শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ একদিন

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১১ মে ২০২৩ খ্রিস্টাব্দ ।


কেমন আছেন সবাই ?আমি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করবো।

346095562_908129763587264_1479697547063034593_n.jpg

মনটা বেশ খারাপ ,আমার বাবা অসুস্থ। আসলে বাবা অসুস্থ থাকলে কোন কিছুই ভালো লাগে না ,গত কাল হঠাৎ পেট ব্যথা তারপর হাসপাতালে নেওয়ার পর টেস্ট করে জানতে পারি পিত্তথলিতে পাথর হয়েছে ,কিছু দিন আগে আমার এমন সমস্যা হলো এখন আবার বাবার হলো ,বাকি টেস্ট করিয়ে সব কিছু ঠিক থাকলে হয়তো শনিবারে অপরেশন হবে ,আসলে একটু ভয় লাগছে একটু বয়স হয়েছে তো। আমার বাবার জন্য আপনারা সকলে দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন সবকিছু ভালোই ভালো করে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমনের বাকি অংশ আপনাদের শেয়ার করবো। বেশ কিছুদিন আগে আর প্রথম অংশ আপনাদের সাথে আমি শেয়ার করেছি।

346129564_979538699706357_7837598223144577614_n.jpg

নদীর মাঝখানে বিশাল একটি চর হয়েছে ,আমরা নৌকা থামিয়ে চরে নেমেছিলাম। যদিও একটু ভয় ভয় লেগেছিলো। চরে অনেক রকমের গাছ ছিল নাম না জানা।

আসলে নদী আমার বেশ ভালো লাগে ,মাঝে মাঝে মনে হয় যদি নদীর কাছে একটি বাড়ি থাকতে পারতাম তাহলে বেশ ভালো হতো। আগে এই নদীর পাড়ে প্রায় যাওয়া হতো ,এখন সময়ের অভাবে তেমন একটা যাওয়া হয় না। তাছাড়া আগের নদীর পানি দেখলেই মন ভালো হয়ে যেত ,এখন নদীর পানি দেখলে মন খারাপ হয়ে যায়। আমার আশে পাশে পরিবেশ টা বেশ খারাপ হয়ে গিয়েছে তাই তো আবহাওয়া দিন দিন খারাপ হয়ে যাচ্ছে যার জন্য বসবাসের জন্য ঢাকা শহর অনুপোযুগী হয়ে যাচ্ছে।

346100988_1358126594762399_182493582932134741_n.jpg

নৌকা থেকে পুরো ব্রিজের একটি ছবি নিলাম। আগে যখন ব্রিজ ছিল না তখন নৌকা দিয়ে ওই পাড়ে যাওয়া হতো ,আর না হয় ঘুরে অন্য রাস্তা দিয়ে যাওয়া হতো।

346164539_547162464030031_5921475027973590596_n.jpg

নদীর পাড়ের বাড়ি গুলো। আমার কাছে এই বাড়ি গুলো দেখতে বেশ ভালো লাগে। মন খারাপ থাকলেই নদীর দিকে তাকালেই মন ভালো হয়ে যাবে।

346111265_573416884774340_9173815688499286425_n.jpg

346122287_627000445667775_3384151756763630346_n.jpg

আগে এত বাড়ি ছিল না ,এখন জায়গায় জায়গায় কত শত বাড়ি ঘর হয়ে গিয়েছে। রাস্তা গুলোও বেশ সুন্দর করেছে।

346119711_563907545852269_318515731924136138_n.jpg

346131307_573742124858817_5133330225337637152_n.jpg

346053094_153461014191405_3614391457690292539_n.jpg

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy travel
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

আপনার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে সেই কামনা টাই করছি। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি এভাবে নদীতে গিয়ে নৌকা ভ্রমণ করার। নৌকা ভ্রমণ করতে আমি ভীষণ পছন্দ করি। তাই তো যখন নদীতে যাওয়া হয় তখন নৌকা ভ্রমণ না করলে একেবারে ভালোই লাগেনা। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন দেখছি নৌকা ভ্রমণ করতে গিয়ে। আপনার মুহূর্তটা খুবই ভালো কেটেছে দেখেই বুঝতে পারছি।

 2 years ago (edited)

