কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি।
২৭ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
১১ ই ২০২৪ খৃস্টাব্দ ।
আজ রোজ সোমবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
বলতে বলতে রোজা চলে এসেছে। অন্যানো মাসের তুলনায় এই মাসে ধর্মপ্রান মুসালমান রা বেশি ব্যস্ত থাকে। ধর্ম কাজ আরো নানান কিছু নিয়ে। যাই হোক আজকে কিছু ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আসলে আমি তেমন ভালো ফোটোগ্রাফি করতে পারি না ,তাও চেষ্টা করি মাঝে মাঝে কিছু ফোটোগ্রাফি করতে। আসলে সেইদিন গিয়েছিলাম বোনের ছেলের সাথে কাছাকাছি একটি রেস্টুরেন্ট এ ,রেস্টুরেন্ট এর পাশেই একটি নার্সারি দিয়েছে নতুন। মনে মনে ভাবলাম নার্সারি তে গিয়ে কিছু গাছ দেখি আর কিছু ছবি তুলি। যেই ভাবা সেই কাজ গিয়ে কিছু ইনডোর গাছ দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি তাই নেয় নি ,তারপর কিছু ছবি তুলছিলাম কিন্তু নার্সারি ওয়ালা বেশ ক্ষেপে গিয়েছে কেউ নাকি গাছ কিনে না সবাই ছবি তুলে নিয়ে যায়। এখন থেকে নাকি ছবি তুলার জন্য টাকা নিবে হা হা। যাই জোক আসলে এই খানে অনেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারে।অনেকের ফটোগ্রাফি গুলো দেখতে আমার বেশ ভালোই লাগে।আর মনে মনে ভাবি কবে যে আমি পারবো এমন সুন্দর ফটোগ্রাফি করতে।যাই হোক এর আগে প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম ,এখন তার ২য় পর্ব নিয়ে হাজির হয়েছি। কথা না বারিয়ে যাওয়া যায় মূল ছবিতে।
এই হচ্ছে নয়নতারা ফুল।ভিতরে গাঢ় পিংক তারপর হালকা পিংক।কালার কম্বিনেশন টা বেশ সুন্দর। আমার কাছে আগে অনেক দুইটা কালারের ফুল ছিলো।অনেক ফুল ধরতো। তাছাড়া গাছটাকে তেমন একটা যত্ন করতে হয় না।বিচি পরে এমনি এমনি হয়ে যায়।একসাথে অনেক ফুল ধরলে গাছটা দেখতে বেশ ভালোই লাগে।এখন আবার লাল কালারের বের হয়েছে। লাল কালার টা আরো বেশি আর্কষনীয়। আগে প্রায় সব বাড়িতেই এই গাছ পাওয়া যেত, এখম তেমন একটা দেখা যায় না তবে নার্সারিতে পাওয়া যায়।
ফুলটার নাম সুইট উইলিয়াম। কেউ কেউ সাদাটাকে স্নো হোয়াইট বলে।ফুলগুলোর অনেকগুলো কালার হয়।অনেকটা নয়নতারা ফুলের মত।তবে নয়নতারা থেকে একটু ছোট।কিছু ফুল আছে এক কালারের পুরোটা আবার কিছু আছে দুই কালারের মিশ্রন।এখানে সাদা, তারপর বেবি পিংক আর গাঢ় পিংক কালারের।খুব সম্ভবত এটা শীতকালীন ফুলগাছ।বেলকনিতে সাজালে দেখতে বেশ ভালোই লাগবে।
এই ফুলগুলোর নাম ও সুইট উইলিয়াম।শুধু মাত্র কালার ভিন্ন কালার।
এই ফুলটার সঠিক নাম আমি জানি না,গুগল সার্চ দিয়ে ঠিক ভাবে আমি পাচ্ছিলাম না।তবে ফুলগুলো দেখতে বেশ সুন্দর। কালারটাও বেশ সুন্দর।
আর কোন কালার আছে কিনা আমার জানা নেই। তবে এটা শীতকালীন ফুলগাছ।শীতের পরে এগুলো মরে যায়। একবার আমি এনেছিলাম, বেশিদিন টিকেনি।
অনেক গুলো কালারের গোলাপ গাছ।শীতকাল বলে সব পাতা জরে গিয়েছে অল্প সল্প পাতা আছে। একটু দূর থেকে ছবিটা তুলেছি তাই একটু বুঝা যাচ্ছে।
এটা পাতাবাহারের মত। উপরে লাল।বাসার সামনে গাছগুলো লাগালে দেখতে বেশ ভালো লাগবে।গাছটার নাম জানতাম এখন ভুলে গিয়েছে। দেখতে আমার কাছে ভালো লাগে গাছগুলো।এই গাছগুলো প্রায় সারাবছর হয়।
