ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

১৮ই জুন ,২০২৩ খ্রিষ্টাব্দ ।

রোজ রবিবার ।


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

baby-g9625c6e1c_640.jpg

source

আজ বাবা দিবস।বাবা দিবস উপলক্ষে জানাই পৃথিবীর সকল বাবাকে সম্মান কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আসলে বাবাদের আলাদা কোন দিবস হয় না।একজন আর্দশ সন্তানের জন্য প্রতিদিনই বাবা দিবস।
যদিও মাএ একটি দিন দিয়ে বাবাদেরকে শুভেচ্ছা জানানো খুবই কম সময়।তবুও শুভেচ্ছা শুধু একটি শব্দ নয়,একটি বাক্য মোড়ানো অনুভূতি।আমার মতে সৃষ্টিকর্তা থেকে সবশেষ্ট উপহার হিসাবে আমরা আমাদের বাবাকে পেয়েছি।যার কোন তুলনা হয় না। বাবার জন্য এই পৃথিবীর আলো দেখেছি।

আমার বাবাকে আমি অনেক ভালোবাসি।ছোটবেলা থেকেই আমি বাবার অনেক ভক্ত ছিলাম। হাজারো আবদার সব বাবার কাছে ছিলো।বাবাও সেটা মন প্রান দিয়ে চেষ্টা করতো তা পালন করার জন্য।পরিবারের সবচেয়ে ছোট ছিলাম আমি তাই আদর টা আমি সবার চেয়ে অনেক বেশি পেয়েছি।



কঠোর পরিশ্রম করে আমাদের ইচ্ছে গুলো পূরন করেছে,যদিও সন্তান হিসেবে তেমন কিছুই করতে পারিনি তবে সব সময়ই দোয়া করে যাই সৃষ্টিকর্তা আমার বাবাকে নেক হায়াত দান করুক।

ছোটবেলা থেকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা,এমন কি আমি যখন ভার্সিটিতে যেতাম তখনও বাবা আমাকে দিয়ে আসার চেষ্টা করতো,জানতো আমি রাস্তা পার হতে বেশ ভয় পেতাম বলে।তখন ও মুখে তুলে ভাত খাইয়ে দিত।মা যদি কোন কারনে বকুনি দিত,রাগ করে থাকলে বাবা এসে রাগ ভাঙ্গাতো।এখনও কোন কারনে রাগ করে থাকলে বাবাই রাগ ভাঙ্গায়।


জানি সবার কাছে সবার বাবা সেরা।আমার কাছে ও আমার বাবা সেরা বাবা।পৃথিবীতে একটা ও খারাপ বাবা নেই।আমি সকল বিপদে শক্তি পাই বাবার হাত ধরে।বিপদে পৃথিবীর সকল হাত ছেরে দিলেও বাবা মা কখনও ছেরে যায় না।বাবা হলেন পরিবারের সাহস,শক্তি।


সৃষ্টিকর্তার কাছে আমি চিরকৃতজ্ঞ বাবা শব্দ বলে আমি এখনও ডাকতে পারি।পৃথিবীর একমাত্র স্বার্থহীন মানুষ বাবা।যিনি তার সর্বোচ্চ দিয়ে তার নিজের সন্তান কে ভালোবেসে গিয়েছেন।নিজে ভালো না খেয়ে ভালো না পরে সন্তানের জন্য কোনটা খেলে ভালো হবে কোনটা খেলে পরলে সুন্দর লাগবে তাই ভেবেছেন।



আমি দেখেছি আমার বাবা ঈদের সময় নিজে কমদামি জিনিসপএ কিনে আমাদের জন্য দামি দামি জিনিস পএ কিনে দিয়েছ।আমরা বড় হওয়ার পর যদি কখনও দামি জিনিসপএ কিনে দেই সে খুব রাগ করে কেন তার জন্য কিনে টাকা নষ্ট করলাম।

