কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৯ বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ ।

১৪মে ২০২৪খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

438299775_404601479210690_8761300913144877424_n.jpg

বেলকুনিতে বেলিফুল গাছ লাগিয়ে ছিলাম, অনেকগুলো ফুল ধরছে সাথে অনেকগুলো কলি ও এসেছে।এই ফুলগুলোর এত সুন্দর স্মেইল আর কড়া একেবারে ঘরে অব্দি ঘ্রান চলে এসেছে। এই কয়েকদিন ছাদে বেশ অযত্নে আর অবহেলায় ছিলো পরে ফেলে দিতে নিয়েছিলাম পরে আমার আপু বললো না ফেলে বারান্দায় এনে লাগাতে, পরে বেশ ভালোই ফুল ধরেছে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে কিছু ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।যদি ও ফটোগুলো এলোমেলো। এলোমেলো বলতে একেক সময় একেক জায়গা থেকে তোলা।এই যেমন কিছু আছে ফুলের আবার কিছু আছে ফলের।কিছু আছে ছাদ বাগানের আবার কিছু আছে ডেকোরেশনের।আসলে আমি তেমন একটা ভালো ছবি তুলতে পারি না, তবে চেষ্টা করি।আসলে ছবিগুলো একেক সময় তোলা তাই একেক জায়গায় ছিলো, আজকে কি পোস্ট করবো ভাবতে ভাবতে খুঁজে খুজে বের করলাম ফটোগ্রাফি পোস্ট করার জন্য।

436688181_455720233652945_6591070811866189868_n.jpg
source

এই ছবিটা তুলেছিলাম ছাদ থেকে।ছাদে এই গাছটা এমনি এমনি হয়েছে। আমার মনে হয় এটা বন্য ফুল। তবে ফুলটা দেখতে বেশ সুন্দর, কালার টা বেশ ভালো। সচরাচর এই কালারের ফুল দেখা যায় না।এমন অনেকগুলো ফুল গাছে ধরলে দেখতে বেশ ভালো লাগবে।

436703285_402200472653323_1501735109997282209_n.jpg
source

এই ছবিটা ও তুলে ছিলাম ছাদ বাগান থেকে।এটাকে কাটা মুকুট বলে।এই গাছের কিছু কিছু ফুলের কালার বেশ ভালো লাগে যদিও এই কালারটা আমার তেমন একটা ভালো লাগে না।তবে অনেক কাটা এই গাছের।

440582027_972863157558378_7552856115007798258_n.jpg
source

এই ছবিটা কি ফুলের তা তো সবাই জানে।গোলাপ পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে।যদি ফুলের ঘ্রানটা তেমন ভালো না তবে গোলাপ ফুল দেখতে বেশ সুন্দর।তাই তো গোলাপ কে ফুলের রানী বলা হয়েছে।

441012052_414961158030270_29283661632271257_n.jpg

source
এই ছবিটাও ছাদ বাগানের। ছাদে শিম গাছ লাগানো হয়েছিলো সেই গাছে ফুল ধরেছিলো। আমার কাছে শিম ফুলের কালার টা অনেক ভালো লাগে।অনেক সময় সাদা হয় আবার একটু বেগুনি বেগুনি ও হয়।কিন্তু সমস্যা হচ্ছে ফুলগুলো পাখিগুলো বেশ মজা করে খায় আর ফেলে দিয়ে যায়, যার জন্য শিম ধরতে পারে না।বিশেষ করে চড়াই পাখিগুলো এমন করে ।

438271571_401785572841206_775760396989739649_n.jpg

এই ছবিটা তুলেছিলাম নাইনটি নাইন থেকে।এই ফুলের শোপিছ টা দেখে বেশ ভালো লাগছিলো।তবে দাম ও অনেক বেশি চাচ্ছিলো।কত সুন্দর করে বানিয়েছে তাই না।কলা গাছে আবার কলা ও আছে।আবার কলার মোচাও আছে।একটি সিরামিক এর পটে লাগানো, আমি এর আগে কাজিনের বাসায় দেখেছিলাম দেখে অনেক ভালো লাগছিলো। কিন্তু এত ছোট ছোট গাছ এত দাম।

440598669_1542063676657407_7744799165247794551_n.jpg

গতবছর এই দিনে এই ছবিটা তুলেছিলাম। আমার কাজিনের বাসায় গিয়েছিলাম তখন লিচুগুলো দেখতে এত ভলো লাগছিলো যা ছবি না উঠিয়ে পারলাম না।ছবি দেখতে দেখতে এই ছবিটা চোখে পরলো।আহা কি লোভনীয় লাগছে দেখতে।

436187721_831669999002928_4905180938387753903_n.jpg

এই ছবিটা তুলেছিলাম রেস্টুরেন্টে থেকে।গত বছর ভ্যালেন্টাইন ডে আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে গিয়েছিলাম।তখন দেখলাম রেস্টুরেন্টে টা বেশ সুন্দর করে সাজিয়েছে তাই ছবি তুলে নিলাম

