নাইনটি নাইন প্লাসে একদিন।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

১০ অক্টোবর ২০২৩ ।

এখন ষড়ঋতুর শরৎকাল

387651865_2452892428206322_3913118227068281119_n.jpg

অনেক দিন পর বসেছিলাম বাংলাদেশের খেলা দেখার জন্য,কিন্তু বাংলাদেশ হেরেই গেলো।মনে মনে ভাবছি হয়তো আমি খেলা দেখতে বসেছিলাম বিদায় বাংলাদেশ হেরে গিয়েছে 😜।যাই হোক আরেকটু ভালো খেললেই হতো।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমি একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।অনেক আগে গিয়েছিলাম বাসার কাছাকাছি একটি নাইনটি নাইন এর দোকানে।

387330070_6686007191474751_4876767093050085458_n.jpg
মাঝে মাঝে নাইটিনাইন এর দোকান থেকে বিভিন্নরকম জিনিসপএ কিনতে আমার ভালোই লাগে।আমি সর্বপ্রথম নাইটিনাইন দোকান সম্পর্কে জানতে পারি আমি যখন কলেজে পড়ি তখন,কলেজের পাশেই একটি দোকান ছিলো তার প্রথম ঐ দোকান থেকে কিনে ছিলাম একটু ঘড়ি যা অনেক দিন টিকে ছিলো।

370321975_887221916104297_6847059955341991897_n.jpg

যাই হোক কিছু কেনাকাটার জন্য নাইনটিনাইনে গেলাম, দেখলাম অনেক কিছু তারা বিক্রি করে।এমন কি নাইনটিনাইন এর উপরে ও জিনিসপত্র আছে।আমাদের একটা ছোট খাট একটা দাওয়াত ছিলো তাই কিছু কেনাকাটার দরকার ছিলো তাই বিশাল এই দোকানে ঢুকলাম।আমি তো কনফিউশন, কোনটা রেখে কোনটা কিনবো।আসলে দামি কম দামি সবই আছে।

370115641_264969433188728_7637389214765118354_n.jpg

অনেক বেছে আমি কাচের বাটি সেট নিলাম।স্কোয়ার শেপের বাটি।দাম নিয়েছে ২০০০ টাকা,যদিও আগে আমি এই একই বাটি সেট ১৮০০ টাকা দিয়ে নিয়েছিলাম।সবকিছু দাম বাড়াতে এগুলাও দাম বেড়ে গেলো।

387476707_601791865287874_3959417082485223990_n.jpg
মগগুলো বেশ সুন্দর।

386884695_279988364996212_1281046253701008884_n.jpg

387560666_1019433325958820_116200590127521789_n.jpg

370341509_6737392673011584_8732303414336055777_n.jpg
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
link (Source)

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

এবার তো আমারও মনে হচ্ছে আপনি খেলা দেখতে বসার কারণেই বাংলাদেশ হেরে গিয়েছে। যাইহোক নাইনটি নাইন ক্লাসে গিয়ে কেনাকাটা করেছিলেন জেনে অনেক ভালো লেগেছে। আসলে এখন যেহেতু সবকিছুর দাম বেড়ে গিয়েছে তাই গাছের বাটির সেটের দাম ও বেড়ে গিয়েছে। আপনি ২০০০ টাকা দিয়ে একটা বাটির সেট কিনেছিলেন এটা জেনে ভালো লেগেছে আপু। আশা করছি বাটির সেটটি ভালো মানের ছিল।

 last year 

আসলে এরকম দোকান গুলোতে গেলে এই একটাই সমস্যা সামনে এসে দাঁড়ায়, কোনটা রেখে কোনটা কেনা হবে এটাই কেউ ভেবে পায় না। এরকম দোকানে থাকা প্রত্যেকটা জিনিসপত্র অনেক সুন্দর। আসলে এই রকম জিনিসগুলো কেনার সময় সবাই কনফিউশনে পড়ে যায়। যাইহোক আপনার কেনাকাটা করার পোস্টটা বেশ ভালোই উপভোগ করলাম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা পড়ে।

 last year 

কালকে বাংলাদেশের ম্যাচ কমবেশি সবাই দেখেছে। তবে আপনি নাইনটি নাইন প্লাসে গিয়েছেন কেনাকাটা করার জন্য। তবে এইসব মার্কেটে গেলে অনেক জিনিস দেখা যায় পছন্দের। আবার এইসব মার্কেটে গেলে কোনটা রেখে কোনটা কিনবে অনেক সময় চিন্তায় পড়ে যায়। যাইহোক আপনি ভেবেচিন্তে কাচের বাটি সেট নিলেন। যদিও এগুলোর দাম ২০০০ টাকা। যাহোক খুব সুন্দর ভাবে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72