একজন বাবা তার সন্তানের জন্য যা কঠোর পরিশ্রম করে তা হিসেব করা কখনই সম্ভব নয়।ছোটবেলা থেকে কোন জিনিস টা আমার পছন্দ কিংবা কি করলে আমি পছন্দ তা সবটুকুই বাবা করতো।অসুস্থ হলে পাশে সব সময় বসে থাকতো।এখনও এত বড় হয়েছি বাসায় থাকলে আমি কি খাব না খাব সেই নিয়ে ব্যস্ত হয়ে পরে।অসুস্থ হলে পাগল হয়ে যায় কি করবে না করবে।হাসপাতালে যাওয়া লাগলে নিজেই আগে রেডি হয়ে থাকে যাওয়ার জন্য।বেশ কিছুদিন আগেও যখন আমার পিওথলি অপরেশন হয় আমি যে এত করে বললাম যাওয়া লাগবে না,তারপর না খেয়েধেয়ে হাজির।কিন্তু নিজের অসুস্হ্যতা কিন্তু কষ্ট কখনও আমাদের কে বুঝতে দেয় না।তবে বাবা একটু অসুস্থ হলে আমাদের মনে হয় দুনিয়া পুরোপুরি অন্ধকার হয়ে যায়।বাবার অসুস্থ্যতায় আমাদের কোন কিছু কাজ করে না।

পৃথিবীতে একমাএ বাবাই এমন ব্যাক্তি যে কিনা নিজের চেয়ে সন্তান কে এগিয়ে যেতে দেখে খুশি হয়।আসলে বাবাকে নিয়ে যতই ততই কম হয়ে যাবে। পরিশেষে একটা কথা বলতে চাই ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। আমার বাবা কে ও সৃষ্টিকর্তা অনেক ভালো রাখুক।
আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

Sort:  
 last year 

বাবাকে নিয়ে সুন্দর লিখেছেন, আসলে আপু আপনার পোস্ট পড়ে আমার বাবার কথা বেশি মনে পড়তে লাগলো।আমার বাবা আমাকে কলেজে ভর্তি করে দিয়ে এসেই মারা গিয়েছে। সত্যি বাবা তো বাবাই, আমার মনে হয় পৃথিবীর কোনকিছু বাবার সাথে তুলনা হয় না। আসলে একমাত্র বাবাই নিঃশ্বার্থ ভাবে সন্তানের ভালোবেসে যান।বেঁচে থাকুক সব বাবা তার সন্তানের মাঝে। ধন্যবাদ আপু।

 last year 

বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লেখাগুলো খুব ভালো লেগেছে আপু।সত্যিই সবার বাবা সবার কাছে সেরা।আপনি ভাই বোনের মধ্যে ছোট, তাই আদর ও পেয়েছেন বাবার খুব বেশী।আপনার বাবার জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।পৃথিবীর সকল বাবা সুস্থ থাকুক আনন্দে থাকুক।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমারও তাই মনে হয় যে বাবাদের জন্য আলাদা কোন দিবসের দরকার নেই। প্রতিটি বাবাই সন্তানের মাথার উপরে বটবৃক্ষের মতো থাকে। বাবারা সন্তানের জন্য যত কষ্ট পরিশ্রম করে বেশিরভাগ সন্তানরাই দেখা যায় তাদের জন্য কিছু করার আগেই তারা চলে যায়😭। এজন্য যাদের বাবা এখনো বেঁচে আছেন তাদের সকলের উচিত বাবার সঙ্গে অনেক বেশি সময় কাটানো। বাবাদেরকে ভালো রাখার চেষ্টা করা।

 last year 

আসলে বাবা হল সকল সন্তানের জন্য বটবৃক্ষের ছায়ার মতো। বাবার সহযোগিতা ছাড়া আমাদের কোন কাজে সফল হওয়া অসম্ভব। আমাদের সেই ছোটবেলায় স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে সকল কাজেই বাবার সহযোগিতা প্রয়োজন হয়। যাহোক বাবা দিবস উপলক্ষে আপনি খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে।