রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

325306221_1320857635435066_967382844861995116_n.jpg

made by-@rahimakhatun

Device- Galaxy A13

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি ডাই আপনাদের সাথে শেয়ার করবো। অনেক দিন পর রঙিন কাগজ নিয়ে এই ফুল তৈরি করেছিলাম। আসলে আগে ডাই বানিয়ে জমা রাখা যেত এখন সময়ের অভাবে সেটা আর পারি না ,তাই ডাই পোস্টের আগের দিন তৈরি করে তারপর পোস্ট করতে হয়। তাই হোক আশা করি ফুল টা আপনাদের অনেক ভালো লাগবে।

325285575_681801853612044_1787796785125278437_n.jpg

আসলে রঙিন কাগজের যে কোন জিনিস তৈরী করতে ভালো লাগে আমার।তাছাড়া দেখতেও বেশ ভালো লাগে সাজিয়ে রাখলে। আমি খুব সহজ ভাবে তৈরী করার প্রতিটি ধাপ দেখিয়েছি।

প্রয়োজনীয় উপকরণ

321907462_2149250331952745_3254773404247361232_n.jpg

  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶পেন্সিল/কলম
        • 🔶আঠা
          • 🔶 রঙিন পেপার
            • প্রস্তুত প্রণালী

              ১ম ধাপ

              325480020_722343742885839_4473852136826127353_n.jpg
              প্রথমে আমি রঙিন কাগজের কমলা কালার এর (১০*১০) cm সাইজ করে কেটে নিব।

              ২য় ধাপ

              325494964_3270809666566235_5093851326147045283_n.jpg

              ত্রিভুজের মত করে ভাঁজ করে নিয়েছি।

              ৩য় ধাপ

              325446070_532546988655069_7503083463387586438_n.jpg
              আরো ছোট ভাঁজ করে কেটে নিয়েছি।

              ৪র্থ ধাপ

              325317304_3448995502040230_1851325398683922284_n.jpg
              তারপর পাতার মত করে এঁকে নিয়েছি।

              ৫ম ধাপ

              325572505_680698853845476_5896492761745050596_n.jpg
              কেটে নিয়েছি।

              ৬ষ্ঠ ধাপ


              325562782_3379185782358207_8607186193463684385_n.jpg
              ভাঁজ খুলে নেওয়ার পর।

              ৭ম ধাপ

              325492179_1587330658357828_4278475593052813183_n.jpg
              তারপর পাতা কেটে নিয়েছি।

              ৮ম ধাপ

              325208893_1654557281648336_1564717672518816963_n.jpg
              তারপর ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

              ৯ম ধাপ

              321479387_737757631244372_3361460260083459301_n.jpg

              বাকিগুলা এভাবে কেটে নিব।

              ১০ম ধাপ

              319096373_2382252535276630_3071922263092379132_n.jpg

              তারপর আঠা দিয়ে একটার উপর আরেকটা লাগিয়ে নিব।

              ১১ তম ধাপ

              325194477_994175565303529_7846308231424540264_n.jpg

              325555776_1302079703904505_1462341715729813784_n (1).jpg

              তারপর চিকন করে কমলা কালার কাগজ কেটে ছোট ছোট করে কেটে নিব।

              ১২ তম ধাপ

              324769694_1208442509878919_3912321634076074688_n.jpg

              তারপর পেঁচিয়ে নিবো।

              ১৩ তম ধাপ

              320555010_2383832978447066_6332419318931265768_n.jpg
              আঠা দিয়ে লাগিয়ে নিব।

              ১৪ তম ধাপ

              324800828_6029098237155752_846179219958113726_n.jpg

              তারপর পাতা এবং ডাট বানিয়ে নিয়েছি ।

              325285575_681801853612044_1787796785125278437_n.jpg

              হয়ে গেলো রঙিন পেপার দিয়ে ফুল । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

              ধন্যবাদ সবাইকে

              device Galaxy A13
              LocationDhaka
              photograpy papers cutting

              Sort:  
               2 years ago 

              আপু রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন ৷ ফুলটি দেখতে খুবই সুন্দর হয়েছে ৷ এমন ফুল যদি সুন্দর করে বাসায় সাজিয়ে রাখা হয় তাহলে অনেক সুন্দর লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরির কাজ শেয়ার করার জন্জন্য ।

               2 years ago 

              ভাইয়া আমি নিজেই তো একটা ছোট টবে সাজিয়ে রেখেছি😜😜।দূর থেকে দেখতে ভালোই লাগছে। ধন্যবাদ আপনাকে।

               2 years ago 

              রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করতে আমার কাছে যেমন ভালো লাগে রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতেও ঠিক তেমনি ভালো লাগে। এই ফুলটি আমার কাছে কিন্তু একটু বেশি ভালো লেগেছে। মাঝখানে এই ছোট্ট কলিটি দেওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে। যার কারনে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। বলতে হয় এক কথায় অসাধারণ ছিল।

               2 years ago 

              আসলে মাঝেখানে দেখেছিলাম পুঁতি দেওয়া পরে ভাবলাম আমি একটু ভিন্ন রকম দেই।তাই তো যেই ভাবা সেই কাজ।যাক তাহলে ভালোই লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে

               2 years ago 

              ঠিক বলছেন আপু আসলে বাচ্চারা বড় হলে দিন দিন কাজ অনেক বেড়ে যায় আগে কোন কিছু তৈরি করে রাখা যেত কিন্তু এখন সম্ভব হয়না।যখন প্রয়োজন হয় তখন করতে হয়। আপনি অনেক সুন্দর করে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে একটা ফুল তৈরি করেছেন ফুল দেখতে অনেক সুন্দর হয়েছে।এমন ফুল যদি সুন্দর করে বাসায় সাজিয়ে রাখা হয় অনেক সুন্দর লাগবে। সুন্দর ফুল শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

