শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ একদিন
আমি @rahimakhatun
from Bangladesh
১১ মে ২০২৩ খ্রিস্টাব্দ ।
কেমন আছেন সবাই ?আমি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করবো।
নদীর মাঝখানে বিশাল একটি চর হয়েছে ,আমরা নৌকা থামিয়ে চরে নেমেছিলাম। যদিও একটু ভয় ভয় লেগেছিলো। চরে অনেক রকমের গাছ ছিল নাম না জানা।
আসলে নদী আমার বেশ ভালো লাগে ,মাঝে মাঝে মনে হয় যদি নদীর কাছে একটি বাড়ি থাকতে পারতাম তাহলে বেশ ভালো হতো। আগে এই নদীর পাড়ে প্রায় যাওয়া হতো ,এখন সময়ের অভাবে তেমন একটা যাওয়া হয় না। তাছাড়া আগের নদীর পানি দেখলেই মন ভালো হয়ে যেত ,এখন নদীর পানি দেখলে মন খারাপ হয়ে যায়। আমার আশে পাশে পরিবেশ টা বেশ খারাপ হয়ে গিয়েছে তাই তো আবহাওয়া দিন দিন খারাপ হয়ে যাচ্ছে যার জন্য বসবাসের জন্য ঢাকা শহর অনুপোযুগী হয়ে যাচ্ছে।
নৌকা থেকে পুরো ব্রিজের একটি ছবি নিলাম। আগে যখন ব্রিজ ছিল না তখন নৌকা দিয়ে ওই পাড়ে যাওয়া হতো ,আর না হয় ঘুরে অন্য রাস্তা দিয়ে যাওয়া হতো।
নদীর পাড়ের বাড়ি গুলো। আমার কাছে এই বাড়ি গুলো দেখতে বেশ ভালো লাগে। মন খারাপ থাকলেই নদীর দিকে তাকালেই মন ভালো হয়ে যাবে।
আগে এত বাড়ি ছিল না ,এখন জায়গায় জায়গায় কত শত বাড়ি ঘর হয়ে গিয়েছে। রাস্তা গুলোও বেশ সুন্দর করেছে।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | travel |
| link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |












আপনার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে সেই কামনা টাই করছি। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি এভাবে নদীতে গিয়ে নৌকা ভ্রমণ করার। নৌকা ভ্রমণ করতে আমি ভীষণ পছন্দ করি। তাই তো যখন নদীতে যাওয়া হয় তখন নৌকা ভ্রমণ না করলে একেবারে ভালোই লাগেনা। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন দেখছি নৌকা ভ্রমণ করতে গিয়ে। আপনার মুহূর্তটা খুবই ভালো কেটেছে দেখেই বুঝতে পারছি।
আপু, বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত যে, অনেক জটিল রোগ থেকেও মানুষ মুক্তি পেয়ে যায়। আর তাই বলবো আপনার বাবার জন্য ভয় না পেয়ে, বরং মনোবল শক্ত করে তার সুস্থতার প্রতি মনোনিবেশ করুন। আর মহান সৃষ্টি কর্তা যেন আপনার বাবাকে খুব দ্রুত সুস্থ করে তোলেন এই কামনা করছি। যাইহোক আপু, নৌকা ভ্রমন আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ করে খুবই আনন্দময় সময় কাটিয়েছেন তা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ বুঝতে পারছি। কেননা এমন মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে নৌকা ভ্রমণ সত্যিই উপভোগ্য হয়। শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ করে আপনার অনুভূতিটুকু শেয়ার করার জন্য অনেক অনেক।
প্রথমে আপনার বাবার জন্য দোয়া রইল উনি যেন তারাতাড়ি সুস্থ হয়ে উঠেন।আসলে আপু পরিবারের যেকেউ অসুস্থ থাকলে আর ভালো লাগে না। যাইহোক আপু আপনার শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ চমৎকার ছিল। সত্যি নদীর পাড়ের এমন বাড়ি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আপু নদীর পাড়ে গেলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমেই আপনার আব্বুর সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন ওনাকে সুস্থ করে দেয় সেই কামনা করি। দোয়া করি ওনার জন্য। নৌকা ভ্রমণ করতে পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় একটিও নেই। যদিও থাকে তাহলে খুবই কম রয়েছে। খুব সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছিলেন নৌকা ভ্রমণে। সম্পূর্ণটা আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন পড়ে ভীষণ ভালো লাগলো।
বয়স হলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের অসুখ বাধা বাসা বাঁধে। এজন্য উচিত নিয়মিত চেকআপে থাকা। কিছুদিন আগে আপনার এই অপারেশন করলো এখন আবার আপনার বাবার হয়েছে। দোয়া রইল আপনার বাবার জন্য যেন সবকিছু ভালোভাবে সম্পন্ন হয় । তাছাড়া নদীতে নৌকায় ঘুরতে খুবই ভালো লাগে। বেশ ভালো সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে।
প্রথমে আপু আপনার বাবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল যেন আপনার বাবা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ একদিন। আপনার ভ্রমণ কাহিনী পরিবেশ ভালো লাগলো। এত সুন্দর সুন্দর দৃশ্য আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে আসলেই বেশ চমৎকার ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
পোস্ট এর শুরুতে পড়েই আমার মনে হয়েছে কদিন আগে আপনার না পাথর হয়েছিল এখন আবার আপনার বাবার হয়েছে। আসলে শুনেই খারাপ লাগছে ।ঠিকই বলেছেন বাবা মা অসুস্থ হলে কোন কিছুই ভালো লাগেনা। আপু আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন অল্পের ভেতর দিয়ে ঠিক করে দেন ।
আর এটা ঠিকই বলেছেন আগেকার নদী ভরা পানি ছিল তখন দেখলে মনটা ভালো হয়ে যেত আর এখন শুকনা নদী দেখলে মন ভাল হয় না উল্টো খারাপ লাগে।
আমাদের বাড়ির পাশে যদি তেমন কোনো নদী থাকতো তাহলে আমরাও মাঝে মাঝে নদীতে ঘুরতে যেতে পারতাম। নদি অবশ্য আছে একটা তবে বেশ খানিকটা দূরে। আর হ্যাঁ ময়লা আবর্জনা ফেলার কারণে এখন নদীর পানির অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর হ্যাঁ আপনার বাবার জন্য দোয়া রইল উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
আঙ্কেলের জন্য অনেক দোয়া রইল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এই পিত্তথলীর পাথর রোগটা সবার কাছে এখন বেশ দেখা যাচ্ছে। তবে সাবধানে থাকবেন আপু পরবর্তীতে যেন কোন বড় ধরনের সমস্যা না হয়। নদীর পাড়ে আমারও যেতে বেশ ভালোই লাগে নদীর পাড়ে গেলে মনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণে অনেক আনন্দ করেছেন ফটোগ্রাফি গুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে।