ভুল ।(প্রথম পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৪ ই জানুয়ারি ২০২২ খৃস্টাব্দ ।

মার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন ।প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ,আমি আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো।

girl-g811408ca1_1920.jpg

source

বাবা মায়ের বড় মেয়ে অবনি।বড় মেয়ে বলে অনেক আদরের সবার।আসলে আত্মীয় স্বজনের দিক থেকেও অবনি সবার বড় সন্তান , তাই সবার কাছে বেশ আদরের।যখন যা যায় চাই বাবা মা সব পালন করার চেষ্টা করে।অবনি এস এস সি পাশ করে দূরের একটি কলেজে ভর্তি হয়েছে। যেহেতু নতুন নতুন কলেজে উঠেছে, বয়স খুব একটা বেশি না।বেশ স্টাইলিশ। নতুন নতুন ফোন নিয়েছে,মাঝে মাঝে রং নম্বরে ফোন করে বেশ দুষ্টামি করে।

একদিন ফোনে টাকা রিচার্জ করতে বাড়ির পাশের একটি দোকানে যায়,সেখানে হঠাৎ একটি ছেলের সাথে পরিচয় হয়।বয়স কম তার উপর নতুন নতুন ফোন নিয়েছে, মোটামুটি সবার সাথেই কথা বলে। আগে কিন্তু ফোনে কথা বলার প্রভাব বেশি ছিলো।অবনিও প্রথম প্রথম ফোন নিয়েছে তাই সুযোগ পেলেই কার না কার সাথে ফোনে কথা বলে।একদিন রির্চাজের দোকানে যে ছেলের কথা হয়েছিলো,সেই ছেলে ফোন দিয়েছে।অবনি প্রথম প্রথম চিনতে পারেনি, পরে ভালো করে পরিচয় দেওয়াতে চিন্তে পরেছেন।এভাবে কথা বলতে বলতে বেশ সময় চলে গিয়েছে টেরও পায়নি।


একজন আরেকজনের কে ফ্রেন্ডশিপের প্রস্তাব দিল।দুইজনই মেনে নিলো।মাঝে মাঝে অবনি কলেজে যাওয়ার সময় দেখা হয়।ছেলেটির নাম ছিলো ফয়সাল।মোটামুটি দেখতে শুনতে খারাপ না।যাই হোক এভাবে দিন যাচ্ছে। এখন আগের তুলনায় অনেক বেশি দুইজন দুইজনের সাথে কথা বলে।এমনকি ফয়সাল অবনিকে কলেজ অব্দি নিয়ে যায়।এমন করতে করতে একটা সময় তাদের মাঝে প্রেম হয়।


অবনি বেশ ভালোবাসে ফয়সাল কে,আবার ফয়সাল ও অবনিকে ভালোবাসে।কলেজ ফাঁকি দিয়ে তারা দুইজন ঘুরতে যায়।অবনীদের আর্থিক অবস্থা বেশ ভালো ছিল।তবে ছেলেদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না।বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে অবনিই বেশির ভাগ সময় খরচ বহন করে।তবে ছেলেটিও করে তবে খুব কম।যাই হোক এভাবে তাদের ভালোই দিন কাটছে।অবনি যে প্রেম করে তা আবনির মা বাবা কেউ জানে না।


এলাকায় অবনির বাবার বেশ ভালো সুনাম আছে। আসলে এলাকা জুড়ে অবনির বাবা নতুন ডায়গনিস্ট সেন্টার ,ফার্মেসি ইত্যাদি রয়েছে। তাই এলাকার মানুষের কোন সমস্যা হলে এই খানেই আসে ,আর অবনির বাবার ও ব্যবহার খুব ভালো তাই খুব অল্পদিনে বেশ পরিচিত লাভ করেছে। একদিন অবনি আর ফয়সাল কাছাকাছি ঘুরতে গিয়েছে ,সেই সময় এলাকার এক ছেলে দেখে ফেলেছে। কিন্তু অবনীর ছেলেটিকে দেখে নি। যখন তাদের দেখেছে সাথে সাথে অবনির বাবার কাছে গিয়ে বলে দিয়েছে। অবনির বাবা বেশ ভালো মানুষ ঠিক তবে অনেক রাগি মানুষ।


