আমার করা কিছু ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
২৬ই ডিসেম্বর ২০২৪
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি তেমন ফটোগ্রাফি বেশি ভালো করে ছবি তুলতে পারি না তবুও চেষ্টা করি।আজকে আমি কিছু ফুল ফল গাছের ছবি আপনাদেরকে দেখাবো।
আসলে ফুল ফল গাছ সৃষ্টিকর্তার বিশেষ দান আমাদের জন্য। এগুলো দেখলে কার না ভালো লাগে আমারও বেশ ভালো লাগে ফুল,তাই কোথাও দেখলে ছবি না তুলে পারি না।
ছবিটি তুলেছিলাম আমি বৃক্ষমেলা থেকে।এটা হচ্ছে বাগান বিলাশ ফুল। কালার হচ্ছে রানী গোলাপি।বাগান বিলাশ ফুল টা আমার বেশ ভালো লাগে,আসলেই বাগানের বিলাশ এটা। এটা বাড়ির সামনে লাগালে দেখতে অনেক ভালো লাগে।পুরো গেট জুরে লাগালে ভালো লাগে দেখতে।এটা ফুলটার অনেকগুলো কালার হয়।তবে এই কালারটা বেশিই দেখা যায়,তবে আমার কাছে লাল কালারটা বেশি ভালো লাগে।
এটা হচ্ছে কাঠগোলাপ গাছ কিংবা নাগচাপা।এই ফুলটাও আমার বেশ ভালো লাগে। এই টার ও অনেক কালার হয়।এর ঘ্রান টা বেশ মিষ্টি। তবে সাদা কালার টা বেশি শুভ্র। সাদার মাঝে মাঝে হলুদ হলুদ দেখতে অনেক ভালো লাগে।এইটার পাতাগুলো ও বেশ ভালো লাগে।
এগুলো ও বাগান বিলাশ।এখন তো ছোট ছোট গাছে অনেক অনেক ফুল ধরে দেখতে ভালো লাগে।বেলকুনিতে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে ।
এই হচ্ছে বেলি ফুল। এর ঘ্রান এর কথা নতুন করে কি বলবো। কে না পছন্দ করে এই ফুল।ছাদে বেলকুনিতে কিংবা বাড়ির পাশে রাখলে দেখতে ভালো লাগে।আমার একটা বেলি ফুল গাছ ছিলো। বেশ বড় বড় ফুল ধরতো আর ঘ্রান ও বেশ ভালো ছিলো। বেলকুনিতে লাগিয়েছিলাম কিন্তু পর্যাপ্ত রোদ না পাওয়াতে কেমন জানি হয়ে গিয়েছিলে কিন্তু ছাদে দেওয়াতে ভালোই হয়েছিলো।পরে বানরের জন্য পানি না দেওয়াতে গাছ মরে গিয়েছে।
এই হচ্ছে করমচা গাছ।চেরি ফলের মত লাগে দেখতে। চেরি ফল মিষ্টি কিন্তু এটা আবার খেতে অনেক টক।যদিও অনেকে এটাকে প্রসেসিং করে চেরি ফল বলে,তবে দেখলে বুঝা যায়।
ছোট গাছে কি সুন্দর কাঁঠাল ধরে আছে,দেখতে বেশ ভালোই লাগে।এই রকম কলামের চারা গাছ দুই তিনটা থাকলে আর এমন কাঁঠাল ধরলে একটি পরিবারের চাহিদা পূরন হয় দেখতে বেশ ভালোই লাগে।
এই হচ্ছে লটকন গাছ,যদিও আমি এর আগে দেখেনি এই প্রথম বৃক্ষমেলাতেই দেখেছি।গাছের ডালে ঝুলে থাকলে দেখতে বেশ ভালোই লাগে।
ইনডোর গাছের সারি। ইনডোর প্ল্যান্ট দিয়ে বেলকুনি কিংবা ঘর সাজালে দেখতে ভালোই লাগে।
এই হচ্ছে করমচা গাছ।চেরি ফলের মত লাগে দেখতে। চেরি ফল মিষ্টি কিন্তু এটা আবার খেতে অনেক টক।যদিও অনেকে এটাকে প্রসেসিং করে চেরি ফল বলে,তবে দেখলে বুঝা যায়।
আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগলো,তা জানাবেন।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | plant |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ফটোগ্রাফি পোস্ট এমনিতেই ভালো লাগে আবার সেই ফটোগ্রাফি যদি তথ্যবহুল হয় তাহলে তো আরো আকর্ষণ বেড়ে যায়। যেমন আপনার ফটোগ্রাফি পোস্ট থেকে নতুন কিছু জানতে পারলাম। করমচা গাছ এই গাছটি সম্পূর্ণ আমার ধারণার বাইরে ছিল যা আপনার পোস্ট থেকে জানতে পারলাম। তাছাড়াও কাঠগোলাপ ,বাগান বিলাস ফুল সহ অন্যান্য বৃক্ষের ফটোগ্রাফি গুলোও আমার কাছে বেজায় ভালো লেগেছে। আপু শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।
লটকন গাছ আমিও সামনাসামনি দেখি নি। গাছে খুব সুন্দর ভাবে লটকন ধরে আছে। এই ফলটা আমার খুবই পছন্দ। কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখেও সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ইনডোর প্ল্যান্টের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লেগেছে। অনেকগুলো গাছ একসাথে ডেকোরেশন করে রাখা। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি এবং কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি করে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।
নার্সারি,বাগান, ছাদবাগান এই সমস্ত জায়গা থেকে ফটো ধারণ করতে আমার খুব ভালো লাগে। তবে নার্সারিতে অনেক রকমের গাছ দেখতে পাওয়া যায়। এমন কিছু কিছু হাইব্রিড জাতীয় গাছ থাকে ছোট গাছেই অনেক সুন্দর সুন্দর ফল থাকে। ঠিক তেমন একটা বিষয় আমি এখানে লক্ষ্য করলাম লটকন গাছের ক্ষেত্রে। এটা আমার কাছে অনেক প্রিয় একটি ফল। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার করা ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে আপু। আমার কাছে বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ হয়েছে।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও করেছেন অনেক সুন্দরভাবে দেখে অনেক ভালো লাগলো। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আপনি দারুণ দারুণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।