নাটক রিভিউ। ( বড় বোন )

in আমার বাংলা ব্লগ5 months ago

সসালামু আলাইকুম

৩১
ই-জানুয়ারি ২০২৪ খৃস্টাব্দ

১৭
ই মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

জ রোজ বুধবার

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি নাটক রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।

❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামবড় বোন
পরিচালক হেলাল উদ্দিন ফারহান
সম্পাদনানাসির উদ্দিন
অভিনয়েআলংকার চৌধুরী, দিশা মনি এবং আরও অনেকে।
দৈর্ঘ্য৫০ মিনিট
মুক্তির তারিখ২২ জানুয়ারি ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • দিশা - যুথি
  • জোসনা
কাহিনী সারসংক্ষেপ
নাটকে তারা তিন ভাই বোন আর বাবা পরিবারে।দুই বোন এক ভাই। বড় বোন তার অসুস্থ বাবাকে গোসল করাচ্ছেবড় বোন পরিবারের দেখাশুনার পাশাপাশি সে কাজ করে সংসার চালায়।
সে নিজে বাজার করে নিজেই রান্না করে।ছোট ভাই আছে কিংবা ছোট বোন কাউকেই দিয়ে কোন কাজ করায় না।হঠাৎ একদিন তার ভাই কলেজে যায় না তখন বড় বোন যখন জিজ্ঞেস করে তখন বলে কলেজ থেকে পিকনিকে নিবে অনেক টাকা দিতে হবে যে টাকা দিয়ে তাদের চারদিনের বাজার হয় তাই সে কলেজে যাবে না এত টাকা কই পাবে।
![420167901_2111670609231495_276997599576823343_n.png]() যাই হোক তাদের ভাই বোনরা মিলে বিকেল হলে একসাথে খেলাধুলা করে গল্প করে আর তাদের বাবার দেখাশুনা করে।এভাবেই তাদের দিন যাচ্ছে। একদিন এক ঘটক আসলো বড় বোনের বিয়ের প্রস্তাব নিয়ে। তখন ঘটক তাদের বাবার সাথে কথা বলতে যায় যে ঘটক তিন বিয়ে করেছে আরেকটা বিয়ে করবে চার নম্বর হিসেবে এই মেয়েকে নিতে চায় সাথে মেয়ের বাবাকে অনেক সম্পত্তি লিখে দিবে শালা শালিকেও দেখবে এই কথা শুনে তাদের বাবা বেশ রাগ হয়ে গেলো ঘটক কে লাঠি দিয়ে দৌড়ানি দিলো
তখব ঘটক মেয়ে সম্পর্কে খারাপ কথা রটাতে লাগলো মেয়ে সাইকেল চালিয়ে খারাপ কথা করে মেয়ের বাবা মেয়ের কামাই খায় বিদায় বিয়ে দিবে না তাছাড়া ছোট লোক ফ্যামিলি আরো নানান কথা।
এলাকার এক দোকানদারও তাকে পছন্দ করে তাই মেয়ের ফুফুর কাছে বিয়ের প্রস্তাব পাঠায়।তাকে দোকানের নানা জিনিস দিয়ে পটায় তাই ফুফু বিয়ের প্রস্তাব নিয়ে তার ভাই এর কাছে এসে ভাই কোন মতেই দোকানদারের কাছে বিয়ে দিবে না।তখন ফুফু রাগ হয়ে যেতে নিয়েছিলো ঠিক তখন ওর সাথে দেখা হয় তখন ফুফুকে জোর করে বসালো কথা বলবে বলে কিন্তু ফুফু রাগান্বিত।
তখন মেয়েটি ভালো করে বুঝিয়ে বললো তার তো মা নেই আবার বাবা অসুস্থ তাই এই মুহূর্তে বিয়ের কথা অর্থাৎ নিজের কথা ভাবছে না।পরিবারকে কিভাবে ভালে রাখা যায় সে তাই ভাবছে তার মা নেই তাই ছোট ভাই বোনকে মায়ের আদর করে বড় করছে।
ব্যক্তিগত মতামত:


এমন অনেক ফ্যামিলি আছে মা মারা গেলে বেশ অসহায় হয়ে যায় তখন সব বোঝা বাবার উপর পরে বাবা যদি অসুস্হ হয়ে যায় তখন বড় ভাই অথবা বোনের উপর চাপ পরে তখন তারা নিজের ভবিষ্যতে কথা ভুলে যায়।
ব্যক্তিগত রেটিং:

৮.৫/১০

নাটকের লিংক

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy screenshort

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Sort:  
 5 months ago 

বড় বোন নাটকটি অবশ্য আমার দেখা হয় নি। আপনার রিভিউ পড়ে যা বুঝলাম বেশ ভালো একটি নাটক। আসলেই পরিবারে মায়ের ছায়া না থাকলে সে পরিবার অনেক দিক থেকেই বঞ্চিত হয়। সেখানে যদি এমন একজন দ্বায়ীত্ববান বড় বোন থাকে যে ঠিক মায়ের মতোন সবকিছু সামলে নেয় নিজে স্যাক্রিফাইস করে, তবে সেই পরিবারের মানুষগুলো ভীষণ লাকি মানতেই হবে। আপনি দারুণ একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপু। আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। কয়েকদিন আগে নাটকটি দেখেছিলাম ।নাটকটি দেখে আমার কাছে বেশ ভালই লেগেছে। এখানে বড় বোনের চরিত্রে বড় বোন তার ছোট ভাইবোনদের জন্য নিঃস্বার্থভাবে নিজের সুখ ত্যাগ করে ছোট ভাইবোনদেরকে দেখেছে বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

আপু আপনার নাটকের স্ক্রিনশট দ্বিতীয় টার মধ্যে একটু মিসটেক হয়েছে। আশা করছি এটা আপনি ঠিক করে নেবেন।

বড় বোন নাটকটির রিভিউ তুলে ধরেছেন আপনি অনেক সুন্দর করে। নাটকের রিভিউ গুলো পড়লে আমার কাছে ভালো লাগে। কারণ নাটকের রিভিউ সুন্দর করে যদি লেখা হয়, তাহলে সেগুলো পড়লে আর নাটক দেখা লাগে না। এই নাটকটার সম্পূর্ণ কাহিনী ও কিন্তু খুবই সুন্দর ছিল। এই নাটকটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তাই আমি যখনই সময় পাবো তখন এই নাটকটা দেখার চেষ্টা করব।

 5 months ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। এই নাটকটি আমি দেখেছিলাম এবং এই নাটকের মধ্যে সবগুলো বিষয়ে খুব সুন্দর ছিল৷ বড় বোন তার ছোট ভাই বোনদের জন্য নিজের সুখ ত্যাগ করে তাদের জীবন গঠনে নিজেকে বিলিয়ে দিয়েছে৷ আপনিও খুব সুন্দর ভাবে এই নাটকের রিভিউ ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36