জল রং দিয়ে পেইন্টিং ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @rahimakhatun

from Bangladesh

১০ ই ফেব্রুয়ারী ২০২৩ খৃস্টাব্দ ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

328223758_1585610231865261_5040012298789537219_n.jpg

art by @rahimakhatun

Device- Galaxy -A13


প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে সম্পূর্ণ ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। আমি এই আর্ট বেশ কিছুদিন আগে অর্থাৎ আমার অসুস্থের আগের দিন এঁকে রেখে ছিলাম। অসুস্থের ঝামেলায় আর পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি।

330103189_585466423084531_2583940072107474712_n.jpg

আমার বাংলা ব্লগে আসার পর থেকে সবার দেখা দেখি একটু আকটু চেষ্টা করি।যদিও তেমন পারি না তবে একটু একটু চেষ্টা করছি। আমার মনে হয় আগে থেকে একটু একটু উন্নতি হচ্ছে। বাকিটুকু আপনারাই বলবেন।অনেকদিন পর আঁকাআঁকি নিয়ে বসেছিলাম । আমি সেদিন পুরো দৃশ্য এঁকেছি শুধু মাত্র জল রং দিয়ে । আমার আসলে মাঝে মাঝে পেন্সিলের রং করতে বেশ দেখতে ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ,তবে আশা করছি ভালো লাগবে।

প্রস্তুত প্রণালীর ছবি

প্রয়োজনীয় উপকরণ

330334237_1121952955139696_8833752246930890982_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🔶১. মোটা কাগজ

🔶২. 3B ও 4B পেন্সিল

🔶৩.মার্কার পেন

🔶৪.জলরং


🔶৫.মাস্কিং টেপ


উপকরণগুলা লিখে দেওয়া হলো।

প্রস্তুত প্রণালী

♻♻♻ ১ম ধাপ ♻♻♻

330336668_537240211838111_6903234563200865968_n.jpg

প্রথমে আমি পেইজের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।


♻♻♻২য় ধাপ ♻♻♻

330367429_527061162859853_5145722759473905243_n.jpg

তারপর উপরের অংশে নীল রং করে নিয়েছি।

৩য় ধাপ

330376726_1012089663084107_6495864410465634408_n.jpg

তারপর হালকা নীল রং করে নিয়েছি।

৪র্থ ধাপ

330326808_555155656674326_2570909208313464810_n.jpg

নিচে সবুজ এবং হলুদ রং করে নিয়েছি।

৫ম ধাপ

330488370_1144388412943758_9202417044093854986_n.jpg

জেল পেন দিয়ে এঁকে নিবো।

৬ষ্ঠ ধাপ

330553759_935442897625411_814460130728840204_n.jpg

কালো রং করে নিবো।

৭ম ধাপ

330374212_1238237940096848_4802798397997614709_n.jpg

কালো রং দিয়ে গাছ এঁকে নিব ।

৮ম ধাপ

330305225_9043630712315523_4561948234955140230_n.jpg

লাল রং নিয়ে ফুল একে নিয়েছি।

৯ম ধাপ

330379232_873166657232072_4937616946288947552_n.jpg

মাস্কিং টেপ খুলে ,নাম লিখে নিচ্ছি।

330331829_724082586053118_6815764582643897021_n.jpg

হয়ে গেলো আমার আর্ট। শেষ হয়ে গিয়েছে আমার দৃশ্য। কেমন হয়েছে ,কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy Art

Sort:  
 3 years ago 

জল রং দিয়ে পাহাড়ের উপর রাতে একটি গাছের চিত্র অঙ্কন করেছেন দেখতে বেশ দারুন লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার পেইন্টিং। আল্লাহতায়ালা যেন আপনাকে খুব দ্রুত সুস্থ করেন সে কামনাই করি । আপনি অনেক মনোযোগ দিয়ে পেইন্টিংটা করেছেন সেজন্য অনেক সুন্দর লাগছে পেইন্টিংটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রিন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যা ভাইয়া আমার জন্য দোয়া করিয়েন আমি যেন খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যাই।হুম মনযোগ দিয়ে পেইন্টিং করেছি।ধন্যবাদ

 3 years ago 

আপু আপনার জল রং দিয়ে পেইন্টিং চমৎকার হয়েছে। কে বলেছে আপনি পারেন না, আপনি পারেন না বলেই চমৎকার আর্ট করেছেন। আসলে আপু কেউ প্রথম থেকে পেরে আসা না আস্তে আস্তে সব সম্ভব। আমি ও জল রং দিয়ে আর্কার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই আমি পারতাম না আপু,আস্তে আস্তে সবার দেখাদেখি এই চেষ্টা আরকি।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

