নাইনটি নাইন প্লাসে একদিন।
আমি @rahimakhatun
from Bangladesh
১০ ই নভেম্বর ২০২৩ ।
|
---|
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমি একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।অনেক আগে গিয়েছিলাম বাসার কাছাকাছি একটি নাইনটি নাইন এর দোকানে।এই খানে সুন্দর সুন্দর কাঁচের ক্রোকারিজ এর আইটেম পাওয়া যায়।নাইন্টি নাইন টাকার উপরে জিনিস পত্র পাওয়া যায়। মাঝে মাঝে নাইটিনাইন এর দোকান থেকে বিভিন্নরকম জিনিসপএ কিনতে আমার ভালোই লাগে।আমি সর্বপ্রথম নাইটিনাইন দোকান সম্পর্কে জানতে পারি আমি যখন কলেজে পড়ি তখন,কলেজের পাশেই একটি দোকান ছিলো তার প্রথম ঐ দোকান থেকে কিনে ছিলাম একটু ঘড়ি যা অনেক দিন টিকে ছিলো।
ছোট ছোট আর্টিফ্যাসিয়াল গাছ আছে। দেখতে বেশ ভালো লাগে। এগুলোর একেকটার দাম ২৫০ থেকে ৩০০ টাকা করে।
মাটির বিভিন্ন নানান জিনিস পত্র পাওয়া যায় এই খানে।
মাটির তৈরি ব্যাংক ,ফুলের টপ ,চায়ের কাপ আরো নানান কিছু। আগে আমাদের এই দিকে মাটির তৈরি জিনিস পত্র পাওয়া যেত না ,মাটির জিনিস পত্র কিনতে হলে শাহবাগে যেতে হতো। এখন এই খানেই কিনতে পাওয়া যায়।
এই খান থেকে বিভিন্ন রকমের গিফটের আইটেম কিনতে পাওয়া যায়। দামি কমদামি সবই পাওয়া যায়।
একেবারে এক টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার জিনিসপএ আছে এখানে।বিশাল বড় একটি দোকান।বেশ ভালোই চলে দোকান টা।মাঝে মাঝে মোটামুটি আমি অনেক জিনিসপত্র কিনি।আসলে এইসব দোকানে গেলে সব কিছুই কিনতে মন চায়।বিশেষ করে ঘর সাজানোর জিনিস পএ গুলো।আমার ছেলে কে নিয়ে গেলে তো পাগল হয়ে যায়,কোনটা রেখে কোনটা কিনবে।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
আমার পরিচয়
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
আপু আপনি যে নাইনটি নাইন প্লাস দোকানে গেছেন,সেখানে তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। আসলে মাঝে মাঝে এসব দোকানে গেলে বিভিন্ন জিনিস দেখা যায়। সব জায়গায় এসব দোকান পাওয়া যায় না। দোকানের জিনিসপত্রগুলো আমার কাছেও খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে।ভালোই লাগে দেখতে।ধন্যবাদ
আপু নাইনটি নাইনের জিনিস গুলো সত্যি ভালো হয়। আমি ও মাঝে মাঝে কিনি।তবে আপনার ওখানে দেখছি অনেক মাটির তৈরি জিনিস। আসলে আপু মাটির তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর বাচ্চাদের কথা কি বলব ওরা সব কিছু নেওয়ার জন্য অস্হির হয়ে যায়।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও মাঝে মাঝে কিনি তবে আগের জিনিস পএ গুলো বেশি ভালো ছিলো। ধন্যবাদ
আমি যখন স্কুলে পড়ি হঠাৎ করেই ৯৯ এই দোকানগুলো অনেক বেশি ফেমাস হয়ে ওঠে, তখন প্রায় সময়ই দেখতে যেতাম অনেক কিছু কিনতেও যেতাম। আপনার আজকের পোস্ট দেখে আমার জীবনের সেই ঘটনাগুলো মনে পড়ল।
তাই বেশি বেশি কিনতেন বুঝি🫣,কাকে গিফট করার জন্য?
নাইনটি নাইনে সত্যি সুন্দর জিনিস পত্র পাওয়া যায় তবে নাইনটি নাই এর দোকানে গেলে আমার অন্য দামের মানে বেশি দামী জিনিস গুলো পছন্দ হয় আর ভাবি এগুলো যদি নাইনটি নাইন টাকায় পাওয়া যেত।খুব ভালো লাগছে ফটোগ্রাফি গুলো। সব মিলিয়ে সুন্দর অনুভূতি ও সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি।ধন্যবাদ
এটা ঠিক বলেছেন আপু আমারও তেমন মনে হয়।হা হা ধন্যবাদ
দোকানটির নামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোন রেস্টুরেন্টের নাম হবে এটা। কিন্তু পোস্টটি পড়ে এবং পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখে জানতে পারলাম ঘর সাজানো জিনিসপত্রের দোকান এটা। খুবই ভালো লাগলো জেনে দোকানটিতে এক টাকা থেকে হাজার টাকা দামের জিনিসপত্র বিক্রয় করা হয়। দোকানের পরিবেশটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং দোকানের জিনিসপত্র গুলো দেখতেও অসাধারণ সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি লাইফ স্টাইলের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে নাইনটি নাইন নাম হওয়ার কারন হচ্ছে ৯৯ টাকায় অনেক কিছু পাওয়া যায়। 😀