মেহেদী নকশা আর্ট।

in আমার বাংলা ব্লগ10 months ago
৭অগ্রহায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

২৬ই নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ রবিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



প্রস্তুত প্রণালীর ছবি

403406851_373020675173061_6768204147661363537_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ অনেক দিন পর মেহেদী ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আসলে মেহেদী দিতে আমার খুব ভালো লাগে। ছোটবেলায় হাতে অনেক মেহেদী দিতাম। এখন সময় এবং সুযোগের অভাবে তেমন একটা দেওয়া হয় না। অবশেষে শেষ করে পোস্ট করতে বসে পড়লাম।

368842157_3521943511356084_4450894130913250625_n.jpg

হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে,তাই আমার এই চেষ্টা।

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে,তাই আমার এই চেষ্টা।

403399865_1720491655095776_4421179048348161984_n.jpg


এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

উপকরণঃ
🔺 খাতা
🔺জেল পেন
প্রস্তুত প্রণালী


১ম ধাপ

386836886_1057430618828271_1527679131941108151_n.jpg

প্রথমে গোল করে এঁকে নিব।

২য় ধাপ

403395547_266103609419804_9043876904851851577_n.jpg
তারপর ফুল এঁকে নিব।

৩য় ধাপ

370332177_899823424851047_4997786759659212106_n.jpg
আবার গোল করে নিব।

৪র্থ ধাপ

403605463_1387568058812821_7170848804214475084_n.jpg

ডাল আর পাতা এঁকে নিব।

৫ম ধাপ

403605463_1387568058812821_7170848804214475084_n (1).jpg
এভাবে এঁকে নিব।

৬ষ্ঠ ধাপ

403597873_361391573080077_5015158658916647028_n.jpg
ছোট ছোট দাগ টেনে পাতার মত এঁকে নিব।

৭ম ধাপ

403401534_666228418830329_3324414181353304278_n.jpg

অপর পাশে একে কোল্কা নকশা করে নিব।

৮ম ধাপ

369971772_363429056052456_1113236937337468820_n.jpg
ভিতরে ফুল এঁকে নিব।

৯ম ধাপ

403612330_733241498132137_343964625926660421_n.jpg

এঁকে নিব।

403612330_733241498132137_343964625926660421_n.jpg

371306516_1055219632182852_8968225901328016483_n.jpg

368842157_3521943511356084_4450894130913250625_n.jpg
সবশেষে আমার নাম লিখে আর্টটি শেষ করেছি।

মেহেদীর আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP
Sort:  
 10 months ago 

ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। মেহেদী দিয়ে আসলে খুবই কষ্টের বিষয়, মেয়েরা খুব ইনজয় করে ডিজাইনটি করতে। খাতার মধ্যে হলেও খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করেছেন নিঃসন্দেহে হাতে এ ডিজাইনটি খুব ভালো লাগবে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

মেহেদির নকশা দেখতে আমার খুব ভালো লাগে। আপনার নকশাটাও খুব সুন্দর হয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি মেহেদির নকশা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 10 months ago 

আপু খুবই চমৎকার মেহেদির ডিজাইন শেয়ার করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন আর্ট করেছেন। এই ডিজাইন মেহেদি দিয়ে হাতে পরলে খুবই ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 10 months ago 

চমৎকার একটি মেহেদি নকশা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। এই ডিজাইনটি দেখে হাতে মেহেদি পড়লে দেখতে খুব সুন্দর লাগবে। নকশাটি আমার কাছে খুব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে এটা দেখে যে কেউ ডিজাইনটি করতে পারবে। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মেহেদী নকশা আর্ট তৈরি। আপনার তৈরি মেহেদী নকশা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি খাতায় তৈরি না করে আপনি সত্যিকারের অর্থে কারো হাতে তৈরি করতেন তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনি কিন্তু দারুন মেহেদী ডিজাইন করেন সেটা আগেও দেখেছি। আপনার করা আজকের মেহেদী ডিজাইন কিন্তু দারুন হয়েছে। ভাবছি ঐদিকে দিয়ে গেলে একদিন আপনার কাছে মেহেদী পড়ে আসবো। সব মিলিয়ে আপনার আজকের মেহেদী ডিজাইনটি ভালো ছিল।

 10 months ago 

আপনার মত একই অবস্থা আমারও। ছোটবেলায় মেহেদী ছাড়া যেন কোন অনুষ্ঠানে সম্পন্ন হতো না। আর এখন সময় সুযোগের অভাবে হাতে মেহেদি দেওয়া হয় না। কিন্তু সময় পেলে মেহেদির ডিজাইনগুলো আঁকার চেষ্টা করি। আপনার আজকের মেহেদি ডিজাইনটি সুন্দর হয়েছে। হাতে লাগালে খুব ভালো লাগবে। ধন্যবাদ আপু সুন্দর একটি মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য।

 10 months ago (edited)

আমরা মেয়েরা যে কোন অনুষ্ঠানে যতই ব্যস্ত থাকি না কেন হাতে মেহেদি লাগাতেই হবে। কেননা অনুষ্ঠান বাড়িতে হাতে মেহেদি না লাগালে অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যায় যেন। আপনার মেহেদি নকশাটি অনেক সুন্দর হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মেহেদির নকশা আর্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপু আপনার মতো আমিও হাতে মেহেদি দিতে ভীষণ পছন্দ করি। তবে এখন সময়ের অভাবে তেমন একটা দেয়া হয় না।আপনি ঠিক বলেছেন আপু চেষ্টার দ্বারা অনেক কিছুই আসলে করা সম্ভব।চেষ্টাতে একদিন বড় কিছু হয়।আজকে আপনার মেহেদি ডিজাইনটি চমৎকার হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরলেন।এজন্য সহজ হলো।আপনার উপস্থাপনা আমার কাছে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার শেয়ার করা সবগুলো আর্ট দেখতে আমি অনেক বেশি পরিমাণে ভালোবাসি৷ আর সবগুলো আর্ট অনেক সুন্দর ভাবে আপনি শেয়ার করে থাকেন৷ আর আজকেও একদমই অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এই আর্টের মধ্যে একদম ছোট ছোট ডিজাইনগুলো আপনি খুবই ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60857.34
ETH 2383.21
USDT 1.00
SBD 2.68