ফুলের নকশা আর্ট।

in আমার বাংলা ব্লগ5 months ago
২৯ ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ ।

১২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

446007101_836181491691758_8719965684677756149_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আসলে আগের মতো এখন তেমন একটা আর্ট করতে পারি না ,ছোট বাবুর জন্য। আজকে আর্ট করতে বসছিলাম আর্ট করার জন্য ঘুম পাড়িয়ে, তিনবার উঠছে এক আর্ট করতে। কেন জানি ইদানিং সে অনেক কম ঘুমায়। সে অলটাইম আমাকে পাহাড়ায় রাখে মনে হয় ,তাই ঘুমায় না। হা হা। যাই হোক আমি আজকে একটি ফুলের নকশা একেছি। এই আর্ট গুলো টেবিলের কাবার কিংবা টিভি এর কাভারে এঁকে , সুতা দিয়ে হাতের কাজ করলে দেখতে বেশ ভালো লাগবে। আসলে হাতের কাজের তুলনা হয় না ,যে কোন কিছুতে কাজ করলে বেশ ভালো লাগে। আমি আগে করতাম কিন্তু এখন সময়ের অভাবে এখন করতে পারি না। চলুন তাহলে কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

446040221_1206639176996551_5257359578495495320_n.jpg

আমি তেমন কিছু পারি না তবে চেষ্টা করি কিছু ভালো কিছু করার।সবার দেখাদেখি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

441948860_1415983022409497_5838179162008980760_n.jpg

উপকরণঃ
🔺 খাতা 🔺সাইনপেন
প্রস্তুত প্রণালী


১ম ধাপ

446005435_1024256119042403_1833817731152253577_n.jpg

প্রথমে একটি চ্যাপ্টা গোল এঁকে নিব ।

২য় ধাপ

447779127_806951491388891_5808380054663923418_n.jpg

ফুল এঁকে নিয়েছি ।

৩য় ধাপ

/*-+

441940206_3599276246978156_697398921956014922_n.jpg

লতা পাতা ও ফুল এঁকে নিয়েছি ।

৪র্থ ধাপ

441940198_1180737679735567_2531900202732536627_n.jpg

এঁকে নিয়েছি ।

৫ম ধাপ

446042856_3704899809783472_5114107883750967847_n.jpg

আরও ফুল নিলাম।

৬ষ্ঠ ধাপ

447788134_1549840645574048_2248188415693810648_n.jpg

এভাবে একে নিলাম

৭ম ধাপ

441940608_26914817118117875_5162307850717604050_n.jpg

রঙ করে নিলাম ।

৮ম ধাপ

446043249_1127784528451084_2298996698532924778_n.jpg

৯ম ধাপ

441938288_1247054726263979_2765321893419164079_n.jpg

নাম লিখে নিচ্ছি ।

446040221_1206639176996551_5257359578495495320_n.jpg

আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Sort:  
 5 months ago 

দারুন একটি ফুলের নকশা করেছেন। এমন নকশা গুলো দেখতে আমার কাছে কিন্তু বেশ দারুন লাগে। আপনার নকশার কালার কম্বিনেশনও বেশ দারুন ছিল। ধন্যবাদ এমন সুন্দর একটি নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

খুবই চমৎকার একটি ফুলের নকশা শেয়ার করেছেন আপনি।অনেক সুন্দর লাগছে দেখতে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য ।

 5 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি ফুলের নকশা তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের নকশা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি ফুল তৈরিতে বিভিন্ন ধরনের কালার পেন ইউজ করেছেন বলে সব থেকে দেখতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার বাবু সত্যি আপনাকে পাহাড়া দেয় যে মা কখন কি করে তা দেখতে হবে তাই সে এতোবার জাগা পায়।আপনি চমৎকার সুন্দর করে ফুলের নকশা আর্ট করেছেন। ভীষণ চমৎকার লাগছে আর্ট টি।আগের দিনে মানুষ সুতা দিয়ে এরকম অনেক কিছু বানিয়ে ব্যাবহার করতেন ফার্নিচারে।আপনার আর্ট ও আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

অসাধারণ একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন দেখতে সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশনের জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে।
সুন্দর উপস্থাপনা করেছেন রইলো আপনার জন্য।

 5 months ago 

আপু আপনি খুব সুন্দর ফুলের নকশা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন কালার দিয়ে ফুলগুলো কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

বাহ খুব সুন্দর হয়েছে আপু দেখে বেশ ভালো লাগলো। ভিন্ন ধরনের একটি কালারিং ফুলের নকশা আপনি তৈরি করলেন। এই ধরনের কালারিং নকশাগুলো আমার দেখতে খুব ভালো লাগে। এক একটি ফুলের নকশা একেক ধরনের সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য।

 5 months ago 

অনেক সুন্দর একটি নকশা আর্ট করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপু আপনার সুন্দর এই আর্ট করতে দেখে। চমৎকারভাবে আর্ট এর কাজ সম্পন্ন করেছেন। দেখে সত্যিই অনেক অনেক ভালো লেগেছে আমার।

 5 months ago 

বাচ্চাদের কম ঘুমানোর কোন ব‍্যাখ‍্যা নেই। সত্যি সে মনে হয় আপনাকে পাহাড়ায়ই রাখে হা হা। ফুলের নকশা টার আর্ট চমৎকার করেছেন। বেশ অসাধারণ লাগছে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফুলের আর্ট টা। অনেক সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32