কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 months ago
১৯ ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ ।

২ রা জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

441057139_1200488198000696_8371766807534075902_n.jpg

অনেক দিন ধরে কোন ফটোগ্রাফি পোস্ট করা হয় না।তাই ভাবলাম কিছু ফটোগ্রাফি পোস্ট করি।বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে ফটোগ্রাফি করা হয় সেগুলো মোবাইল ফোনে রাখা হয়।ফটোগ্রাফি পোস্ট করতে হলে মোবাইলের গ্যালারি থেকে খুঁজে খুঁজে বের করে তারপর পোস্ট করা হয়।সব সময় ছবি ভালো আসে না,তাই বেছে বেছে নিতে হয়।আসলে আমি তেমন ভালো ফটোগ্রাফি করতে পারি না,তাই ক্যামেরার প্রতিও তেমন আর্কষণ নেই। তবে কিছু কিছু ছবি দেখে ক্যামেরা কিনতে মন চায় তবে কিভাবে ছবি তুললে ভালো দেখা যায় সেটাই বুঝতে পারি না।যখন ইন্টারে পড়ি তখন ক্যামেরার প্রতি আর্কষণ ছিলো। ক্যামেরা কেনার জন্য টাকাও জমিয়ে ছিলাম কিন্তু পরে দেখি মোবাইলেই কত সুন্দর ছবি তোলা যায় তারপর ভাবলাম একটা ভালো ক্যামেরা দেখে মোবাইল কিনবো।তখন বাটন মোবাইল এর অনেক চল ছিলো।বাটন ফোন দিয়ে ছবি তোলা হতো।আমার মনে আছে একবার আমার বড় ভাই একটা বাটন ফোন কিনেছিলো।ছবি তোলা যেত,একটু ছবি তোলার জন্য দাড়িয়ে থাকতাম।স্যামসাং এর ফোন।বেশ ভালো দিন ব্যবহার করেছিলাম একটা সময় কিভাবে যেন নষ্ট হয়ে গিয়েছে পরে ভাইয়া ঠিক করার জন্য কত কি করেছে।একদিন দেখলাম ফোন ফ্রিজে রেখে দিয়েছে পরে মা জিজ্ঞেস করাতে বললো মোবাইল এর গরম হয়ে গিয়েছে তাই ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।কিছু দিন আগে বৃক্ষমেলাতে গিয়েছিলাম। সেখান থেকে কিছু ছবি তুলে রেখেছিলাম।

441640993_1002559034588932_8980199211048170948_n.jpg

এই হচ্ছে ক্যাটাস।কমলা কালারের ক্যাটাস।দেখতে বেশ ভালো লাগে।প্রথম আমি বৃক্ষমেলাতে দেখেছিলাম।পরে বাসার কাছাকাছি একটি নার্সারিতে দেখেছি।প্রথম প্রথম অনেক দাম ছিলো।এখন সব জায়গাতে পাওয়া যায় বিদায় দাম কিছুটা কমে গিয়েছে।

442008162_1128173191783289_4509762621607044043_n.jpg

এটা হচ্ছে লাল কালারের।আমার কাছে এটাই বেশি ভালো লাগে।

446035402_483849077544710_239708958138170602_n.jpg

এই গাছটার নাম আমি জানি না।তবে একবার কিনে এনেছিলাম বেশি দিন বাঁচাতে পারিনি।মরে গিয়েছে। আসলে এইসব গাছের আলাদা আলাদা যত্ন করা লাগে,যা হয়তো আমি জানি না।

436355572_1813459862392796_1669106898897775412_n.jpg

অনেক গুলো গাছ একসাথে ছবি তুলে নিলাম।

441924929_1015057043376627_6954567175755834873_n.jpg

কিছু অর্কিট গাছ এবং অর্কিট ফুল। আমার বেশ পছন্দের। বেলকুনিতে লাগালে দেখতে বেশ ভালো লাগে।

