বিপদ হঠাৎ করেই আসে।

in আমার বাংলা ব্লগlast month
২১ ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ ।

৫ ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

smiley-3058590_1280.jpg

source

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে একটি জেনারেল পোস্ট শেয়ার করবো।আসলে মানুষের জীবনে বিপদ বলে কয়ে আসে না।কখন কার কি হয় বলা যায় না।বিপদ আসতে দেখা যায় না যেতে দেখা যায়। এমনি এক ঘটনা ঘটেছে আমার সাথে কাল।বিপদ যার উপর সেই বুঝে।কাল আমার বাবুর জন্য গিয়েছিলাম খিচুড়ি রান্না করতে।ঘরের সব কাজ সেরে তারপর খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম।

আসলে আমি ওর রান্না টা একটু দেরি করেই রান্না করি।কারন একটু দেরি করে খাওয়ালে কান্না টা একটু কম করে তা না হলে খাওয়াতে নিলে অনেক ঝামেলা করে খেতে চায় না।এই যুগের বাচ্চা বলে কথা তাছাড়া ছেলের ও মাদ্রাসা থাকে ওকে রেডি করাতে করাতে দেরি হয়ে যায়। ছেলেও তো ছোট সকাল করে ঘুম থেকে উঠতে চায় না।যাই হোক ছেলেকে দিয়ে মেয়ের জন্য খিচুড়ি বসিয়েছি।এখন এসে দেখি গ্যাস নেই।


তাই কারেন্টের চুলাতে দিলাম।কাল একটু বেশিই দেরি হয়ে গিয়েছিলো।এখন দেখি সে কান্না করছে।তাই তাড়াতাড়ি করছিলাম।ওকে মায়ের কোলে দিয়ে আমি গিয়েছি রান্নাঘরে।অনেক সময় বেশি কান্নাকাটি করলে ওকে কোলে নিয়েই কাজ করি।যাই হোক সবকিছু সিদ্ধ হওয়ার পর আমি একটু বাবুকে বেল্ড করে দেই এখনও ঐভাবে খেতে পারে না কেবল খাওয়া শিখছে।যাই হোক পাশের বাসার আন্টি এসেছিলো তার ছেলের বিয়ের মিষ্টি নিয়ে,তার কথা বলতে বলতে গরম খিচুড়ি টা বেল্ডারের জগে দিয়ে আমি বেল্ডার অন করে দেই, সাথে সাথে জগের ঢাকনা খুলে গরম খিচুড়ি আমার মুখে আর গলায় পড়ে যায়।কোন রকম সুইস অফ করে দেখি আমার মুখ আর গলা লাল হয়ে গিয়েছে আর অসম্ভব রকম জ্বলতেছে।একটু পর দেখি ফোস্কা পরে গিয়েছে।


সাথে সাথে মলম লাগালাম।কিন্তু কিসের কি কোন জ্বলা কমছে না ঠান্ডা পানি দিয়ে বার বার মুখে লাগাচ্ছি।ভাগ্য ভালো আমার চোখে যায়নি তাছাড়া আমার বাবুটা কোলে ছিলো না তাহলে সাথে সাথে একটা অঘটন হয়ে যেত।আমি বড় মানুষ সহ্য করতে পারছিলাম না।পরে সাথে সাথে ডাক্তার সাথে কথা বললাম আর ছবি দিলাম।একটা ওয়েল মেন্ট দিলো আর খাওয়ার ঔষধ দিলো।খুব কষ্ট হচ্ছিলো ব্যথায়।তখন ঐ মুহূর্তে একটা মনে হচ্ছিল আমার অল্প অংশ পুড়াতে কেমন লাগছে আর যাদের পুরোটা পুড়ে যায় তাদের কেমন লাগে।তারপর ডাক্তার বললে বড় বড় ফোস্কা গুলো স্যালাইন দিয়ে ধুয়ে গেলে দিতে তারপর মলম লাগাতে।তাহলে তাড়াতাড়ি শুকাইতে সাহায্য করবে।


কি একটা অবস্থা। আসলে আমি বেল্ডারে কখনই গরম কিছু দেই না কালকে কি করলাম নিজেও জানি না।যাই হোক পরে সন্ধ্যার সময় আপু ফোস্কা গেলে তারপর ওয়েলমেন্ট লাগিয়ে দিলো। ওইলমেন্ট লাগানোর পর প্রথম প্রথম গরম গরম লেগেছে পরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে পরে অবশ্য কালো আর লাল হয়ে আছে। গরমে বেশ কষ্ট পাচ্ছি। যাই হোক আপনারা সবই আমার জন্য দোআ করবেন আল্লাহ যেন সব খুব করে দেয়।

যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy plant
linklocation

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 last month 

আসলে বিপদ যেকোনো সময় হতে পারে। তাই আমাদেরকে সব সময় সাবধানতা অবলম্বন করে যে কোন কাজ করা উচিত। আর কখনোই আমাদের উচিত না গরম কোন কিছু ব্লেন্ডার করা। ঠান্ডা করে তারপর ব্লেন্ডার মেশিনে দেওয়া উচিত। বুঝতেই পারছি ভুল করে আপনি দিয়ে ফেলেছিলেন, যার কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল। ভাগ্য ভালো ছিল আপনার বাবু আপনার কোলে তখন ছিল না। কোলে থাকলে তো আরো বড় কিছু হয়ে যেত। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু করেন। আশা করছি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে।

 last month 

কখন কার কোন বিপদ আসে এটা বলা সত্যিই খুব মুশকিল। আপনার মেয়ের জন্য খিচুড়ি রান্না করেছিলেন এবং সেই খিচুড়ি গরম অবস্থায় ব্লেন্ডারে দিয়ে আপনার এমন বিপদ হয়েছে জেনে সত্যিই খুব খারাপ লাগলো আপু। আর বর্তমানে যে পরিমাণ গরম পড়েছে এই গরমে পোড়া জায়গাগুলো অনেক বেশি কষ্ট দেয়। সামান্য একটু পুড়ে গেলে বোঝা যায় পোড়া শরীরের কষ্টটা কতটা কঠিন। আপনার সুস্থতা কামনা করছি আপু।

 last month 

ইস, গরম খিচুড়ি আপনার গলায় এবং হাতে পড়ে যাওয়াতে হয়তো অনেক বেশি ব্যথা পেয়েছেন। কারণ এর আগে গরম পানি আমার হাতে পড়ে গিয়েছিল আমি জানি এর যন্ত্রণা কত বেশি হয়। আর এ কথাটা ঠিক বলেছেন বিপদ মনে হয় যখন আসে সব দিক থেকে আসে দোয়া করি আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং সবকিছু সামলিয়ে আমাদের মাঝে ভালোভাবে কাজ করতে পারেন।

 last month 

সত্যি কথা বলতে কি আপু বিপদ কখন যে কার কিভাবে আসে কেউ জানে না। ঠিক তেমন একটা বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন। আরেকটা বিষয় থাকে বিপদ যখন আসে চারিদিক থেকে আসতে থাকে। আর এটা কিন্তু বাস্তব জীবনে অনেকবার দেখেছি। তবে আল্লাহ যে অল্পতে বাঁচিয়েছে একটা সৃষ্টিকর্তার কাছে হাজার শুকরিয়া আদায় করুন এবং দোয়া করুন যেন দ্রুত ঠিক হয়ে যায়। বাবু কোলে ছিল না এটাও কিন্তু ভাগ্য। মহান সৃষ্টিকর্তার তো সহায়তা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সব সময় ভালো রাখুক সেই দোয়া রইল আপু।

 last month 

আসলে আপু, বিপদ যে কোনো সময়ই হতে পারে। তবে যখন গরম খিচুড়ি আপনার মুখে এসে লাগল, ওই সময়টা যদি আপনার বাবু কোলে থাকতো তাহলে আরো বড় অঘটন ঘটতে পারতো। আসলে গরম জিনিস মুখের উপর বা গলার উপর পড়লে সেটা যে কতটা কষ্টদায়ক হয় তা আমি বুঝি। আপনার সুস্থতা কামনা করছি আপু।

 last month 

গরম জিনিস শরীরে লাগলে অনেকটাই কষ্ট হয়।আমি যেদিন রান্না করতে যায় সেদিনই আমার হাতের কোথাও দাগ পড়ে যায়।আমি আপনার দুঃখ টা বুঝতে পারলাম।আপনার আবার গরম খিচুড়ি এসে লেগেছিল।খারাপ লাগলো পোস্টটি পড়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

আপনি ঠিক বলছেন আপু বিপদ বলে আসে না। বিপদ হঠাৎ করেই আসে। গরম খিচুড়ি বেল্ডারের জগে দিয়ে আপনি বেল্ডার অন করে চলে গিয়েছেন, এই কাজটি করা উচিত হয়নি আপনার। তাই সাথে সাথে জগের ঢাকনা খুলে গরম খিচুড়ি আপনার মুখে আর গলায় পড়ে যায়। ভাগ্যিস আপনার বাবু কোলে ছিল না তাহলে আরো বড় অঘটন ঘটত। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।

 29 days ago 

ভয়ংকর বিপদ হয়েছে আপনার সাথে দেখছি আপু।ঠিক বলেছেন বিপদ কখনো বলে আসে না কিন্তুু বিপদ আসলে কেন জানি বেখেয়ালি হয়ে যায় আর তখনি বিপদ ঘটে।আপনার বেলাও তাই হয়েছে। ফোসকা পড়লে ভীষণ জ্বালা করে।মেডিসিন লাগান ঠিক হয়ে যাবে আপু।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে আপনার বিপদ সম্পর্কে জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56519.24
ETH 2991.31
USDT 1.00
SBD 2.16