আপু, বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত যে, অনেক জটিল রোগ থেকেও মানুষ মুক্তি পেয়ে যায়। আর তাই বলবো আপনার বাবার জন্য ভয় না পেয়ে, বরং মনোবল শক্ত করে তার সুস্থতার প্রতি মনোনিবেশ করুন। আর মহান সৃষ্টি কর্তা যেন আপনার বাবাকে খুব দ্রুত সুস্থ করে তোলেন এই কামনা করছি। যাইহোক আপু, নৌকা ভ্রমন আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ করে খুবই আনন্দময় সময় কাটিয়েছেন তা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ বুঝতে পারছি। কেননা এমন মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে নৌকা ভ্রমণ সত্যিই উপভোগ্য হয়। শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ করে আপনার অনুভূতিটুকু শেয়ার করার জন্য অনেক অনেক।

 2 years ago 

প্রথমে আপনার বাবার জন্য দোয়া রইল উনি যেন তারাতাড়ি সুস্থ হয়ে উঠেন।আসলে আপু পরিবারের যেকেউ অসুস্থ থাকলে আর ভালো লাগে না। যাইহোক আপু আপনার শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ চমৎকার ছিল। সত্যি নদীর পাড়ের এমন বাড়ি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আপু নদীর পাড়ে গেলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমেই আপনার আব্বুর সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন ওনাকে সুস্থ করে দেয় সেই কামনা করি। দোয়া করি ওনার জন্য। নৌকা ভ্রমণ করতে পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় একটিও নেই। যদিও থাকে তাহলে খুবই কম রয়েছে। খুব সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছিলেন নৌকা ভ্রমণে। সম্পূর্ণটা আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন পড়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

বয়স হলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের অসুখ বাধা বাসা বাঁধে। এজন্য উচিত নিয়মিত চেকআপে থাকা। কিছুদিন আগে আপনার এই অপারেশন করলো এখন আবার আপনার বাবার হয়েছে। দোয়া রইল আপনার বাবার জন্য যেন সবকিছু ভালোভাবে সম্পন্ন হয় । তাছাড়া নদীতে নৌকায় ঘুরতে খুবই ভালো লাগে। বেশ ভালো সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে।

 2 years ago 

প্রথমে আপু আপনার বাবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল যেন আপনার বাবা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ একদিন। আপনার ভ্রমণ কাহিনী পরিবেশ ভালো লাগলো। এত সুন্দর সুন্দর দৃশ্য আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে আসলেই বেশ চমৎকার ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পোস্ট এর শুরুতে পড়েই আমার মনে হয়েছে কদিন আগে আপনার না পাথর হয়েছিল এখন আবার আপনার বাবার হয়েছে। আসলে শুনেই খারাপ লাগছে ।ঠিকই বলেছেন বাবা মা অসুস্থ হলে কোন কিছুই ভালো লাগেনা। আপু আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন অল্পের ভেতর দিয়ে ঠিক করে দেন ।
আর এটা ঠিকই বলেছেন আগেকার নদী ভরা পানি ছিল তখন দেখলে মনটা ভালো হয়ে যেত আর এখন শুকনা নদী দেখলে মন ভাল হয় না উল্টো খারাপ লাগে।

 2 years ago 

আমাদের বাড়ির পাশে যদি তেমন কোনো নদী থাকতো তাহলে আমরাও মাঝে মাঝে নদীতে ঘুরতে যেতে পারতাম। নদি অবশ্য আছে একটা তবে বেশ খানিকটা দূরে। আর হ্যাঁ ময়লা আবর্জনা ফেলার কারণে এখন নদীর পানির অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর হ্যাঁ আপনার বাবার জন্য দোয়া রইল উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

 2 years ago 

আঙ্কেলের জন্য অনেক দোয়া রইল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এই পিত্তথলীর পাথর রোগটা সবার কাছে এখন বেশ দেখা যাচ্ছে। তবে সাবধানে থাকবেন আপু পরবর্তীতে যেন কোন বড় ধরনের সমস্যা না হয়। নদীর পাড়ে আমারও যেতে বেশ ভালোই লাগে নদীর পাড়ে গেলে মনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণে অনেক আনন্দ করেছেন ফটোগ্রাফি গুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 107747.96
ETH 3708.64
USDT 1.00
SBD 0.54