ভিন্ন রকম আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

২৪শ্রাবন , ১৪৩০ বঙ্গাব্দ

৮ ই অগাস্ট ,২০২৩ খ্রিষ্টাব্দ ।

রোজ মঙ্গলবার ।


এখন ষড়ঋতুর বর্ষা কাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

365485815_819347139542424_7969950667270272162_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে ভিন্ন রকম ম্যান্ডেলা নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রাতে খাতা, পেন্সিল,কম্পাস ও রং নিয়ে বসে বসে ম্যান্ডেলাটি আর্ট করেছি। আসলে আগের মত আগে থেকে এঁকে রাখতে পারি না। আবার কনটেস্ট জন্য এখনো ভর্তা বানাতে পারিনি। কি করবো কি করবো তাই ভাবছি। ইতিমধ্যে দেখলাম অনেকেই অংশগ্রহণ করে ফেলেছে। দেখি কিছু ভিন্নতা আনা যায় কিনা। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন দেখে নেওয়া যাক।

প্রস্তুত প্রণালীর ছবি

প্রয়োজনীয় উপকরণ

360072938_211729941429951_1690996338598175662_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🔶১. খাতা

🔶২. 3B ও 4B পেন্সিল

উপকরণগুলা লিখে দেওয়া হলো।

প্রস্তুত প্রণালী

♻♻♻ ১ম ধাপ ♻♻♻

364973048_837859351246640_5769179907196660915_n.jpg

প্রথমে চারদিকে মার্জিন করে নিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

364383502_839628254461697_6264282884945592529_n.jpg
কোনাকুনি একটি বাক্স এঁকে নিব।


♻♻♻৩ য় ধাপ ♻♻♻

364432134_1457565751736625_5687865550642688999_n.jpg
একই রকম করে তিনটা দাগ টেনে নিব।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

365095738_833470398026496_25987748678243555_n.jpg

ফুল এঁকে নিব।


♻♻♻৫ম ধাপ ♻♻♻

366070951_827208602090579_2477991391169938682_n.jpg

একই রকম করে ফুল এঁকে নিব।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

366076934_1707038696437971_4249137886831629660_n.jpg
মাঝ বরাবর আড়াআড়ি বাক্স একে নিব।


♻♻♻৭ম ধাপ ♻♻♻

364346095_3905624733031018_6003582867689735291_n.jpg
ফুল একে নিব।


♻♻♻৮ম ধাপ ♻♻♻

364350914_342089948246061_4864264183099600455_n.jpg

একই রকম করে মাঝ বরাবর দাগ টেনে নিব।


♻♻♻৯ম ধাপ ♻♻♻

365701726_1345482226005363_5433163286157517483_n.jpg
শেষ হয়ে গেলো ,এখন নাম লেখার পালা।

364220847_677630010403972_6584578174444098332_n.jpg

365663323_824461552326666_9042919235833258695_n.jpg

তারপর নাম লিখে নিব।
শেষ হয়ে গেলো আমার ম্যান্ডেলা। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy mandala art
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 last year 

যেকোন আর্ট দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর সেটা যদি একটু ভিন্নধর্মী হয় তাহলে তো চোখে সরানো যায় না। আপনারা কেউ অনেক সুন্দর হয়েছে আপু। করতে অনেক সময় লাগে এবং পরিশ্রম লাগে। আপনার আর্ট টিখুবই সুন্দর হয়েছে আপু।

 last year 

ভিন্ন রকম আর্টটি আপু খুব সুন্দর হয়েছে।বক্সের বাইরে ফুলের ডিজাইন গুলো দেয়াতে আরো বেশী ভালো লাগলো। আপনি আর্টের ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনি বরাবরই ভালো ছবি আঁকেন।
এখন হয়তো অসুস্থতার জন্য একটু পিছিয়ে রয়েছেন, এভাবেই চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
ছবিটি দারুন ছিল।

 last year 

একদম ঠিক বলেছেন আপু ভিন্ন রকম আর্ট। চতুর্দিকে ফুল গুলো দেখতে অসাধারন লাগতেছে। আপনার এধরনের ভিন্ন ধর্মী কাজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

কন্টেস্টে অংশগ্রহণ করা তো সহজে কিন্তু কি বানাবো সেটা চিন্তা করতেই বেশি সময় লেগে যায়। যাই হোক আশা করি ভালো কিছুই তৈরি করবেন। আপনার আজকের আর্টটি সুন্দর হয়েছে। এরকম আর্ট কোন ড্রেসে তুলে হাতে কাজ করলে খুব ভালো লাগবে দেখতে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আর্টটির প্রতিটি ধাপ। ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে রেসিপি প্রতিযোগিতা গুলোতে মেয়েদের সুবিধা হয় বেশি যাইহোক মেয়েরা ভালো আর্ট করতে পারে এটাও সত্য যেমন আপনি দারুন একটি আর্ট করেছেন। একটু ভিন্ন রকম হলেও দেখতে চমৎকার লাগছে আপু।

 last year 

আপু আপনি শেষ সময়ে এসে ঠিকই দারুন কিছু নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আপনি তো সবসময় বাজিমাত করেন। যাইহোক আপু আপনি অনেক সুন্দর করে চিত্রটি অংকন করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে অনেক সুন্দর হয়েছে।

 last year 

পেন্সিল দিয়ে খুব চমৎকার আর্ট করেছেন। আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনার আর্ট এর মধ্যে ছোট ছোট ফুলগুলো অঙ্কন করার কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

এত কঠিন আর্ট করেন কিভাবে? হাতে ব্যথা করে না.. 🤭

যাইহোক অনেকদিন পর আপনার আর্ট এর পোস্ট দেখলাম, বেশ সুন্দর হয়েছে দেখতে। তবে রং করলে মনে হয় আর একটু ভালো লাগতো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91