কয়েকটিফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

৬ই শ্রাবন ১৪৩২

--------

২১ই জুন ২০২৫


1000002378.jpg

আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বেশ কিছু ফটোগ্রাফি নিয়ে।যদি ও আমি তেমন ভালো ফটোগ্রাফি করতে জানি না,তবে চেষ্টা করি ভালো করে তোলার জন্য।আসলে ছবি তোলার জন্য অনেক গুলো ধাপ মেনে চলা লাগে সেই অনুযায়ী আমি তেমন কিছু পারি না তবে টুকটাক চেষ্টা করতে করতে এখন কিছু টা পারি,আগে তো একেবারেই পারতাম না।

1000002379.jpg

যাই হোক বেশ কিছু আগে গিয়েছিলাম বৃক্ষমেলাতে।প্রত্যেক বছরই আমি যাওয়ার চেষ্টা করি বৃক্ষমেলাতে যাওয়ার।এবার অনেক কষ্টে সময় ম্যানেজ করেছি।মেয়েটাকে নিয়ে ওকে নিয়ে যাওয়া বেশ ঝামেলার।কারন এক তো কেবল হাঁটা শিখেছে আবার অনেক দূরে হওয়ার কারনে খাওয়া নিয়ে একটা সমস্যা।সেইদিন মায়ের কাছে রেখে লুকিয়ে ওর বাবার সাথে বের হয়েছি।তাও আবার বেশ দেরি করেই গিয়েছি।মাথায় রেখে গিয়েছিলাম তেমন কিছুই কিনবো না শুধু ছবি তোলবো আর দেখাদেখি করবো।

1000002380.jpg

এই হচ্ছে বাগানবিলাস ফুল।অনেকগুলো কালার হয়।এর মধ্যে আমার কাছে বেশি ভালো লাগে লাল কালারের টা।এটাও সুন্দর বেগুনি কালারের।

1000002389.jpg

এই হচ্ছে মিষ্টি কালারের বাগানবিলাস। আগে কয়েকটা বাড়ির সামনে থাকতো এখন প্রায় প্রতিটি ছাদে বেলকুনিতে এই বাগান বিলাশ থাকে।

1000002390.jpg

এই গাছগুলোর কথা নতুন করে আর কি বলবো,এমন কয়েকটা আম গাছ ছাদে থাকলে আর কি লাগে।দেখলেই প্রান মন দুইটাই জুরিয়ে যায়।

1000002391.jpg

এই ফুলগুলোর নাম আমার জানা নেই, তবে ফুলের কালার টা বেশ চমৎকার।

1000002393.jpg

কাঠগোলাপ সমর্পকে আর নতুন করে কি বলবো।এই ফুলটাকে কে না পছন্দ করে।এর ঘ্রান আরো বেশি সুন্দর।

1000002392.jpg

ধন্যবাদ সবাইকে

<
deviceGalaxy A-13
LocationDhaka
photograpy flower
link (Source)

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

খুবই ভালো লাগলো আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সবসময় খুব পছন্দ। আপনি অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফটোগ্রাফি করেছেন আপনি।

 2 months ago 

এক নজরে মুগ্ধ হয়ে আমি তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে। কারণ আপনার সবগুলো ফটোগ্রাফি ছিল অনেক বেশি সুন্দর। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে অনেক মুগ্ধ হয়ে যাই। আপনি কিন্তু অনেক অসাধারণ ফটোগ্রাফি করতে পারেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো ছিল।

 2 months ago 

দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু।আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ছিল অতুলনীয়। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।দেখে বেশ মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি ।ফটোগ্রাফি করতে আমার বেশ ভালই লাগে। আম গাছের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাকি প্রতিটি ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

ভীষণ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফুলের রং এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে যা বলে বোঝানোর মত নয়। তবে আমগুলো দেখে কিন্তু আমার লোভ হচ্ছিল। ভীষণ ভালো লাগলো এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।

 2 months ago 

আপু আপনি খুবই সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

আজকে আপনি খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু অনেক ভালো লাগলো। বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং অন্যান্য ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115135.99
ETH 4526.29
SBD 0.86