442014556_257400080768794_5351108326773587750_n.jpg

441906829_976922610825249_2614764861078374462_n.jpg

441089953_7929777640418134_4435031664388309358_n.jpg

এই হচ্ছে কমলা গাছ। এমন একটি কমলা গাছ থাকলে আর কি লাগে। দেখতেই কত সুন্দর লাগছে। এমন দুই তিনটা কমলা গাছ থাকলে সহজে আর কিনা লাগবে না।

যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy plant
linklocation

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 months ago 

আজকাল ফোনে কত সুন্দর সুন্দর ছবি তোলা যায় ছবি তোলার জন্য আর ক্যামেরা লাগে না একটু বুঝে শুনে সুন্দর করে ছবি তুললেই হয় । আপনার ভাইয়ার ফোন ফ্রিজে রাখার ব্যাপারটা অনেক ভালো লাগলো । ঠিকই তো করেছে গরম হয়ে গিয়েছে ফ্রিজে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য সত্যি হাস্যকর ছিল ব্যাপারটা । আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু আপু ভালোই হয়েছে ।

 2 months ago 

আসলে বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে আমাদের বাড়িতে যেসব গাছের চারাগুলো তবে রাখি তার মধ্যে এই ধরনের ক্যাকটাস জাতীয় গাছের সংখ্যা বেশি থাকে। আসলে এই ধরনের ক্যাকটাস জাতীয় গাছে তেমন কোন যত্নের প্রয়োজন হয় না। যদিও এই একটা জাতীয় গাছে বেশি জল দেওয়ারও কোন প্রয়োজন হয় না। আসলে আপনি আমাদের মাঝে কয়েকটি সুন্দর সুন্দর ক্যাকটাস জাতীয় গাছ এবং অন্যান্য কতগুলো ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনি প্রতিটা ছবির বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার করা ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। নার্সিরিতে করা ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 months ago 

আপনার এত সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি আপু। বেশ ভালো লাগলো আপনার চমৎকার সব ফটোগ্রাফি গুলো। অনেক সুন্দর ভাবে আপনি ফটো ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

ফটোগ্রাফি সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেরে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 months ago 

নার্সারিতে গেলে সত্যিই অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের গাছ যেগুলো দেখতে পাওয়া যায় আগে কখনো দেখা হয়নি। আপনি দেখছি নার্সারিতে গিয়ে সেই সুন্দর সুন্দর গাছের ফটোগ্রাফি করেছেন। যেটা আমাদের সাথে শেয়ার করলেন খুবই ভালো লাগলো। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 months ago 

বাহ আপু আপনার ফটোগ্রাফিগুলো তো প্রতিটি অনেক দারুন হয়েছে। যেন প্রতিটি জীবন্ত ফটোগ্রাফি দাঁড়িয়ে আছে। আমার কাছে ফটোকপি প্রতিটি অসাধারণ লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 2 months ago 

সেদিনে এমন একটা ঘটনা শুনে অনেক হেসেছিলাম মোবাইল প্রচন্ড গরম হওয়ার কারণে ফ্রিজে রেখে ঠান্ডা করেছিল। আপনি সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তবে শেষের ফটোগ্রাফিতে কমলা গাছের সৌন্দর্যটা বেশ ভালো লেগেছে যদিও কমলা গাছে অনেকগুলো কমলা ধরেছে বলে সৌন্দর্যটা আরো বেশি আকৃষ্ট করেছে।

 2 months ago 

ঠিক বলেছেন আপু এখন মোবাইলের গ্যালারি খুঁজলে এরকম বিভিন্ন ধরনের ফটোগ্রাফি পাওয়া যায়। আসলেই কিছু কিছু সুন্দর দৃশ্য দেখলে সেগুলো ছবি না তুলে থাকা যায় না। যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। অর্কিট ফুল গাছ গুলো খুব ভালো লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66094.73
ETH 3446.09
USDT 1.00
SBD 2.66