জামার ডিজাইন আর্ট
আমি @rahimakhatun
from Bangladesh
২৬ বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ ।
৯মে ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
আমি আগে তেমন কিছু একটা পারতাম না ,এখন টুকটাক পারি আরকি। তাও খুব বেশি ভালো যে হয় তা না। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
প্রস্তুত প্রণালী |
---|
প্রথমে গলার আকৃতি শেপ দিব ।
তারপর আবার দুই লেয়ারের এর শেপ দিব।
৩য় ধাপ |
---|
লতাপাতা এঁকে নিব ।
৪র্থ ধাপ |
---|
তারপর মাঝ বরাবর সোজা দাগ টেনে নিব।
৫ম ধাপ |
---|
ফুল এঁকে নিয়েছি ।
৬ষ্ঠ ধাপ |
---|
মাঝ বরাবর আবার ফুল এঁকে নিয়েছি ।
৭ম ধাপ |
---|
মাঝ বরাবর দাগ টেনে নিয়েছি ।
৮ম ধাপ |
---|
এঁকে নিচ্ছি ।
৯ম ধাপ |
---|
লতা পাতা এঁকে নিব ।
১০ম ধাপ |
---|
তারপর নাম লিখে নিব ।
শেষ হয়ে গেলো জামার ডিজাইন আর্ট। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | আর্ট |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপু আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর ভাবে জামার গলার ডিজাইন আর্ট শেয়ার করেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ডিজাইন জামার মধ্যে বিভিন্ন রঙিন সুতা কিংবা রং দিয়ে ছাপের মাধ্যমে করতে পারলে দেখতে খুব সুন্দর দেখাবে। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমারও বেশ ভালো লাগে,আগে এমন একটা ডিজাইন করার জন্য কত মানুষের কাছে গিয়েছিলাম।ধন্যবাদ আপনাকে
আপনার দেখছি সবদিক দিয়েই দক্ষতা আছে। জামার ডিজাইন আর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই সুন্দর লাগছে আপু। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এ আর কি এমন দক্ষতা,টুকটাক সবাই পারে এমন।আপনাকে অনেক ধন্যবাদ
যে কোন আর্ট প্রথম প্রথম সুন্দর হয় না কিন্তুু আস্তে আস্তে সুন্দর হয়।আপনি চমৎকার সুন্দর করে জামার ডিজাইন করেছেন। খুব সুন্দর হয়েছে ডিজাইন টি।ডিজাইন তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন প্রথম প্রথম ভালো হয় না পরে ঠিকঠাক হয়।আপনাকে অনেক ধন্যবাদ
পেন্সিল আর্ট গুলো এমনিতে বেশ চমৎকার হয়। আজকে আপনি খুব সুন্দর জামার ডিজাইন আর্ট করেছেন। এই ডিজাইনগুলো জামা বা পাঞ্জাবির মধ্যে আর্ট করার পর সুতা দিয়ে কাজ করলে দেখতে বেশ ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার মনে হয় মেয়েদের ড্রেস বানালে বেশ ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
আর্ট হল চর্চার ব্যাপার। যত বেশি চর্চা করা হয় তত বেশি সুন্দর হয়। আপনি সময়ের সাথে সাথে বেশ দক্ষতার সাথে আর্ট করা শিখে গেছেন আপু। আপনার শেয়ার করার ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। এভাবে জামায় ডিজাইন করলে দেখতে ভালো লাগবে।
ঠিক বলেছেন যতবেশি চর্চা ততবেশি সুন্দর। আপু আপনার সুন্দর মতামত সবসবই অনুপ্রেরনা দেয়। ধন্যবাদ
আসলে আপু চেষ্টা করলে সবকিছু সম্ভব। আজকে আপনি খুব সুন্দর একটি জামার ডিজাইন আর্ট করেছেন। এ ধরনের আর্ট গুলো যত বেশি করা হয় তত বেশি শেখা যায়। তবে আজকে আপনার জামার আর্ট ডিজাইন এর মধ্যে ছোট ছোট ফুলের ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর আপনার এই ডিজাইন যদি জামার মধ্যে আর্ট করা হয় তাহলে বেশ অসাধারণ হবে।
সবকিছু অনুশীলন আর চেষ্টা করলে সবকিছু পারা যায়। ধন্যবাদ আপনাকে
এই ধরনের ডিজাইন দেখতে সত্যি অনেক ভালো লাগে। আজকে আপনি জামার অসম্ভব সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন আপু। আপনার ডিজাইনটি দেখে যে কেউ জামার মধ্যে ডিজাইনটি করতে পারবে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু অনেক অনেক ধন্যবাদ,পাশেই থাকবেন।💐💐