ভেবেছিলাম আজকে গল্পটা শেষ করবো। শেষ করতে হলে অনেক বড় হয়ে যায়। পরবর্তী পর্বে শেষ করার ইচ্ছে আছে।আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ফয়সাল এবং অবনীর ভালবাসার গল্পটা কিন্তু বেশ ভালোই ছিল। কিন্তু অবনীর বাবা তো তাদের ভালোবাসার বিষয়ে জেনে গিয়েছে এরপর কি কাণ্ড হবে তারই অপেক্ষায় আছি। তারা প্রথমে বন্ধু হয়েছিল এরপর আস্তে আস্তে কথা বলার পর তারা একে অপরকে ভালোবাসে ফেলেছে। তাদের এই ভালবাসাকি টিকে থাকবে নাকি অবনীর বাবা অন্য কিছু করবে তা দেখার অপেক্ষায় আছি। পরের পর্ব দেখার অপেক্ষায় থাকলাম আশা করছি খুবই তাড়াতাড়ি শেয়ার করবেন। এরকম গল্প গুলো কিন্তু বেশ ভালোই লাগে পড়তে।

 2 years ago 

খুবই ভালো লেগেছে আপনার এই গল্পটির প্রথম পর্ব পড়ে। গ্রামের ওই ছেলেটি তাদেরকে দেখার পর অবনীর বাবাকে বলে দিয়েছে এরপর অবনীর বাবা কি করবে তারই অপেক্ষায়। যেহেতু আপনি এখানে লিখেছেন উনি যেমন ভালো মানুষ তেমনি রাগী তাই একটু চিন্তায় আছি। আশা করছি পরের পর্ব শীঘ্রই শেয়ার করবেন। আমি কিন্তু পরের পর্ব দেখার জন্য অপেক্ষায় আছি।

 2 years ago 

নতুন নতুন ফোন নিলে সবার মাঝে একটা দুষ্টুমির ভাব চলে আসে। তাছাড়া তখন মনে হয় যে কারো সঙ্গে ফোনে কথা বললে বেশ ভালো লাগবে। অবনির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। নতুন নতুন ফোনে ফয়সালের সঙ্গে কথা বলতে বলতে দুজনের মধ্যে প্রেম হয়ে গিয়েছে। যাই হোক অবনীর বাবা যেহেতু তাদের প্রেমের কথা জেনে গিয়েছে এখন দেখা যাক কি হয় পরবর্তী পর্বে। অপেক্ষায় রইলাম আপু । ধন্যবাদ । খুব সুন্দর হয়েছে গল্পটি।

 2 years ago 

না গল্পটি মোটেই বিশ্বাস যোগ্য হয়নি।ডেটে গিয়ে মেয়েরা টাকা দেয় এটা অলীক কল্পনা।জীবনে দেখিও নি,শুনিও নি। যাই হোক গল্পটি ভালই এগোচ্ছে।আগে অনেক ছেলেমেয়েই এমন রং নাম্বারে কথা বলত।যাই হোক সুন্দর গল্পটির জন্য ধন্যবাদ।

 2 years ago 

অবনীর গল্পটা পড়ে খুব ভালো লাগলো আপু কিন্তু এখন অবনীর বাবা জানার পর অবনীর সাথে কি হবে এটা জানার অপেক্ষায় থাকলাম। খুবই সুন্দর ছিল আপু আজকের পোস্টটি। ধন্যবাদ আপু সুন্দর একটা গল্প শেয়ার করার জন্য।

 2 years ago 

নতুন নতুন কলেজে যাওয়া এবং নতুন মোবাইল কিনা এই বয়সটি কিন্তু অনেক খারাপ।তবে এই বয়সে করা ভুলগুলো কিন্তু অনেক বড় আকারের ধারণ করে।কারণ এই বয়সে ভালো মন্দ কিছু বুঝেনা তাই। তবে গল্পটি পড়ে বেশ ভালো লেগেছে কিন্তু পরে কি হবে সেটা জানার খুব ইচ্ছা আছে।অপেক্ষায় আছি পরের পর্বটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।