কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
২৫ আগষ্ট ২০২৫
|
|---|
বেশ মহা একটি বিপদ থেকে উঠলাম।আপনারা সবাই হয়তো যানেন আমি নতুন পাখি পালনকারী। আমার দুই জোরা বাজিঘর পাখি আছে।এতদিন পাখিগুলোকে একসাথে রেখেছি,আজকে ভাবলাম পাখিগুলোকে আলাদা করে দেই।আজকে আমি আলাদা করে দিয়েছি।হঠাৎ দেখি বিকেলের দিকে একটা পাখি খাচার বাহিরে। কিভাবে যে গেলো আমি এখনও বলতে পারি না।এদের কে আলাদা করাই যাচ্ছে না।আমি পেয়ার মিলিয়ে দিয়েছি,কিন্তু এরা আলাদা হচ্ছে না কেন জানি।যাই হোক আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।ভালো লাগে সুন্দর সুন্দর জিনিস ফটোগ্রাফি করতে।আমি বৃক্ষমেলার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো।
যাই হোক বেশ কিছু আগে আমি গিয়েছিলাম বৃক্ষমেলাতে সেখান থেকে কয়েকটি পর্ব আমি সাজিয়েছি।এর থেকে কয়েকটা পর্ব আমি এখানে শেয়ার করেছি আর কয়েকটি আপনাদের সাথে সাথে আস্তে আস্তে শেয়ার করবো।তাহলে চলেন আজ কি কি শেয়ার করি দেখি আসি।
আসলে বৃক্ষমেলাতে সব একই রকম ফটোগ্রাফি।প্রায় সব দোকানেই একই রকম গাছ ফুল ও ফল।এই যেমন ক্যাট্টাস গুলো একই রকম।ভালো লাগে আমার কাছে ইনডোর গাছ হিসেবে, আর যদি গাছে ফুল হয় তাহলে তো কথাই নেই। তাছাড়া আমার মনে হয় কিছু কিছু ক্যাট্টাসে তেমন একটা যত্ন করতে হয় না।আমার ছাদে একটা ক্যাট্টাস আছে এটা টব ছাড়া এমনি অনেক বছর যাবত বেঁচে আছে।কাটাগুলো এত শক্ত। বেশ ভয় লাগে।
আরো কিছু ক্যাট্টাস গাছ এগুলোর কিছু কিছু ফুল হয় বিভিন্ন কালচারের।
আরো কিছু ক্যাট্টাস গাছ এগুলোর কিছু কিছু ফুল হয় বিভিন্ন কালারের।বেশ বড় বড় ফুল হয়।
এই ফুলটার নাম আমি জানি না।তবে কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে।গাঢ় বেগুনি কালারের।আপনারা কেউ নাম জানলে কমেন্টে জানাবেন।
অনেক গুলো গাছ একসাথে বৃষ্টি ভিজে আছে দেখতে বেশ ভালো লাগে।বিশেষ করে আম গাছ গুলো দেখতে অনেক ভালো লাগছে।এমন কিছু আম গাছ থাকলে আর কি লাগে।দেখলেই মন ভরে যায়।
p>যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | flowers |
| link | location |









ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।
ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে বৃক্ষ মেলা গেলে চমৎকার চমৎকার ফুল এবং ফুল গাছ দেখা যায়। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর হয়েছে আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷ আর বৃক্ষমেলা থেকে যে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