক্রবারে তার বাবার আবার পরীক্ষা ছিলো তাই সেই দিন আমরা তেমন কিছুই করতে পারিনি।আমার ছেলের বায়না তার একটা কেক এনে দিতে হবে।আসলে আমি জন্মদিন পালন করি না, শুধুমাএ ওকে একটা ওর মনের মত করে একটা কেক এনে দেই,আর ও কেক কাটে এটাই।ওর তেমন কোন চাহিদা নেই এটা করতে হবে ঐটা করতে হবে এগুলো নিয়ে।


441940172_1514989372422110_7542092647040683699_n.jpg

প্রত্যেক বছর একটা কেক এনে দিলেই সে খুশি।পর পর গত দুই বছর জন্মদিন রোজাতে পরেছিলো তাই তেমন একটা প্ল্যান ছিলো না,তাই এবার ওর অনেক আগ থেকেই বায়না একটা কেক এনে দিতে হবে আর মোম আনতে হবে।তবে আমি কেক আনতে রাজি হয়েছি কিন্তু মোম আনবো না এটা বলে দিয়েছিলাম।


441673374_425514123786040_4726030052762959157_n.jpg

যাই হোক যেহেতু পরীক্ষা ছিলো তাই শুক্রবার আমরা তেমন কিছুই করিনি, আমরা শনিবার বিকেলের দিকে বের হলাম কেক কেনার জন্য।আসলে ছোট বাবু আছে তাই এটা নিয়েও ঝামেলা যখন তখন বের হতে পারি না।যাই হোক ওকে আমার মায়ের কাছে দিয়ে শনিআকার দিকে রওনা হলাম। আসলে আরো কিছু দিন আগে শনিআকরার একটি দোকানের কেক খেয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিলো তাই বাসা থেকে দূরে হলেও সেখানে গেলাম।

সেখানে গিয়ে তো দোকান খুঁজে পাচ্ছি লাম না।ফোন দিলাম পরিচিত ভাইয়ার কাছে দোকানটা কোথায় তিনি লোকেশন বলে দিলো। আর দোকানে গিয়ে তার পরিচয় বলতে বলেছিলো, তার পরিচয় ভালো কেক পাওয়া যাবে।যাই হোক আমরা দোকান টা পেলাম তারপর সেখানে ভাইয়ার কথা বলাতে তারা ভালো ভালো কেক দেখালো দেখানোর পরে আমি দুইটা কেক অর্ডার করলাম।একটা ভ্যানিলা আর আরেকটা চকলেট। অবশ্য টাকা কিছুটা কম রেখেছে।খুঁজে পেতে পেতে আমাদের দেরি হওয়াতে সন্ধ্যা হয়ে গেলো।তারপর কেক কিনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম।


441941555_449145051087373_503280687112074621_n.jpg

এখন রিক্সা পাচ্ছি না একটা যাও পেলাম তাও বেশ ভিতর দিয়ে নিচ্ছিলো।বেশ ভয় পেয়ে ছিলাম।আল্লাহ করতে করতে বাসায় পৌছালাম।যাই হোক দুইটা কেক কেনার কারন বাসায় আমার বোনের ছেলেও আছে ও যদি দেখে আমি শুধু আমার ছেলের জন্য কেক নিয়েছি তাহলে তুলকালাম বাঁধিয়ে ফেলবে তাই দুইটা দুই নামে নিতে হয়েছে।ছোট মানুষ তো সারাক্ষণ দুইজন কম্পিটিশনে থাকে।সারাক্ষণ ঝগড়া লেগে থাকে আবার একইসাথে থাকতে চায়।

441220555_351460044319292_5902203048819754837_n.jpg

তারপর আর কি দুইজন দুই কেক পেয়ে বেশ খুশি। আমার বোনের ছেলে আবার দেখেছে তার নাম লিখে এনেছি কিনা। কেক এর রিভিউ বলতে গেলে চকলেট এর চেয়ে ভ্যানিলার টা বেশ ভালো ছিলো।

যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy cake
linklocation

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 months ago 

যদিও ছেলের জন্মদিন মে মাসের ১০ তারিখে ছিল তারপরেও জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।জন্মদিন আমিও করিনা।আমার ছেলের জন্মদিন মে মাসের ৬ তারিখে।আপু আপনার ছেলের চাহিদা তো কমই।শুধু কেক পেলেই তুষ্ট। আমার ছেলে শুধু কেক পেলে তুষ্ট নয়।তার পছন্দের খাবার রান্না করে দিতে হয়।যাক কেকের দোকান দূরে হলেও গিয়ে এনে ভালো ই করেছেন।যেহেতু বোনের ছেলে ও আছে তাই তার কথা ভেবেও আর একটি কেক নিয়েছেন। আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো। ছেলে দুজন খুব খুশি হয়েছে জেনে ভালো লাগলো। দুজনের জন্য রইলো অনেক শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68523.63
ETH 3260.51
USDT 1.00
SBD 2.66