কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ6 months ago

আমি @rahimakhatun
from Bangladesh
২ ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ ।

১৬ ই জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

415838008_1400412927251651_6303446124290814107_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ কিছু ফোটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমি তেমন ভালো ফোটোগ্রাফি করতে পারি না ,তাও চেষ্টা করি মাঝে মাঝে কিছু ফোটোগ্রাফি করতে। আসলে সেইদিন গিয়েছিলাম বোনের ছেলের সাথে কাছাকাছি একটি রেস্টুরেন্ট এ ,রেস্টুরেন্ট এর পাশেই একটি নার্সারি দিয়েছে নতুন। মনে মনে ভাবলাম নার্সারি তে গিয়ে কিছু গাছ দেখি আর কিছু ছবি তুলি। যেই ভাবা সেই কাজ গিয়ে কিছু ইনডোর গাছ দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি তাই নেয় নি ,তারপর কিছু ছবি তুলছিলাম কিন্তু নার্সারি ওয়ালা বেশ ক্ষেপে গিয়েছে কেউ নাকি গাছ কিনে না সবাই ছবি তুলে নিয়ে যায়। এখন থেকে নাকি ছবি তুলার জন্য টাকা নিবে হা হা। যাই জোক আসলে এই খানে অনেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারে।অনেকের ফটোগ্রাফি গুলো দেখতে আমার বেশ ভালোই লাগে।আর মনে মনে ভাবি কবে যে আমি পারবো এমন সুন্দর ফটোগ্রাফি করতে।যাই হোক এর আগে প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম ,এখন তার ২য় পর্ব নিয়ে হাজির হয়েছি। কথা না বারিয়ে যাওয়া যায় মূল ছবিতে।

415829954_391326066891043_7764243416237044289_n.jpg

এই হচ্ছে কসমস ফুল ,এর বিভিন্ন কালার আছে। সব গুলো কালার এই সুন্দর। আমার বাসায় এর ছাদে অনেকগুলো কালারের কসমস ছিল।এই কালার টা ও আমার কাছে বেশ ভালো লেগেছে।

416141425_310966525276319_7748566826153280951_n.jpg

এই ফুলগুুলোর নাম হচ্ছে জবা ফুল। দেখতে অনেক সুন্দর। এই ফুলটি অনেক কালারের হয়ে থাকে। এবং প্রজাতি ও হয়ে থাকে। আমি এই খানে কয়েকটি কালারের ছবি তোলেছি। এই গাছের উচ্চতা ৮ফিট থেকে ১৬ ফিট হয়ে থাকে। পাতা গুলা সুবজ থাকে। এটি মালভেসি গোত্রের। ১৭৫৩ সালে আর নাম দেওয়া হয় Hibiscus rosa-sinensis .আর অনেক উপকারিতা আছে ।এর ওষুধি গুনাগুন অণেক।

415605073_1581669369038250_6116318456734693136_n.jpg

এই হচ্ছে কসমস ফুল ,এর বিভিন্ন কালার আছে। এই হচ্ছে খয়েরি কালার। এইটাও সুন্দর।

416000886_390369236740654_4026142670987142858_n.jpg
এই টা মনে হচ্ছে গাঁদা ফুল। আমি তেমন একটা বুঝতে পারছি না।

415813689_937931034610990_5906204574216800768_n.jpg

এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। নাম না জানা ফুল।

411521493_683061747306999_7167567152946547945_n.jpg

416029211_3693433670900468_2057933086346814743_n.jpg

415751517_695148862747264_9016240750212606084_n.jpg

আসলে কিছু কিছু ফুলের সুবাস না থাকলে ফুল দেখলে মন ভালো হয়ে যায়।আসলে ফুল মানেই মিষ্টি

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flower
linksource

Sort:  
 6 months ago 

অসাধারণ সুন্দর সুন্দর ফুলের চমৎকার ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি গুলোর মধ্যে গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অত্যন্ত দক্ষতার সাথে চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে ওই নার্সারি ওয়ালার জন্য বিষয়টা বেশ দুঃখজনক কারণ সবাই যদি এসে শুধু ছবি তুলেই চলে যায় তাহলে তার তো ক্ষেপে যাওয়ার কথা। যাইহোক আপনি ওই নার্সারি থেকে বেশ দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ ভালই লেগেছে আমার কাছে। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে আমার খুবই ভালো লাগে। আপনি কালারফুল কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন এবং খুব নিখুঁতভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 6 months ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো। বিশেষ করে নাম না জানা ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 6 months ago 

শীতকাল মানে আমাদের দেশে ফুলের মেলা।
ঝোপঝার নার্সারি বা বাড়ির করিডর সাজানো রয়েছে বাহারি রকমের ফুল দিয়ে।
আপনি আপনার পোস্টে পরিচিত অপরিচিত বেশ কয়েক ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুলের ফটোগ্রাফি করতে এবং ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ঠিকই বলেছেন আপনি ফুলের ফটোগ্রাফি দেখে মন এমনিতেই খুবই ভালো হয়ে যায়। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। যা আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফির বেশ ভাল ছিল ।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 6 months ago 

নার্সারিতে গেলে অসংখ্য ধরনের ফুল গাছ একসাথে দেখার সুযোগ হয়।এই শীতে সবার কাছ থেকে অনেক ফটোগ্রাফি দেখার সুযোগ হলো । আপনার শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে আপু। অনেকগুলো ফুল দেখতে পেলাম আপনার ফটোগ্রাফি মূলক এই পোস্টের মাধ্যমে। হলুদ রঙের নাম না জানা অসংখ্য যে ফুলের ফটোগ্রাফিটি আপনি শেয়ার করেছেন, সেটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। তবে এই হলুদ ফুলগুলোর নাম জানতে পারলে আরেকটু বেশি ভালো লাগতো।

 6 months ago 

ফুল সকলেই ভালোবাসে। সব সময় সকলেই ফুলের প্রেমে মুগ্ধ থাকে৷ আমিও যেসময় ফুল দেখতে পাই তখন ফুল নিয়ে নিই৷ আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম৷ এর মধ্যে জবা ফুল এবং কসমস ফুল আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39