কয়েকটি ফুল ও ফলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৯ শ্রাবন ১৪৩২

১৩ আগষ্ট ২০২৫


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

1000002866.jpg

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।আসলে ভালো কিছু দেখলেই ছবি তুলতে বেশ ভালো লাগে,আর বেশি ভালো লাগে প্রাকৃতিক মনোরম পরিবেশের স্হান।আর যদি গাছপালা কিন্তু ফুল হয় তাহলে তো কথাই নেই। যখন যেখানে যাই সেখানেই ছবি তুলতে বেশ ভালোই লাগে।

IMG_20250706_170212.jpg

যাই হোক বেশ কিছু আগে আমি গিয়েছিলাম বৃক্ষমেলাতে সেখান থেকে কয়েকটি পর্ব আমি সাজিয়েছি।এর থেকে কয়েকটা পর্ব আমি এখানে শেয়ার করেছি আর কয়েকটি আপনাদের সাথে সাথে আস্তে আস্তে শেয়ার করবো।তাহলে চলেন আজ কি কি শেয়ার করি দেখি আসি।

IMG_20250706_170311.jpg
৷৷

এই হচ্ছে কাঠ গোলাপ।আমার বেশ পছন্দের ফুল।এটাকে ভালো লাগে না, এমন মানুষ আমার দেখা এখনি হয় নি।ঘ্রানটা বেশ সুন্দর, সাথে কালারটাও বেশ ভালো।
আগে বেশির ভাগ সাদাটাই দেখা দেত।এখন আবার অনেক অনেক কালার দেখা যায়।লাল কালারটা বেশ সুন্দর।

IMG_20250706_170350.jpg

এই ফুলটার নাম আমার জানা নেই, তবে দেখতে বেশ ভালো লাগলো।দেখা যায় পৃথিবীর যত সাদাফুল আছে সব চাইতে বেশি ঘ্রান অন্যানো ফুলের চেয়ে।

IMG_20250706_170440.jpg

অনেকটা মাইকের মত দেখতে ফুলগুলো।কালারটা বেশ সুন্দর হালকা গোলাপি কালারের।আবার সাদা ও আছে।ভালো লাগে দেখতে।

IMG_20250706_170330.jpg

আমলকি গাছ।সবগুলো গাছে আমলকি ধরে আছে।অনেক বড় বড় আমলকি। যদিও ছবিতে এত বড় আসে নাই তবে বড় বড় আমলকি।একেবার আপেল বড়ই সাইজের।এমন একটা গাছ বাসার ছাদে থাকলে একটা পরিবারের চাহিদা এমনেই মিটে যায়।তাছাড়া আমলকি স্বাস্থ্যর জন্য বেশ ভালো তো বটে এমনকি চুলের জন্যও বেশ ভালো।

IMG_20250706_170452.jpg

বাগানবিলাশ ফুল নিয়ে নতুন করে বলার কিছু নেই।এই টাইপের কালার আগে অনেক দেখা যেত। এখন আবার অনেকগুলো কালার দেখা যায়।লাল, হলুদ, রানী গোলাপি আরো অনেক।

IMG_20250706_170106.jpg

সবগুলো ইনডোর প্ল্যান্ট।ক্যকটাস, স্নেক প্ল্যান্ট আরো অনেক গুলো।সবগুলোর নাম আমি যদিও জানি না

IMG_20250706_170204.jpg

বিভিন্ন রকমের গাছ আছে এখানে।অনেকগুলো আম গাছ একএে।আম গাছ এমন যদি কয়েকটি থাকতো বেশ ভালো হতো।আমার বেশ ভালো লাগে এমন গাছের আম দেখতে এবং খেতে।

IMG_20250706_170215.jpg

p>যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linklocation

Sort:  
 2 months ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনি এমন সুন্দর এবং চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ।

 2 months ago 

বাহ আপু আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুল এবং ফলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।

 2 months ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন। আপনার মাধ্যমে আজকে এই সৌন্দর্য গুলো দেখলাম।

 2 months ago 

ফুল এবং ফলের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আমার কাছে। আমলকি গাছ এর আগে কখনো দেখিনি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে বেশ ভালো লেগেছে আমার কাছে বাকি ফটোগুলো খুব সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 months ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে একের পর এক সুন্দর ফুল ও ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন কোন ফটোগ্রাফি ছেড়ে কোন ফটোগ্রাফি দেখব তা যেন ভেবে পাচ্ছিনা৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন চমৎকার কিছু ফটোগ্রাফি যেন চোখের সামনে দেখা যাচ্ছিল৷

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 121028.58
ETH 4329.52
USDT 1.00
SBD 0.80