441042688_432074853112607_3321268525029832919_n (1).jpg
source

এই ফুলেটা তুলেছিলাম কবে তা মনে নেই। তবে এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে।অনেকগুলো কালার হয় এই ফুলের। একেকটা কালার থেকে একেকটা সুন্দর। একবার এই গাছ আমি এনে লাগিয়েছিলাম তবে বাঁচে নি।নামটা এই মুহুর্তে মনে পরছে না।

যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 months ago 

আপু আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। বিশেষ করে লাল রঙের গোলাপ আমার ভীষণ পছন্দের। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

লাল রঙের গোলাপ আমারও বেশ পছন্দের। ধন্যবাদ আপনাকে

 3 months ago 

অযত্নে অবহেলায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসটাও রেখে দেন তাহলে সেটাও নষ্ট হয়ে যাবে। একটু যত্ন নিলেই যে কোন জিনিসকে ভালো রাখা যায়। যেমনটা আপনার বেলি ফুলের ক্ষেত্রে হয়েছিল। তবে ফটোগ্রাফি গুলি অত্যন্ত সুন্দরভাবে করেছিলেন আপনি দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটি ফটোগ্রাফি একদম মন ছুয়ে যাওয়ার মত হয়েছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে কাটা মুকুট গোলাপ এবং ফুলের শোপিস এর ফটোগ্রাফি গুলি। তাছাড়াও সব ফটোগ্রাফি গুলি অনেক বেশিই পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

ঠিক বলছেন যত্নে রাখলে খারাপ জিনিস ও ভালো থাকে।আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

আপনি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জায়গা থেকে অনেক সুন্দর করে ফুল এবং ফলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার বোনের বলাতে ভাঙ্গিস বেলকনিতে গাছটা নিয়ে লাগিয়েছিলেন, তাইতো এখন সুন্দরভাবে ফুল ফুটেছে। হঠাৎ করে লিচুর ফটোগ্রাফি দেখে এই জন্যই তো বলছিলাম লিচু আপনি কোথায় পেয়েছেন। পরে পড়ে বুঝতে পেরেছি গত বছর এই লিচুর ফটোগ্রাফি করেছিলেন আপনি। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির থেকে গোলাপের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

 3 months ago 

হ্যা আসলেই বোন বলাতেই বেলকুনিতে এনে লাগালাম।তাই সুন্দর ঘ্রান পাই।আপনাকে ধন্যবাদ

 3 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো মোটামুটি অনেক ভালো ছিল আপু। তবে আপনি ফটোগ্রাফির নিচে source লিখেছেন এটা w3w location/ location এমন লিখতে হয়। যাই হোক আশা করি এগুলো ঠিক করে নিবেন এবং আমাদের মাঝে নতুন , নতুন ব্লগ উপহার দিবেন ধন্যবাদ

 3 months ago 

আপনার কথাটা আমি বুঝলাম না,আমি তো w3w এর লোকেশন এই দিলাম।আপনি source এ গেলেই তো লোকেশনের লিংক দেখতে পাবেন।ধন্যবাদ

 3 months ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে ছাদের জন্মানো বন্যফুল ও গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো প্রত্যেকে আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক সুন্দর ক্লিয়ার ছিল ফটোগ্রাফি গুলো মনে হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিল আপনার ছাদে তোলা বুনো ফুলের ফটোগ্রাফিটি।

 3 months ago 

আমার ফোনকে আপনি ডিএস এল সাথে তুলনা করে দিলেন🫣🫣।ধন্যবাদ ভাই

 3 months ago 

এই কোন কথা হলো, বেলি ফুলের গল্প শুনলাম কিন্তু বেলী ফুলটাই দেখলাম না।

 3 months ago 

বেলিফুলের ছবি দিলে আপনি ঘ্রানে পাগল হয়ে যেতেন তাই তো দিলাম না।আপনি পাগল হলে আমরা কবি ভাই পাবো কই। হা হা

 3 months ago 

খুবই চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আমাদের মধ্যে তুলে ধরেছেন। মাঝে মাঝে এরকম রেনডম ফটোগ্রাফি করতে এবং কমিউনিটিকে এরকম রেনডম ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। আজকের এই রেনডম ফটোগ্রাফির মাঝে নাইনটি নাইন থেকে যে ফটোগ্রাফিটি করেছিলেন সেই ফটোগ্রাফি সহ লিচুর ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

যদিও আমি তেমন ভালো পারি না,তবে ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে।আপনাকে ধন্যবাদ

 3 months ago 

ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল আপু। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুণভাবে ক্যাপচার করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। কলা গাছের শোপিসের ফটোগ্রাফি টা দেখে বেশ ভালো লাগলো। জিনিসটা খুবই সুন্দর। আসলে এই জিনিসগুলো ছোট হলে কি হবে দাম অনেক বেশি থাকে। আমিও বেশ কয়েকটা এরকম শোপিস দেখে এসেছি। কয়েকদিন এর মধ্যেই নিবো। যাইহোক, এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

কলাগাছের শোপিছ টা আমার বেশ পছন্দ হয়েছিলো।আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 63915.30
ETH 2740.13
USDT 1.00
SBD 2.59