সৃষ্টিকর্তার দেওয়া উপহার রিজিক।

in আমার বাংলা ব্লগ23 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৭ শ্রাবন ১৪৩২

১১ আগষ্ট ২০২৫


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

spiritual-milk-and-honey-8556488_1280.png

source

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি,আমি আজকে আপনাদের সাথে আবল তাবল কাহিনি হাজির হয়েছি।মানুষের রিজিক এমন এক জিনিস তা মানুষ চাইলেই পায় না।সৃষ্টিকর্তা যদি নিধারিত করে না দেয়।অনেক সময় চোখের সামনের খাবার ও চলে যায়।রিজিক বলতে যে শুধুমাএ খাদ্য এমন কিন্তু না রিজিকের অনেকগুলো পর্যায় আছে।এই যেমন খাদ্য কাপড় বাসস্থান সুস্হ্যতা আরো কত কি।তবে সৃষ্টি কর্তার কাছে দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়।


,

যাই হোক যা বলতে নিয়েছিলাম আমরা আমাদের জন্য কিংবা সন্তানের ভালো থাকার জন্য কিংবা ভালো খাবারের জন্য কত কিছু করি অথচ রিজিকে না থাকলে কোন কিছুই পাওয়া সম্ভব না।আমরা লত অপরাধ করি অথচ কত কত বছর থেকে আমাদের জন্য সব কিছু নিধারিত করা।ছোট একটা উদাহরণ। আমার কাছে চিতই পিঠা বেশ ভালো লাগে,বিশেষ করে মাংস দিয়ে খেতে ।সেই দিন বেশ সখ করে মাংস রান্না করেছি এবং চিতই পিঠার বেটার তৈরি করেছি হাড়িতে চামচ দিয়ে দিয়েছি ওমা দেখি কি হঠাৎ আমার পেট ব্যাথা। ভাবলাম হয়তো গ্যাষ্টিকের ব্যথা।


ঔষধ খেলাম কিন্তু ব্যথা কমে না তাই পিঠা ও খেতে পারছি না।ব্যথা আস্তে আস্তে বাড়তেছে কোন দিক বেদিক না পেয়ে ভাইকে ফোন দেই ঔষধ দেওয়ার জন্য কিন্তু কোন ভাবেই কোন ঔষধ খেয়ে কমছে না।ক্রমশ বাড়ছে কোন উপায় না পেয়ে আমি কান্না শুরু করে দিলাম সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলো।পরে ইনজেকশানের পুষ করে অনেক পর ব্যথা কমলো।চোখের সামনের খাবার ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারলাম না।এই হচ্ছে রিজিক।সেই দিনের কাহিনী আরেকটা,বেশ কিছু দিন আগের। লিচুর সিজনে আমার ভাই রাজশাহী থেকে লিচু পাঠিয়েছে আমার মায়ের বাসায়।


আমি আবার গিয়েছিলাম।আমার বাসায় আসার সময় কিছু লিচু আমার মা দিয়ে দিলো।আচ্ছা আমিও নিয়ে আসলাম।পরের দিন খুব সকাল হঠাৎ অপরিচিত মেহমান এসে হাজির।অপরিচিত বলতে বাচ্চার বাবার অফিস কলিগ তাও আবার অন্য শাখার।এত সকালে কি নাস্তা দিব,কেবল বানাতে বসলাম।উপায় অন্তর না পেয়ে কিছুু লিচু, বিস্কুট আর চা বানিয়ে দিলাম।উনিও সব কিছু রেখে লিচুই খেলো। আমি মনে মনে ভাবি মানুষের রিজিক কি। উনার রিজিকে ছিলো বিদায় আল্লাহ উনাকে পাঠিয়েছে তা না হলে একে তো অন্য শাখার তার উপর রিটায়ার্ড ব্যাক্তি কেন হঠাৎ আমাদের বাসায় আসবে।


তাই তো রিজিক নিয়ে গর্ব করতে নেই অনেক অনেক বড়লোক আছে যে কিনা এত টাকা থাকতেও ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু খেতে পারে না অসুস্থ্যতার জন্য।মানুষের সবচেয়ে উওম রিজিক হলো সুস্থ্যতা। এটা যে কত বড় নেয়ামত সেটা কেবল অসুস্থ হলেই টের পাওয়া যায়।


যাই হোক দিন শেষে আমাদের উচিত ভালো মানুষ হওয়া ভালো ভালো ইচ্ছে পূরন করা।আজ আর নয় আবার এসব নতুন কিছু নিয়ে আপনাদের সাথে।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111264.29
ETH 4348.99
SBD 0.84