গ্রিন মডেল টাউনে একদিন - পর্ব ০২

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৪এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ ।


কেমন আছেন সবাই ?আমি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করবো।

341523524_752260146350773_3251095246688866278_n.jpg

আসলে যেভাবে গরম পরেছে তার উপর রোজা বেশ কষ্টই হচ্ছে। ইফতারিতে পানি আর শরবত খেলেই পেট ভরে যায়। এই গরম কবে যে শেষ হবে আল্লাহ ভালো জানে ,শুনলাম আরো কিছু দিন থাকবে। তার উপর লোড শেডিং এর প্রবলেম রয়েছে। বাচ্চারা বেশ অসুস্থ হয়েপরছে। আমার ছেলেটার দেখি গরমে বেশ সর্দি লেগে গিয়েছে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করবো। আসলে এখন হচ্ছে রমজান মাস এখন তো আর ঘুরাঘুরি হয় না ,রমজানের আগে গিয়েছিলাম আমরা বাসার পাশেই একটি জায়গায়। জায়গাটির নাম হচ্ছে গ্রিন মডেল টাউন।বেশ কিছু দিন আগে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ,আজ বাকি ছবি গুলো শেয়ার করবো।

341242382_694493892683148_9197603201332903611_n.jpg

আগেই বলেছিলাম এইখানে ছোট খাটো মিনি কক্সবাজার নাম একটি জায়গা হয়েছে। আসলে জায়গাটা বেশ সুন্দর। শুনেছি ইদানিং নাকি এইখানে চুরি ছিনতাই হয় তাই তেমন যাওয়ার সাহস হয় না। সেইদিন শুনেছিলাম একজন কে মেরে ফেলে রেখে দিয়ে গিয়েছে। আসলে মানুষ কত ভয়ংকর।

329429726_263420079357674_7641997739669705528_n.jpg

আসলে রাস্তাটা বেশ সুন্দর তার উপর তেমন যানজট নেই ,তাই রিক্সায় করে ঘুরার মজাই আলাদা। তাছাড়া কিছু ছোট ছোট মিনি মিনি রেস্টুরেন্ট রয়েছে। যা দেখতে ভালোই লাগে। শুনেছি বৃষ্টির সময় নাকি আরো ভালো লাগে দুই পাশে পানি মাঝখানে রাস্তা। একে বাড়ে মিঠামোহন এর মত লাগে।

341295282_751050106557335_2481585885485477525_n.jpg

তারিখ : ৯ মার্চ ২০২৩

সময় : দুপুর ৩টা ৩০ মিনিট

স্থান : কোনাপাড়া ,ঢাকা ,বাংলাদেশ।
নদীর মাঝখানে কিছু বোর্ড রয়েছে পানির উপরে ভ্রমণ করার জন্য। আসলে এত এত মানুষ থাকে যার জন্য সহজে সুযোগ পাওয়া যায় না ,তবে দুপুরে তুলনামুলুক পাওয়া যায় তবে অনেক রোদ থাকে।সেই দিন দুপুরের সময় ছিল তাই মানুষ একটু কমই ছিল।

341479688_788015066175650_6769367803231987301_n.jpg

সময় : দুপুর ৩টা ৩০ মিনিট

স্থান : কোনাপাড়া ,ঢাকা ,বাংলাদেশ।

সূর্যের অনেক তেজ ছিল ,আমি কিছু ছবি রিক্সা চলন্ত অবস্থায় উঠিয়েছিলাম।

341195684_778982537062681_2810243480274774508_n.jpg

তারিখ : ৯ মার্চ ২০২৩

সময় : দুপুর ৩টা ৩০ মিনিট

স্থান : কোনাপাড়া ,ঢাকা ,বাংলাদেশ।

340615440_1247130235887278_9073996617070675351_n.jpg
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy travel
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

জি আপু গরমের মাত্রা অনেক বেশি তার উপর রোজা বেশ কষ্ট হচ্ছে সবার। আমার ঘরে সবাই অসুস্থ ভীষণ কষ্ট হচ্ছে সবার সেবা করতে করতে। গ্রীন মডেল টাউন জায়গাটি সুন্দর দেখতে কিন্তু জায়গা দেখে মনে হচ্ছে আমার নির্জন জায়গা। এমন জায়গাতে খুন খারাপি হবে বোঝা যাচ্ছে কিন্তু জায়গাটা অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন বর্তমান গরম একটু বেশি পড়ছে। আর এই গরমে বাইরে ঘুরতে যাওয়া খুবই মুশকিল। আর হ্যাঁ একটা কথা ঠিক বলেছেন দুই সাইডে পানি আর মাঝখান দিয়ে রাস্তা এরকম জায়গা কিন্তু আসলে দেখতে বেশ সুন্দর লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমাদের এই দিকটায় খুব বেশি একটা ছিনতাই হয় না, তবে চোরের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। জায়গাটা দেখে বেশ ইন্টারেস্ট লাগছে। বিকাল বেলা সময় কাটানোর জন্য বেশ উত্তম একটা জায়গা। তবে ইদানিং যে গরম পড়েছে তাতে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছি, আমি তো সন্ধ্যার আগে বাইরেই বেরোই না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114849.86
ETH 4196.84
USDT 1.00
SBD 0.59