চশমা নিয়ে বিড়ম্বনা।

in আমার বাংলা ব্লগ11 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

১২ ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ ।

২৬ই সেপ্টেম্বর ২০২৩খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর (শরৎকাল) ।

কয়েকটি ছবি একসাথে।

384236140_139633145895350_8240824378601958359_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি লাইফপোস্ট নিয়ে হাজির হয়েছি। চোখ মানব জীবনের শেষ্ঠ সম্পদ। চোখের দৃষ্টি শক্তির প্রবলেম হলে ভোগান্তির আর শেষ নেই। আমি সেই ক্লাস এইট থেকে চশমা পরি। যদিও প্রথম প্রথম বেশ শখের ছিল কিন্তু দিন দিন বেশ বিরক্তের কারণ হয়ে গিয়েছে। চশমা হচ্ছে বাড়তি একটা ঝামেলা। একে তো কোথায় রাখি ঠিক ঠিকানা থাকে না।

384267020_327102553194727_6194635086704782502_n.jpg

এই কয়েক বছরে যে কয়টা ভেঙেছি তার কোন হিসেব নেই। চশমা ছাড়া এক মুহুতে চলতেও পারি না ,তাই ভেঙে গেলে আবার যাওয়া লাগে চশমা বানাতে। আগে মাঝে মাঝে লেন্স পরা হতো মাঝে মাঝে ,কিন্তু এখন আর পড়া হয় না। আসলে লেন্স পারলে আলাদা অনেক ঝামেলা এবং অনেক রেস্ট্রিকশন যা সামলানো খুন কষ্টকর।


381623615_1198617611541062_9104548040399846423_n.jpg

যাই হোক বেশ কয়েকদিন ধরেই চশমা টা বেশ নড়বড় করছিলো ,চিন্তায় করছিলাম কবে যেন ভেঙে যায়। সেই দিন খাটের পাশে রেখে ঘুমাচ্ছিলাম ,তখন আমার ছেলে চশমার উপর লাভ দেয় সাথে সাথে চশমার ডান্ডি ভেঙে যায়।


আসলে চশমা বানানো খুব বেশি ভালো হয়নি একে তো অনেক টাইড ছিলো আমার জন্য যার জন্য বেশ অস্বস্তিকর ছিলো আমার জন্য।পরে ছেলে ভেঙেই ফেললো।যেহেতু চশমা ছাড়া চলা আমার পক্ষে সম্ভব না তাই আপাতত বাসার কাছাকাছি চশমার দোকানে গেলাম।আসলে এখানে তেমন কোন নতুন মডলের চশমা নেই।

384307149_994891745055764_8573730978130675037_n (1).jpg

মোটামুটি সব ডিজাইনের আমার পরিচিত। আসলে আমার চশমা বেশি দিন যায় না ,তাই ভালোই চশমা কিনা হয়। আমি সব সময় পাটুয়াটুলী থেকে চশমা বানাই যার জন্য এলাকার চশমা তেমন পছন্দ হয় না আবার দাম বেশি। আবার ঠিক মত তারা গ্লাস বসাতে পারে না।


381550347_694111402223235_4411259478572248209_n.jpg

যাই হোক কোন রকম চলার জন্য চশমা একটা বানাতে দিলাম। পরে যখন আনতে গেলাম ঠিক তখনই মনে হচ্ছিলো চশমা বেশি টিকবে না ,কারণ খুব টাইড করে এরা গ্লাস টা লাগিয়েছে। যাই হোক কোন রকম দোকানদার কে এই কথা বলে টাকা দিয়ে চলে আসলাম ,পরে দেখি ঠিক দুই দিন পর চশমা টা এমনি এমনি ভেঙে যায়। দোকানদার উপর বেশ রাগ হয়েছিলো কিন্তু কি আর করার ,কিছু করার নেই।

381613484_707014054605030_1601714541486813062_n.jpg

পরে আবার যেয়ে চশমা আরেকটা বানিয়ে আনলাম এবারটা কোন রকম ঠিক আছে ,তবে খুব বেশি ভালো লাগে নি। তবে এই দোকানের হাত ঘড়ি এবং দেওয়াল ঘড়ি গুলো বেশ সুন্দর। তাই ছবি তুলে নিলাম। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
link (Source)

![381550347_694111402223235_4411259478572248209_n.jpg]()

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আমরা যারা নিয়মিত চশমা পরি, চশমা ছাড়া একদমই অচল, আমাদের সবসময়ই ব্যাক আপ চশমা রাখা উচিত। আর চশমা এমনই সেন্সিটিভ একটা বিষয়। চশমার পাওয়ার যদি ভালো ভাবে সেট না হয়, সেই চশমা যদি ব্যবহার করা হয়, তবে তা চোখের আরো বড় ক্ষতি করে... তাই একটু বুঝে শুনে ভালো দোকান থেকে চশমা বানানো উচিত।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45