এই হচ্ছে কলামের আমগাছ।খুব সম্ভবত হাড়িভাঙ্গা আম গাছ।একটাই আম ধরে ছিলো।সারা বছর ধরে।অর্থাৎ বারোমাসি আম গাছ।
আসলে কিছু কিছু ফুলের সুবাস না থাকলে ফুল দেখলে মন ভালো হয়ে যায়।আসলে ফুল মানেই মিষ্টি
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Sonargaon |
link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে বেশিরভাগ মানুষ নার্সারিতে গিয়ে শুধু বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করে। তবে আপনি নার্সারিতে গিয়ে সুন্দর কিছু ফটোগ্রাফি করে নিলেন দেখে ভালো লাগলো। বিশেষ করে উইলিয়াম এই ফুলের নাম আমার জানা ছিলো না আপনার পোস্টের মাধ্যমে ফুলটির নাম জানতে পেরে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
রমজান মাসে মানুষের ব্যবস্ততা অনেক গুণ বেড়ে যায়।দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায় তা আমরা বুঝতেই পারি না।ফুলের ফটোগ্রাফি পোস্ট দেখতে খুবই ভালো লাগে।নয়নতারা ফুল আমার খুবই পছন্দের একটি ফুল,এই ফুল বারোমাস ফোটে তাই আমার জন্য খুবই ভালো হয়।আমি সারাবছর ধরে পুজোর ফুল হিসেবে ব্যবহার করতে পারি।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
ফুলের ফটোগ্রাফি গুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। তবে ফুলগুলোর ছবি যদি কাছ থেকে তোলা হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
অনেক সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে।।বিশেষ করে ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক ধরনের ফুল দেখতে পেলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে নার্সারিতে গেলে কেন জানি নিজের হাতকে আর ধরে রাখতে পারিনা। শুধু মোবাইল ক্যামেরা ছটফট করতে থাকে ফটোগ্রাফি করার জন্য। আপনিও তো দেখছি নার্সারি হতে বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। দারুন ছিল আজকের প্রতিটি ফটো্গ্রাফি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু। সবাই রমজান মাস নিয়ে একটু ব্যস্ত সময় পার করছে। অনেক কেনাকাটা একটি মাসের জন্য ভালো একটা মুহূর্ত যেন কাটে সেটাই কামনা করি । আপনি আজকে ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন । ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে যেটা করতে আমিও পছন্দ করি।
আপনার ফটোগ্রাফি প্রতিটা ছবি আমার খুব ভালো লেগেছে। আর সর্বত্রই এই নয়নতারা ফুল দেখা যায়। এছাড়াও বর্তমান সময়ে এই বারোমাসি আম গাছের চাষ সব থেকে বেশি হচ্ছে। আর আমি কখনো এই হাড়িভাঙ্গা আম খাইনি। যদিও অন্যান্য ফুলগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি এক অনন্য সৌন্দর্যে পরিপূর্ণ। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফির মধ্যে আম ফলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নার্সারিতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পেয়েছেন। এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন। আসলে বিভিন্ন জাতের ফুল আপনি দেখতে পেয়েছেন। অনেকগুলো ফুলের নাম আপনি জানেন না। google এর মাধ্যমে জানতে পেরেছেন। আসলে এই ফুলগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফির সাথে বর্ণনা অসাধারণ ছিল।