জল রং দিয়ে সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু ৷ অনেক সুন্দর হয়েছে পেইন্টিং টি , দেখে অনেক ভালো লাগলো আমার ৷ জল রং দিয়ে অনেক সুন্দর ভাবে দৃশ্যেটি ফুটিয়ে তুলেছেন ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ৷

 3 years ago 

জল রং এর আর্ট টা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।সুন্দর ভাবে করার চেষ্টা করছি।ধন্যবাদ

আপনার রংয়ের কালেকশন দেখে তো অবাক হচ্ছি। আসলে কোন কাজে ডেডিকেশন না থাকলে সেখানে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। অসুস্থ হওয়ার আগেই করেন কিংবা পরেই করেন সেটা বড় কথা না। মন দিয়ে এত সুন্দর একটা ড্রইং করেছেন সেটা ঠিকই বোঝা যাচ্ছে দেখে।

 3 years ago 

এতটুকুই অবাক হচ্ছেন,আমার কাছে বালতি ভর্তি কালেকশন আছে😉😉।যাক অবশেষে একটা প্রশংসা পেলাম😉😉

আমার কাছে বালতি ভর্তি কালেকশন আছে😉

নতুন বাড়ি করেছি, রঙ নিয়ে জলদি চলে আসেন। কিছু টাকা বেচেঁ যাবে। 😂

 3 years ago 

খালি সব জায়গায় ধান্দাবাজি করা😉😉,তাই না।

কিছু করার নেই, আমাদের এখানে এমনই হয়... হা হা হা

 3 years ago 

আপু আপনি অসুস্থ হওয়ার আগে খুব সুন্দর একটি আর্ট করে রেখেছিলেন। আর্টটি কিন্তু দারুন হয়েছে। কালার কম্বিনেশন ও উপস্থাপকা দারুন হয়েছে। আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন দেখে অনেক ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

কে জানতো এমনটা হবে।যাই হোক কালার কম্বিনেশন ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জল রং দিয়ে খুবই সুন্দর পেইন্টিং করেছেন। সত্যিই পেইন্টিংটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দরভাবে ধাপে ধাপ উপস্থাপন অসাধারণ লেগেছে।

 3 years ago 

জল রং দিয়ে সুন্দর পেইন্টিং দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন,তাহলে তো ভালোই হলো।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু আপনি অসুস্থ হওয়ার আগে এই পেইন্টিং করে রেখেছিলেন জেনে ভালো লাগলো। আসলে মাঝে মাঝে পেইন্টিং করে রাখলে পরবর্তীতে সুবিধা হয়। এছাড়া আপনার কোন পেইন্টিংটি সত্যিই অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশন থেকে শুরু করে উপস্থাপন সবকিছুই দারুন ছিল। 👌👌

 3 years ago 

অসুস্হ হওয়ার আগের দিন আপু করেছিলাম।এখন ও তো বসে আঁকতে পারি না।তবে ২/৩ দিনের মধ্যে আশা করি আঁকতে পারবো।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু জল রং দিয়ে করা আপনার চিত্র অঙ্কন টি অত্যন্ত সুন্দর হয়েছে। চিত্রাংকন টি দেখে আমার বেশ ভালো লাগলো। পাহাড়ের এক কোনায় একটি ফুল গাছে ফুল ফুটে রয়েছে এমন সুন্দর একটি দৃশ্যের চিত্র অঙ্কন তুলে ধরেছেন ।

 3 years ago 

পাহাড় এবং চাঁদ সব মিলিয়ে এঁকেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আসলে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার অনুপ্রেরণা। ধন্যবাদ

 3 years ago 

আপু আমিও জল রং দিয়ে কয়েকদিন আগে চেষ্টা করেছিলাম রাতের একটি চিত্র অঙ্কন করার কিন্তু তেমন একটা ভালো অঙ্কন করতে পারিনি। আপনি সেই হিসেবে অনেক সুন্দর অংকন করেছেন।

 3 years ago 

আশা করি আপু আপনি এখন সুস্থ্য আছেন! সুস্থ্য না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না! আপনার আর্ট কিন্তু মাশাআল্লাহ, 🌼। জলরঙের আর্টগুলো বরাবরই অন্যরকম সুন্দর। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼🦋

 3 years ago 

আসলেই সুস্থ না থাকলে কোন কিছুই ভালো লাগে না।ধন্যবাদ ভাইয়া মাশাআল্লাহ বলার জন্য। ধন্যবাদ

 3 years ago 

জল রং দিয়ে আপনি খুবই চমৎকার একটি পেইন্টিং তৈরি করেছেন আপু। পেইন্টিংটি দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে পেইন্টিং এর গাছ অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পেইন্টিং এর গাছ ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আসলে জল রং দিয়ে আঁকতে ভালোই লাগে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 116458.54
ETH 4314.08
SBD 0.78