নাটক রিভিউ। ( অনন্যা )

in আমার বাংলা ব্লগ7 months ago

সসালামু আলাইকুম

২১
ই-ডিসেম্বর ২০২৩ খৃস্টাব্দ

ই পৌঁষ , ১৪২৯ বঙ্গাব্দ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

জ রোজ মঙ্গলবার

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি নাটক রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।

Screenshot (146).png

❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামঅনন্যা
পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ
সম্পাদনারাশেদ রাব্বি
অভিনয়েমেহেজাবিন ,শাশ্বতা দত্ত ,ডলি জোহর আরো অনেকে
দৈর্ঘ্য৫২ মিনিট
মুক্তির তারিখ১৬ ডিসেম্বর ২০২৩
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • মেহেজাবিন- অনন্যা
  • শাশ্বতা দত্ত -মারুফ
কাহিনী সারসংক্ষেপ

Screenshot (138).png

নাটকের শুরুতে অন্যানা তার বাচ্চা কে সময় দিচ্ছে। সে একটি জব করে এতদিন ছুটিতে ছিলো। ছুটি শেষ হওয়ার পর সে চাকরি তে জয়েন্ট দিবে তার খুব টেনশন হচ্ছে কিভাবে বাচ্চা রেখে অফিস করবে।যদিও তার শাশুড়ী আছে তবে সে অসুস্থ সে ঠিকমত বাচ্চাকে যত্ন করতে পারবে কিনা তা নিয়ে বেশ চিন্তা করছে। তার স্বামীর সাথে এই নিয়ে আলোচনা করছে।

Screenshot (139).png

যাই হোক পরের দিন সে চাকরিতে জয়েন্ট দেওয়ার পর এক কলিগ তাকে একগাদা কাজ দিয়েছে একদিনের মধ্যে করে দিতে পরে সে বললো একদিনে এত কাজ কিভাবে করবে তখন কলিগ তার ছুটির কথা বলে ঠাট্টা করলো।তখন অন্যনা বললো সে অফিসের ছুটি তে থাকলেও সে বাচ্চার পিছনে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে। যাই হোক অফিস থেকে যখন তার শাশুড়ী কে ফোন দিলো তখন দেখে বাচ্চা খুব কান্না করছে কোন ভাবেই কান্না থামছে না পরে তার শাশুড়ী কে বললো মনে হয় পটি করেছে তা পরিষ্কার করে তাহলে কান্না থামবে।

Screenshot (140).png
তারপর অন্যানা অফিস শেষ করে বাসায় গিয়ে দেখে তার হ্যাসবেন্ড টিভি দেখছে এইদিকে বাচ্চা কান্না করছে তাকে একটু সময় দিচ্ছে না।সে বাসায় এসে ফ্রেশ হয়ে বাসার কাজ করছে তার শাশুড়ী তাকে নানান কথা শোনাচ্ছ। পরের দিন অফিসে যাওয়ার সময় শাশুড়ী কে বলে যাচ্ছে বাবুকে ভালো করে দেখাশুনা করতে আর ডায়পার পরিয়ে রাখতে।

Screenshot (141).png

অফিস থেকে ভিডিও কলে দেখে বাবু কান্না করছে কোন ভাবেই থামছে না।যাই হোক বাসায় ফিরে দেখে শাশুড়ী তাকে নানান কথা শুনাচ্ছে আর বলছে বাবু কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে আর বলছে সে তাকে রাখতে পারবে না।পরের দিন অন্যানা বাবু নিয়ে অফিস করতে গেলো সেখানেও কলিগরা নানান কথা শুনাচ্ছে বাবু নিয়ে আসার জন্য।এই দিকে অন্যানার মা বেশ অসুস্থ সে চাকরির কিছু টাকা তার বাবা মাকে দিতে হয় সেটা নিয়েও সে টেনশন।যাই হোক একদিন অফিসের বস্ তাকে ডেকে নিয়ে বললো অফিসে বাচ্চা নিয়ে আসা যাবে না পরে অন্যানা চাকরি থেকে রিজাইন দিয়ে দিলো।বাসায় এসে সে বাচ্চা কে সময় দিবে কিন্তু সেখানে ও সমস্যা সে অসুস্হ থাকার কারনে একদিন রান্না করতে না পারায় তাকে অনেক কথা শুনায়।

Screenshot (143).png
পরে একসময় তার হ্যাসবেন্ডকে বলে সে কিছু দিন আলাদা থাকতে চায় তার বাবু কে নিয়ে।অর্থাৎ তার বাবার বাড়িতে এই কথা শুনে তার হ্যাসবেন্ড বেশ রেগে যায়।তারপর অন্যানা বিভিন্ন অফিসে অফিসে ঘুরে কিছু লোন এর জন্য সে একটা ডে কেয়ার দিবে কর্মজীবী মায়েদের বাচ্চার জন্য।

Screenshot (144).png

পরে একজন রাজি হয় তারপর অন্যানা ডে কেয়ার দেয়।তারপর আস্তে আস্তে অনেকগুলো ডেকেয়ার দেয়।পরে অন্যানা সুপার উইমেন্স এর জন্য একটি সম্মাননা পায়।তারপর শেষ হয়ে যায়।

Screenshot (148).png

ব্যক্তিগত মতামত:


নাটকটা আমার কাছে বেশ ভালো লেগেছে।আসলে এই শহরে মেয়েদের বেঁচে থাকতে হলে অনেক সংগ্রাম করতে হয়।মেয়েরা চাকরি করলেও দোষ না করলে ও দোষ।একটি বাচ্চা অসুস্থ হলে সব মায়ের দোষ। চাকরি পেলে বাচ্চাকে রাখার জায়গা পায় এমন ভালো ডে কেয়ার হলে মায়েরা নিশ্চিতে বাচ্চাকে রেখে যেতে পারে।

ব্যক্তিগত রেটিং:

৮.৫/১০

নাটকের লিংক

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy screenshort

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Sort:  
 7 months ago 

অনন্যা নাটকটি আমি গতকাল রাতে দেখেছিলাম। নাটকটির গল্প সম্পুর্ন ভিন্ন রকম ছিলো। এধরনের নাটক গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ
চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমি নিজেও কাল দেখলাম।আসলে আমাদের সমাজে বাস্তব চিএ।ধন্যবাদ ভাইয়া আপনাকে

 7 months ago 

মেহজেবিনের খুবই চমৎকার একটি নাটক অন্যন্যা। আমি তো কয়েকবার দেখছি আর যত দেখি ততই যেন আরও বেশি ভালো লাগে। এর গল্প যেমন সুন্দর মেহজাবিনের অভিনয়ও খুব সুন্দর হয়েছে। সত্যিই একজন মা ই বুঝে কেউ তার পাশে না থাকলে একহাতে সবটা সামলানো কতটা কষ্টের। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে রিভিউ দিয়েছেন পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 7 months ago 

খুবই সুন্দর হয়েছে ভাবে আপনি এই নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ গতকালকেও আমি এই নাটক এর রিভিউ দেখেছি৷ আজকে এই নাটকটি আমার দেখার কথা ছিল৷ কারণ আজকে শুক্রবার৷ আজকে আবার এই নাটকের রিভিউ আপনার কাছ থেকে দেখতে পেরে এই নাটক সম্পর্কে আরো কিছু ধারনা নিয়ে নিলাম৷

 7 months ago 

আপনি খুব সুন্দর একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 67015.44
ETH 3247.79
USDT 1.00
SBD 2.64