জল রং দিয়ে পেইন্টিং ।
আমি @rahimakhatun
from Bangladesh
১০ ই ফেব্রুয়ারী ২০২৩ খৃস্টাব্দ ।
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
---|
প্রয়োজনীয় উপকরণ |
---|
🔶৪.জলরং
🔶৫.মাস্কিং টেপ
প্রস্তুত প্রণালী |
---|
প্রথমে আমি পেইজের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।
তারপর উপরের অংশে নীল রং করে নিয়েছি।
৩য় ধাপ |
---|
তারপর হালকা নীল রং করে নিয়েছি।
৪র্থ ধাপ |
---|
নিচে সবুজ এবং হলুদ রং করে নিয়েছি।
৫ম ধাপ |
---|
জেল পেন দিয়ে এঁকে নিবো।
৬ষ্ঠ ধাপ |
---|
কালো রং করে নিবো।
৭ম ধাপ |
---|
কালো রং দিয়ে গাছ এঁকে নিব ।
৮ম ধাপ |
---|
লাল রং নিয়ে ফুল একে নিয়েছি।
৯ম ধাপ
মাস্কিং টেপ খুলে ,নাম লিখে নিচ্ছি।
হয়ে গেলো আমার আর্ট। শেষ হয়ে গিয়েছে আমার দৃশ্য। কেমন হয়েছে ,কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | Art |
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
জল রং দিয়ে পাহাড়ের উপর রাতে একটি গাছের চিত্র অঙ্কন করেছেন দেখতে বেশ দারুন লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার পেইন্টিং। আল্লাহতায়ালা যেন আপনাকে খুব দ্রুত সুস্থ করেন সে কামনাই করি । আপনি অনেক মনোযোগ দিয়ে পেইন্টিংটা করেছেন সেজন্য অনেক সুন্দর লাগছে পেইন্টিংটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রিন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যা ভাইয়া আমার জন্য দোয়া করিয়েন আমি যেন খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যাই।হুম মনযোগ দিয়ে পেইন্টিং করেছি।ধন্যবাদ
আপু আপনার জল রং দিয়ে পেইন্টিং চমৎকার হয়েছে। কে বলেছে আপনি পারেন না, আপনি পারেন না বলেই চমৎকার আর্ট করেছেন। আসলে আপু কেউ প্রথম থেকে পেরে আসা না আস্তে আস্তে সব সম্ভব। আমি ও জল রং দিয়ে আর্কার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই আমি পারতাম না আপু,আস্তে আস্তে সবার দেখাদেখি এই চেষ্টা আরকি।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
জল রং দিয়ে সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু ৷ অনেক সুন্দর হয়েছে পেইন্টিং টি , দেখে অনেক ভালো লাগলো আমার ৷ জল রং দিয়ে অনেক সুন্দর ভাবে দৃশ্যেটি ফুটিয়ে তুলেছেন ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ৷
জল রং এর আর্ট টা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।সুন্দর ভাবে করার চেষ্টা করছি।ধন্যবাদ
আপনার রংয়ের কালেকশন দেখে তো অবাক হচ্ছি। আসলে কোন কাজে ডেডিকেশন না থাকলে সেখানে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। অসুস্থ হওয়ার আগেই করেন কিংবা পরেই করেন সেটা বড় কথা না। মন দিয়ে এত সুন্দর একটা ড্রইং করেছেন সেটা ঠিকই বোঝা যাচ্ছে দেখে।
এতটুকুই অবাক হচ্ছেন,আমার কাছে বালতি ভর্তি কালেকশন আছে😉😉।যাক অবশেষে একটা প্রশংসা পেলাম😉😉
নতুন বাড়ি করেছি, রঙ নিয়ে জলদি চলে আসেন। কিছু টাকা বেচেঁ যাবে। 😂
খালি সব জায়গায় ধান্দাবাজি করা😉😉,তাই না।
কিছু করার নেই, আমাদের এখানে এমনই হয়... হা হা হা
আপু আপনি অসুস্থ হওয়ার আগে খুব সুন্দর একটি আর্ট করে রেখেছিলেন। আর্টটি কিন্তু দারুন হয়েছে। কালার কম্বিনেশন ও উপস্থাপকা দারুন হয়েছে। আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন দেখে অনেক ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
কে জানতো এমনটা হবে।যাই হোক কালার কম্বিনেশন ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
জল রং দিয়ে খুবই সুন্দর পেইন্টিং করেছেন। সত্যিই পেইন্টিংটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দরভাবে ধাপে ধাপ উপস্থাপন অসাধারণ লেগেছে।
জল রং দিয়ে সুন্দর পেইন্টিং দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন,তাহলে তো ভালোই হলো।ধন্যবাদ আপনাকে
আপু আপনি অসুস্থ হওয়ার আগে এই পেইন্টিং করে রেখেছিলেন জেনে ভালো লাগলো। আসলে মাঝে মাঝে পেইন্টিং করে রাখলে পরবর্তীতে সুবিধা হয়। এছাড়া আপনার কোন পেইন্টিংটি সত্যিই অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশন থেকে শুরু করে উপস্থাপন সবকিছুই দারুন ছিল। 👌👌
অসুস্হ হওয়ার আগের দিন আপু করেছিলাম।এখন ও তো বসে আঁকতে পারি না।তবে ২/৩ দিনের মধ্যে আশা করি আঁকতে পারবো।ধন্যবাদ আপনাকে
আপু জল রং দিয়ে করা আপনার চিত্র অঙ্কন টি অত্যন্ত সুন্দর হয়েছে। চিত্রাংকন টি দেখে আমার বেশ ভালো লাগলো। পাহাড়ের এক কোনায় একটি ফুল গাছে ফুল ফুটে রয়েছে এমন সুন্দর একটি দৃশ্যের চিত্র অঙ্কন তুলে ধরেছেন ।
পাহাড় এবং চাঁদ সব মিলিয়ে এঁকেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আসলে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার অনুপ্রেরণা। ধন্যবাদ
আপু আমিও জল রং দিয়ে কয়েকদিন আগে চেষ্টা করেছিলাম রাতের একটি চিত্র অঙ্কন করার কিন্তু তেমন একটা ভালো অঙ্কন করতে পারিনি। আপনি সেই হিসেবে অনেক সুন্দর অংকন করেছেন।
আশা করি আপু আপনি এখন সুস্থ্য আছেন! সুস্থ্য না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না! আপনার আর্ট কিন্তু মাশাআল্লাহ, 🌼। জলরঙের আর্টগুলো বরাবরই অন্যরকম সুন্দর। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼🦋
আসলেই সুস্থ না থাকলে কোন কিছুই ভালো লাগে না।ধন্যবাদ ভাইয়া মাশাআল্লাহ বলার জন্য। ধন্যবাদ
জল রং দিয়ে আপনি খুবই চমৎকার একটি পেইন্টিং তৈরি করেছেন আপু। পেইন্টিংটি দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে পেইন্টিং এর গাছ অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
পেইন্টিং এর গাছ ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আসলে জল রং দিয়ে আঁকতে ভালোই লাগে। ধন্যবাদ