               2 years ago 

              আসলে এখন বাচ্চাদের ও পড়াশোনার এত চাপ আবার বেশ অবাক লাগে,অথচ আমরাদের ছোটবেলায় মজার ছলে পড়তাম মন চাইলে।যাই হোক আসলেই সাজিয়ে রাখলে ভালোই লাগে। ধন্যবাদ

               2 years ago 

              সময়ের অভাবে আমরা অনেকেই হয়তোবা এখন অনেক কাজই তেমন একটা করতে পারি না তবে আপনি খুবই চমৎকার একটি রঙিন কাগজের ডাই পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজের তৈরি এই ফুল দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে বিশেষ করে অনেক রংয়ের কাগজ ব্যবহার করার কারণে এটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

               2 years ago 

              সময়ের অভাব আসলেই। মনে হয় দিনটা এত ছোট কেন।আসলে এই ফুলগুলো একটু কালারিং হলে দেখতে বেশ ভালো লাগে,তাই আমি একটু কালারিং দেওয়ার চেষ্টা করেছি।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।

               2 years ago 

              রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছে। ফুল তৈরি উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। দেখে ভালো লাগলো, শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।

               2 years ago 

              রঙিন কাগজের তৈরি ফুলের উপস্থাপনা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে মতামত দেওয়ার জন্য।

               2 years ago 

              প্রতিবারের ন্যায় এবারও আপনার রঙিন কাগজের ফুল দিয়ে আপনি খুবই সুন্দর কিছু ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ফুলটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর ভাবেই ফুলগুলো তৈরি করে থাকেন। এবং সুন্দরভাবে ধাপে ধাপে আমাদেরকে দেখান এবং সুন্দর বর্ণনা করেছেন। এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

               2 years ago 

              কাগজের ফুলেই আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন🙃🙃।আসলেই রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে আমার বেশ ভালোই লাগে,তাই সুযোগ পেলেই বানাতে বসে পরি।ধন্যবাদ আপনাকে🌸

              দেখতে খুব সুন্দর হয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় এবং যথেষ্ট কষ্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তবে রং নিয়ে আমার একটু সমস্যা আছে সেটা হল বেগুনি কালার দেখলেই আমার মাথা ব্যথা করে। আমি কোনদিনও বেগুনি কালার সহ্য করতে পারি না।

               2 years ago 

              আপনার যেহেতু বেগুনী কালারে সমস্যা, ভাবছি এখন থেকে বেগুনি কালারের সব কিছু তৈরি করবো।🤪🤪।বেগুনি কালার একটা বউ বের করছি আপনার জন্য।

              আপনার যেহেতু বেগুনী কালারে সমস্যা, ভাবছি এখন থেকে বেগুনি কালারের সব কিছু তৈরি করবো।

              আপনি কি আমার শত্রু নাকি।😰😰

              বেগুনি কালার একটা বউ বের করছি আপনার জন্য।

              আমার দরকার নেই, আপনার কাছেই রেখে দেন। আমি মেয়ে মানুষ ভয় পাই খুব।🥺

               2 years ago 

              রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন আর বিভিন্ন রঙের ফুলের পাপড়িগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছে। কিভাবে এমন সুন্দর ফুল তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে দেখিয়েছেন এবং কাগজ কেটে আমাদেরকে শিখিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

               2 years ago 

              রঙিন কাগজের ফুলের পাপড়ি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আসলে ফুলটা বানানোর ভাজ গুলো আমার কাছে বেশ কঠিন লেগেছে,বেশ মেজাজ খারাপ হয়ে গিয়ে ছিলো তৈরির সময়।যাই হোক ভালো লেগেছে জেনে সেটাই ভালো লাগলো।ধন্যবাদ

               2 years ago 

              রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। কাগজ কেটে এ ধরনের বস্তু বস্তুত করতে আমার কাছে অনেক ভালো লাগে।। আপনার প্রস্তুত করা ফুলের কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটেছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।।

               2 years ago 

              আমি তো ওয়ালমেট তৈরি করিনি ভাই আমি ফুল তৈরি করেছি।আমার ফুলটা কি ওয়ালমেটের মত লাগে নাকি🤔🤔।নাকি ওয়ালমেট আর ফুল এক।

               2 years ago 

              ওরে বাপরে খুব চমৎকার ফুল নিয়ে হাজির হয়েছে আপনি। দেখে মনে হচ্ছে বেশ সময় দিয়ে কাজটি করেছেন। আর রঙিন কাগজ গুলোর কালার কম্বিনেশন খুব ভালো ছিল, যার কারণে ফুলটি খুব চমৎকার ফুটে উঠেছে ধন্যবাদ।

               2 years ago 

              আর বলিয়েন না অনেক সময় মানে আসলেই অনেক সময় নিয়েই তৈরি করেছি।আসলে বানাতে চেয়েছিলাম বানিয়ে ফেললাম আরেকটা😉😉।

               2 years ago 

              একটা বানাতে গিয়ে আর একটা বানিয়ে ফেলেছেন ভালো তো। দেইখেন আবার একজনকে মার দিতে গিয়ে আরেকজনকে মারিয়েন না। পরে কপালে শনি আছে।

              Coin Marketplace

              STEEM 0.17
              TRX 0.15
              JST 0.028
              BTC 60270.61
              ETH 2411.66
              USDT 1.00
              SBD 2.43