আকাশের কিছু ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
১৬জুলাই ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
কালকের বিকেলটা বেশ সুন্দর ছিলো।আসলে আমি জানালার পাশে বসে ছিলাম হঠাৎ আকাশটা দেখি লালচে হয়ে আছে বেশ সুন্দর লাগছে।পরে দেখি অন্যানো ছাদে মানুষ উঠে ছবি তোলছে।পরে নিজের খারাপ লাগছে তারপর কষ্ট করে ছাদে যেয়ে আমি কিছু ছবি তোলে আসি।
তবে সবচেয়ে মজার ব্যাপার ছিলো কালকের আকাশের একেক দিকে একেক রকমের কালার ছিলো।
আমি চেষ্টা করেছি সব দিক থেকেই ছবি তোলার জন্য। আসলে আমি যেতে যেতে প্রায় মাগরিবের আজান দিয়েছিলো ,তাই একটু অন্ধকার হয়ে গিয়েছিলো। তাও আমি ভালো করে জুম্ করে ছবি তোলার চেষ্টা করেছি।
একদিকে ছিল হালকা সোনালী কালার। সূর্য ডোবার জন্য হয়তো
অন্ধকার হয়ে আসছে। এক আকাশের কত রূপ। আসলে সৃষ্টিকর্তা কত কি পারে।
যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | plant |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
গতকাল আকাশের রং একদম পাল্টে গিয়ে একদম রক্তর মতো লাল বর্ণ ধারণ করেছিল। আসলে এই সুন্দর দৃশ্য টি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কাল আমার। তবে, এর আগে কোনদিন আমি এরকম লাল বর্ণের আকাশের দৃশ্য দেখিনি। আপনি দেখছি দেখছি লাল বর্ণের আকাশের সুন্দর দৃশ্য ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।
ওয়াও আপনি দারুন কিছু আকাশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। সত্যি বলতে আপনার আকাশের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম আপু।ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার ভালো লাগার একটি বিষয় হলো আকাশ। আর আপনি আজ আকাশের দারুন কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো এমন সুন্দর আকাশ পেলেন কোথায়? আমি তো এমন সুন্দর আকাশ দেখি না। আপনার প্রতিটি ফটোগ্রাফি কিন্তু দারুন ছিল। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
গতকাল সন্ধ্যায় আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আকাশটা এতটা লাল হয়ে গিয়েছিল মনে হচ্ছে এই বুঝি কোন একটা অঘটন ঘটে যাবে। তবে আর যাই হোক না কেন আকাশের দৃশ্যগুলো অনেক চমৎকার লাগছিল এবং সেই বিষয়গুলো আপনি আপনার পোস্টে তুলে ধরেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল ধন্যবাদ আপনাকে।
আকাশের এক এক দিকের এক এক রকমের ফটোগ্রাফি টা সত্যি মনমুগ্ধকর, জানালার পাশে বসে যেসব ফটোগ্রাফি গুলো করেছেন আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তবে এটা জেনে অনেক ভালো লাগলো যে আপনি কষ্ট করে হলেও ছাদে যেয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর ব্যাখ্যা উপস্থাপনা করেছেন, আকাশে এমন ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লেগেছে।
ফটোগ্রাফি করতে এবং দেখতে দুইটি কাজ আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি আজ আমাদের মাঝে আকাশের অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি আপনার ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।
অপরূপ সুন্দর সময় আকাশের দৃশ্য। আসলে লাল বর্ণের এই আকাশের দৃশ্য যখন দেখতে পায় তখন খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম।
বর্তমান সময়ে আবহাওয়া খুব খারাপ। এই গরম আবার এই ঠান্ডা। আমাদের এখানেও গতকাল আবহাওয়া ভালো ছিলো। আকাশের সুন্দর ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে আকাশে যেনো আগুনের শিখা দেখা যাচ্ছে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
বাহ আপু আপনি তো অসাধারণ অসাধারণ আকাশের ফটোগ্রাফি করেছেন। আপনার আকাশের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অসাধারণ লেগেছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে মন ভরে যায়। এবং আকাশের ফটোগ্রাফি যতই দেখি ততই দেখতে মন চাই। চমৎকার চমৎকার আকাশের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।