গল্প:আবেগ । । (শেষ পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১ লা জুন ২০২৩ খৃস্টাব্দ ।

মার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন ।প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ,আমি আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো।গল্প লিখতে কিংবা পড়তে আমার বেশ ভালোই লাগে।অনেক ইচ্ছে হল একটি গল্প লিখার জন্য তাই বসে পরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

hand-g694797f99_1920.jpg

source

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে গল্পের বাকি অংশ নিয়ে হাজির হয়েছি।

তন্ময় একটু ভীতু স্বভাবের।তার বাবা মায়ের ইচ্ছে সে যেন ডাক্তারী পড়ে কিন্তু ডাক্তারী কাঁটাছেড়া বেশ ভয় পায় তাই সে মেডিকেলে পরীক্ষায় দেয় নি,তার ইচ্ছে ইন্জিনিয়ারিং পড়ে ইন্জিনিয়ার হবে।যাই হোক সব জায়গায় পরীক্ষা দিয়ে তেমন কোথায় আশার আলো খুঁজে পাচ্ছে না।


অবশেষে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো। তবে সে ঢাকার বাহিরে যেতে রাজি না।এই দিকে সে মনে মনে নাবিলাকে পছন্দ করে।নাবিলা কে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না।অবশেষে পরিবারের চাপে পরে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য রাজি হলো।আর মনে মনে ইচ্ছে ছিলো পরের বার এডমিশন টেস্ট দিয়ে ঢাকায় থাকার চেষ্টা করবে।


এই দিকে নাবিলা প্রথম প্রথম ফোন পেয়েছে বিভিন্ন মানুষের সাথে কথা বলে এটা তন্ময় জানতে পেরেছে কিন্তু নাবিলাকে সে বুঝতে দেয়নি।তন্ময় ঢাকা ছেড়ে চলে যাবে তাই নাবিলার বাসার সবাই কে বলার জন্য গিয়েছে। নাবিলাকে সে এতটুকু বললো তুমি ঠিকমত পড়াশুনা কর। আর আমার সাথে যোগাযোগ রেখো।আমি প্রতিদিন তোমার খবর নিব।


নাবিলা সব কিছু তে হ্যা সুচক মাথা নাড়লো। কিন্তু নাবিলা বয়স কম পড়াশোনা ভালো হলেও তার পড়াশোনায় মনযোগ খুব কম, মোবাইল পেয়ে মোবাইলে আসক্ত।


তন্ময় ফোন দিলে ব্যস্ত পেত,তাতে তার মন খারাপ হতো।এভাবে দিন যাচ্ছে। তবে তন্ময় তাকে ম্যাসেজ দিলে তা নাবিলা ঠিকঠাক উওর দিত।মাঝে মাঝে ফোনে কথা বলতো।তন্ময় এর খুব ইচ্ছে নাবিলা ঠিকমত পড়াশুনা করে যদি ওর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতো তাহলে সে নাবিলাকে সবসময় দেখেত পারতো।


মাঝে মাঝে তন্ময় হোস্টেল থেকে বাড়ি আসলে নাবিলার সাথে দেখা করতে চাইতো কিন্তু নাবিলা ভয়ে দেখা করতে যেত পারতো না যদি কেউ দেখে ফেলে তাই। যাই হোক এভাবে কথা বলতে বলতে একটা সময় নাবিলা তন্ময় কে একটু একটু পছন্দ করতে শুরু করলো কিন্তু ঠিক তখনই তন্ময় কেমন জানি হয়ে গেলো।সে এখন আর তেমন নাবিলার সাথে কথা বলতে চায় না।আগের মত এখন আর নাবিলাকে ম্যাসেজ দেয় না, আবার নাবিলা দিলেও তা রিপ্লাই দেয় না।


নাবিলা মনে মনে ভাবছিলো হয়ত পড়শুনায় ব্যস্ত হয়ে পড়েছে তাই আগের থেকে সময় দিতে পারছে না।হঠাৎ একদিন জানতে পারে তন্ময় এর মায়ের কাছে তন্ময় একটি মেয়েকে পছন্দ করে মেয়েটিও তাকে পছন্দ করে।


তারা পড়াশুনা শেষ করে চাকরি পাওয়ার পর বিয়ে করবে।এই কথা শুনে নাবিলা বেশ কষ্ট পেয়েছে। তারপর সরাসরি নাবিলা তন্ময় এর জানতে চাইলো পরে তন্ময় সব স্বীকার করলো।নাবিলা আর তার ভালো লাগার ব্যাপারটা তন্ময় কে বলেনি।এভাবে আবেকের ভালোবাসা হারিয়ে গেলো।


যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।


এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR