এখন ষড়ঋতুর হেমন্তকাল । |
আসলে বেশ কিছুদিন ইনএকটিভ থাকার কারনে এখন চেষ্টা করছি একটিভ হওয়ার জন্য, তাই প্রতিদিন পোস্ট করতে হচ্ছে। আজকে একটু পোস্ট করতে দেরি হয়েছে, ছুটির দিন তো তাই নানান ঝামেলা কাঁধে জমা হয় যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি একটি ভ্রমণ পোস্ট শেয়ার করবো।বেশ অনেক দিন আগে গিয়েছিলাম আমরা রাজশাহী। আমরা বলতে আমি আর আমার বড় বোন আর বাচ্চারা।
আসলে সকল ভাই বোন একসাথে হয়েছি আর কি।আমরা গিয়েছিলাম সাতদিনের জন্য,আসলে বছরের মাঝখানে যাওয়া যায় না বাচ্চাদের স্কুল মাদ্রাসা খোলা থাকে,তারপর ২ য় সেমিস্টার শেষ হওয়াতে অনেক রিকোয়েস্ট এর জন্য যাওয়া হয়েছে। আমরা যখন যাই তখন বেশ গরম ছিলো।অনেক গরম পরার জন্য তেমন কোথাও ঘুরতে যেতে পারিনি।
আসলে তখন এত গরম ছিলো আর বাহিরে অনেক রোদ থাকতো তাই বের হওয়াটা বেশ কষ্ট কর।তারপর বাচ্চাকাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়ানো তো কষ্টের।যাই হোক কিন্তু বাচ্চাদের তো মানানো যাচ্ছি লো না।তাদের বায়নার জন্য তাদের নিয়ে যাওয়া জন্য বেছে নিলাম রেনি পার্কে।এক তো সন্ধ্যার সময় তারউপর ঐখানে এসি থাকে তাই এই সিদ্ধান্ত।
তারাও বেশ খুশি হয়েছিলো তারা খেলতে পারবে।যাই হোক আমরা সকলে সন্ধ্যায় বের হলাম ওদের নিয়ে।তারপর রেনি পার্কের টিকেট কাটার জন্য কাউন্টারে গেলাম,এর মধ্যে তো তাদের দেরি সহ্য হচ্ছিলো না তারা কখন যাবে।যাই হোক টিকেট কেটে তাদের ভিতরে ঢুকালাম।তারা তো ভিতরে গিয়ে বেশ খুশি আমাদের ডাক তো তারা শুনতেই পায় না। ওরা বেশ মজা করেছিলো আসলে ওদের মজা থেকে আমাদেরও বেশ ভালো লেগেছে।
এমন একটা অবস্থা তারা কিছুতেই আসবে না তারা ঐখানেই থাকবে,ওদের দেখে আমার ছোট বাবুটাও ওদের কাছে যাওয়ার জন্য অস্থির করতে ছিলো।তারপর আর কি আরেকদিন নিয়ে আসবো বলে তাদেরকে জোর করে নিয়ে আসলাম।বাহিরে বের হয়ে দেখি ফোটা ফোটা বৃষ্টি পরছিলো।আমরা সবাই অটোরিকশার জন্য দাড়িয়ে ছিলাম।বৃষ্টি এর জন্য অটো ও পাচ্ছিলাম না অনেক সময় পর পেয়ে বাড়ি ফিরে আসলাম।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ |
device | samsung SM-A217F |
Location | rajshahi |
Photograpy | travel |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Follow @amarbanglablog for last updates
Support
@heroism Initiative by Delegating your Steem Power
রাজশাহী রেইনি পার্কে আপনারা দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। পার্ক টা ভীষণ সুন্দর। ছোট বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। তারা খুব ভালো সময় কাটাতে পারবে এখানে। আপনার ভ্রমন পোষ্টের মাধ্যমে পার্ক টা দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।