ইলাস্ট্রেটর দিয়ে ঘড়ি তৈরি।

in আমার বাংলা ব্লগ4 months ago

আমি @rahimakhatun
from Bangladesh
৪ ই ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ ।

১৮ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

ghori.jpg

আজকে একটি ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে ইলেস্ট্রেটর নিয়ে একটি ঘড়ি বানানো দেখা দেখাবো।আসলে আমি অনেক আগেই ইলেস্ট্রটর শিখেছিলাম। মাঝখান দিয়ে অনেক ভুলে গিয়েছি তাই আবার নতুন করে কোচিং এ ভর্তি হয়েছি তাই এখন মোটামুটি সহজ হয়েছে। আসলে সব জিনিসেরই অনুশীলন করতে হয় তা না হলে এক সময় ভুলে যাওয়া লাগে।কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

প্রয়োজনীয় উপকরণ

এডোবি ইলেস্ট্রেটর সফটওয়্যার ।

প্রস্তুত প্রণালী

১ম ধাপ

428194623_907383591059676_6694808918093059765_n.png

প্রথমে এডোবি সফটওয়্যার ওপেন করবো তারপর একটা সাইজ নিবো তারপর ক্রিয়েট করবো।

২য় ধাপ

428051526_2146370062380976_1180291918288965021_n.png

তারপর এমন একটা ইন্টারফেস আসবে।

৩য় ধাপ

427786397_1576170353147529_6622949001280384297_n.png
তারপর রাউন্ডেড একটি শেপ নিব।

৪র্থ ধাপ

427067455_386774277302372_6506427824965110118_n.png
crtl R দিয়ে রোলার অন করবো।

৫ম ধাপ

427856426_1560882651333248_2075450067632566833_n.png
তারপর রেক্টেংগুলার টুলস দিয়ে শেপ নিয়ে ছোট একটি শেপ নিব ,তারপর ৩৬০ দিয়ে ১২ কে ভাগ দিয়ে কপি করবো।

৬ষ্ঠ ধাপ


তারপর ১২ টা ঘন্টার কাটা আসলো ।

৭ম ধাপ

তারপর আবার রেক্টেংগুলার টুলস দিয়ে শেপ নিয়ে ছোট একটি শেপ নিব ,তারপর ৩৬০ দিয়ে ৬০ কে ভাগ দিয়ে কপি করবো।

৮ম ধাপ


তারপর নম্বর বসিয়ে দিব।

৯ম ধাপ

427184451_1468803107385471_2781363868814549755_n.png
এবার কাটা বসানোর পালা।

১০ম ধাপ

427994372_1076193843499588_966365483487178997_n.png
আস্তে আস্তে কাটা তৈরি করছি।

১১ম ধাপ

তারপর গ্রুপ করে নিচ্ছি।

১২ম ধাপ

তারপর বসিয়ে দিলাম সেন্টার বরাবর।

ghori.jpg
হয়ে গেলো আমার ইলাস্ট্রেটর দিয়ে ঘড়ি । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

device adobe photoshop
LocationDhaka
photograpy art

Sort:  
 4 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি ইউনিক পোস্ট শেয়ার করেছেন। আপনি দেখতে খুবই সুন্দর ভাবে একটি ঘড়ি তৈরি করলেন এবং সেটি খুব সুন্দর ভাবে বিস্তারিত ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনি দেখছি বেশী দারুন একটি কাজ করেছেন। এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। আমার ভীষণ ভালো লাগলো দেখে। ঘড়িটি বেশ চমৎকার ছিল। এই কাজ গুলি করার জন্য অনেক দক্ষতা প্রয়োজন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.030
BTC 61599.36
ETH 3407.97
USDT 1.00
SBD 2.47