নদীর কিছু ফোটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

১৩ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ ।


আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

আজ সকাল থেকেই বৃষ্টি ,আকাশ ও অনেক অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো ,যার বেশির ভাগই নদীর। আসলে আমি তেমন ফোটোগ্রাফি করতে পারি না ,তবে আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হওয়ার পর টুকটাক চেষ্টা করি। তবে নদী আমার বেশ ভালো লাগে। তাই নদীর কাছে যেতে বেশ ভালোই লাগে। আমাদের বাসার পাশে শীতলক্ষ্যা নামে একটি বড় নদী আছে ,মাঝে মাঝে সবাই মিলে ঐখানে যাওয়া হয়। এমনকি নৌকা ভ্রমণ করা হয়। যদিও এখন তেমন যাওয়া হয় না ,কারণ নদীর পানি আগের থেকে বেশ নোংরা হয়ে গিয়েছে ,আগে অনেক পরিষ্কার ছিল। এখন নদীর ধরে অনেক কল কারখানা হওয়াতে কল কারখানার বর্জ্য নদীতে নির্গত হয় যার জন্য নদীর পানি কালো হয়ে গিয়েছে এবং দুর্গন্ধ হয়ে গিয়েছে। তারপর ও দেখি মানুষ এই খানে গোসল করে.যাই হোক নদীর পাড়ের বাড়ি গুলো আমার বেশ ভালোই লাগে। মন খারাপ থাকলেই নদীর বিশালতার দিকে তাকালে মন ভালো হয়ে যায়। যাই হোক যাওয়া যাক মূল পর্বে।

কয়েকটি ফটোগ্রাফি একসাথে ।।

366751886_969627617488871_1783499328917113175_n.jpg

Device- Galaxy A13

366378464_964508974810065_7534791633544584045_n.jpg

গোধূলি লগ্নে শীতলক্ষ্যা নদীর এই সৌন্ধর্য ,ভালোই লাগে আমার কাছে।

365165799_6202883369835158_6362364327771480636_n.jpg
আকাশে চাঁদ উঁকি দিচ্ছে। সন্ধ্যার আগে দিয়ে ছবি।

363859203_717047630261059_726173054524723333_n.jpg
এই হচ্ছে নদীর পাড়ের একটি রাস্তা। মাঝে মাঝে পাড়ের রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে।

365009659_1431516571026478_6795894072807404124_n.jpg
এইখান দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হয়। তারপর বালি গুলো বালুর নৌকায় নেওয়া হয়।

365465250_1349927539241850_5916324576359607635_n.jpg
বালুর নৌকায় বালু নিয়ে যাচ্ছে।

366085941_249238354660523_4156190266876281668_n.jpg
সূর্য প্রায় ড়ুবে যাচ্ছে।

এই হচ্ছে ডেমরা নদীর এবং আকাশের সোন্দর্য্য। এইটা আসলেই বর্ষাকালে বেশ সুন্দর লাগে। দেখতে বেশ ভালোই লাগে। আর যদি নৌকা ভ্রমণ করা যায় তাহলে তো কথায় নেই।

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy travel
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 last year 

ডেমরা নদীর অনেক নাম শুনেছি। আজকে ডেমরা নদীর ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন জায়গায় ঘুরতে গেলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আপু আমাদের এদিকে কয়েকদিন থেকে আবহাওয়া খুব খারাপ। সারাদিন বৃষ্টি হচ্ছে। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

মন ভালো করার অন্যতম একটি জায়গা হলো নদী ।নদী আমার একটি প্রিয় জায়গা। আপনি নদীর অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন । সন্ধ্যার মুহূর্ত গুলোর ফটোগ্রাফি সত্যি দারুন হয়েছে।

 last year 

নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করেছেন। আর নদীর পাড়ে এই সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে নদীর পাড়ে গেলে খুবই ভালো লাগে বিশেষ করে নদীর পাড়ে প্রকৃতির দৃশ্যগুলো অসাধারণ লাগে আমার কাছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে তাই খুবই ভালো লাগলো।

 last year 

নদীতে সময় কাটাতে সবার কাছেই ভালো লাগে। আমার কাছে মনে হয় যখন মন খারাপ থাকে তখন নদীর পাড়ে গেলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। নদীর পাড়ের খুব সুন্দর ফটোগ্রাফি গুলো করেছেন। গোধূলি সন্ধ্যায় হওয়ার কারণে অনেক লাইটিং আছে চারপাশে।

 last year 

আপনার নদীর পাড়ের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আসলে আমিও পদ্মা নদীর পাড়ের মানুষ আমিও মাঝে মাঝে পদ্মা নদীর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

মন পরিষ্কার এবং ভাল করার সব থেকে সুন্দর জায়গা হলো নদী।আপনার নদীর করা প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নদীর কিছু অসাধারণ ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার ছিল। আসলে নদীর পাড়ে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করলে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীর সন্ধ্যাবেলার মুহূর্তের ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে আপু। প্রতিটি ফটোগ্রাফি সাথে উপস্থাপন অনেক ভালো হয়েছে। নদীর ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপু। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

নদীর পারের দৃশ্য কিংবা নদীতে নৌকা ভ্রমন দুটোই আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই আপনার ফটোগ্রাফিতে নদীর সুন্দর কিছু দৃশ্য দেখে ভালো লাগাটা অনেক বেড়ে গেল। প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আপু,শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44