কয়েকটি রেনডম ফটোগ্রাফি।
২১কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ
৬ই নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ সোমবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
---|
আজ সারাদিন আমাদের এইদিকে ইলেট্রিসিটি ছিল না ,তাই বেশ কষ্টেই ছিলাম। তাও আগের মত গরম নেই বলে কিছুটা কষ্ট কম হয়েছে। তবে ইলেট্রিসিটি না থাকলে পানি এর ও সংকটে পরা লাগে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম।আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি তেমন ফোটোগ্রাফি করতে পারি না ,তারপর ও সবার দেখি একটু আকটু চেষ্টা করি। আমার এই গ্রপে অনেকে অনেক সুন্দর সুন্দর ফোটোগ্রাফি করে যা দেখতে আমার বেশ ভালো লাগে।বেশ কিছু ছবি আপুর বাসার ছাদ থেকে তোলা তো চলুন কথা না বারিয়ে ফোটোগ্রাফি গুলো দেখি আসি।
এই হচ্ছে রেইন লিলি। আমার বোনের ছেলের শখের ফুল গাছ। ও ছাদে আর বারেন্দায় অনেক গাছ লাগায়। যদিও লাগানো অব্দি শেষ তেমন কোন যত্ন নেয় না।
পরন্ত বিকেলের একটি ছবি। সূর্য মামা উঁকি দিয়ে চলে যাচ্ছে।
কচু পাতায় বৃষ্টির পানি। আপুর বাসার সামনে নিচ থেকে তোলা। বেশ সুন্দর।
অন্য কালারের রেইন লিলি। আমার কাছে এই ফুলগুলো বেশ ভালোই লাগে।
আকাশের ফোটোগ্রাফি।
চাঁদমামা দিচ্ছে উঁকি। এমন চাঁদের দিকে তাকালে এমনই মন ভালো হয়ে যায়। সুন্দর চাঁদ
এই হচ্ছে জবা ফুল। কালার টা বেশ সুন্দর।
গোলাপ পছন্দ করে না এমন মানুষ নাই বললেই চলেগোলাপের কালার টা বেশ সুন্দর এবং ফুলটা দেখতেও বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে। কিছু কিছু গোলাপ দেখতে বেশ সুন্দর।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | flowers |
link | (Source) |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি, আর আমার কাছে ফটোগ্রাফি দেখতেও অনেক ভালো লাগে। ফুল, সূর্য, বৃষ্টির পানির ফোঁটা, চাঁদের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল। আপনারা এত সুন্দর সব ফটোগ্রাফি দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে এগুলোর সৌন্দর্য দেখতেও ভালো লাগে।
কচুর পাতার উপর জমে থাকা বৃষ্টির পানি দেখে মনে হচ্ছে কচুর পাতার উপর হীরার টুকরো জ্বলজ্বল করছে। যাহোক অনেক সুন্দর সুন্দর দৃশ্য ফটোগ্রাফি করে চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। গোলাপ ফুল সবাই পছন্দ করে।আমিও অনেক পছন্দ করি।তবে জবা ফুল টি দেখতে ভীষণ ভালো লাগতেছে। এই কালারের জবা ফুল এখনো দেখি নাই। সেটা আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে রেইন লিলির দুটো কালারই আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়া প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
সারাদিন কারেন্ট ছিল না।কারেন্ট না থাকলে পানির ভীষণ কষ্ট হয়ে যায়। আপনি আজ আপনার আপুর বাসা থেকে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। সবগুলো ফটোগ্রাফি দারুন লেগেছে।ফুল, চাঁদ, সূর্যি মামা,কচু পাতার উপর পানি অসাধারণ লেগেছে।আপনার বোনের ছেলে লিলি ফুল গাছ খুব পছন্দ করে।তাই গাছ লাগায়,দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন যেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। তবে চেষ্টা করবেন ফটোগ্রাফি গুলোর সম্পর্কে কিছুটা হলেও দেখার। পোস্টার লেখা অনেক বেশি কম হয়ে গিয়েছে। ফটোগ্রাফি গুলোর বর্ণনা যদি লেখা হতো, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো সম্পূর্ণ পোস্ট। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
মাঝে মাঝে আমারও অনেক বেশী সমস্যা হয় পোস্ট করতে। যাই হোক খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকল অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট চমৎকার উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
রেনডম ফটোগ্রাফি সব সময়ই আমার অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় ফুলের তাহলে ছবি গুলো যেনো আরো বেশি ভালো লাগে। বিদ্যুৎ না থাকলে অনেক ঝামেলা পোহাতে হয় আসলেই। আপনার তোলা আকাশ এর ছবি ও শেষের ফুলের ছবিটি সব থেকে বেশি ভালো লেগেছে আমার।
দারুন কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন দেখলাম। আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো তাক খেয়ে গেলাম। এক কথায় অসাধারন ছিল। সবচেয়ে ভালো লাগলো পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি। তারপর তো আছে কচু পাতার উপর পানি আর ফুল গুলো । সব মিলিয়ে কিন্তু দারুন ছিল আজকের পোস্টটি।