পেন্সিল ও মার্কার পেন দিয়ে সুন্দর ফুলের আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

৪ ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ ।

১৮ই সেপ্টেম্বর ২০২৩খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর (শরৎকাল) ।

প্রস্তুত প্রণালী

378282824_3564471043814090_1679429344346308671_n.jpg

Art by @rahimakhatun

Device- Galaxy A13

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদেরকে একটি ফুল আর্ট করে দেখবো। মনের মাধরী মিশিয়ে ফুল এঁকেছি ।মাঝে মাঝে আঁকাআঁকি করতে ভালো লাগে।

ফুলের ছবি

378257416_691927382396972_8822891751803238908_n.jpg
আজ অনেক পর রং এবং পেন্সিল নিয়ে আঁকাআঁকি করতে বসেছিলাম। যদিও আমি তেমন আঁকতে পারি না। তবে ছোট বেলা থেকে একটু একটু ফুল আঁকতাম। মনের মতো করে। কত ফুল এঁকে জামায় হাতের কাজ করতাম রং যে রঙের সুতা দিয়ে। দিন দিন কেমন জানি বেশ অলস হয়ে যাচ্ছি। আসলে প্রযুক্তি উন্নয়নে আমরা কেমন জানি দিন দিন অলস হয়ে যাচ্ছি। এখন আর তেমন নিজের প্রতিভাকে কাজে লাগাতে চাচ্ছি না। আগে শখ ছিল নিজের জামার কাজ নিজে আঁকবো এবং হাতের কাজ করবো। অন্য রকম ভালো লাগা কাজ করতো। কিন্তু এখন মনে হয় একটু সুযোগ পেলেই মোবাইল ,ইন্টারনেট নিয়ে পরে থাকি। যাই হোক চলুন দেখি কিভাবে কি করলাম।আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

378309272_3659075644375872_1193370736152216122_n.jpg


উপকরণঃ
🔺 খাতা
🔺পেন্সিল
🔺 স্কেল
🔺রং পেন্সিল
প্রস্তুত প্রণালী


১ম ধাপ

378279061_1045912826767459_8887135572053730119_n.jpg
প্রথমে আমি গোল করে শেইপ দিয়ে নিব।

২য় ধাপ

378104055_844373000331714_3183057587359126087_n.jpg
ছোট করে ফুল একে নিব।

৩য় ধাপ

378271114_965401441430455_2590874734939920219_n.jpg
ছোট ছোট তিনটি ফুল এঁকে নিব।

৪র্থ ধাপ

378250900_1354769825453414_7996234830600955160_n.jpg
পাতা এঁকে নিব।

৫ম ধাপ

378325436_1287307605279008_8480477272566248934_n.jpg
লতা পাতা এঁকে নিব।

৬ ষ্ঠ ধাপ

377685485_1388738325325121_6284288942047747821_n.jpg

মোটামুটি আঁকা শেষ করেছি।

378256570_3536338586620022_6229543066318180503_n.jpg

রং করার পালা।

378293943_196684586765064_7221114036052087582_n.jpg

378254384_265761433086689_5076799132002952994_n.jpg

378270714_1268043923877086_5612776071917535134_n.jpg
তারপর নাম লিখে নিব।

শেষ হয়ে গিয়েছে আমার আঁকা ফুল ।

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

পেন্সিল ও মার্কার পেন দিয়ে খুব সুন্দর ফুলের আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলগুলো রঙিন করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। এই ধরনের ডিজাইন রুমালে বিভিন্ন ধরনের সুতা দিয়ে তুলতে পারলে দেখতে খুবই সুন্দর লাগবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু,সুতা দিয়ে কাজ করলে দেখতে বেশ ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে

 last year 

পেন্সিল দিয়ে ফুলের ম্যান্ডেলা চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অংকন করেছেন। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আমি তো ম্যান্ডেলা আঁকি নি, আমি তো ফুল এঁকেছি। যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 last year 

ওয়াও আপনি আজ আমাদের মাঝে পেন্সিল ও মার্কার পেন দিয়ে সুন্দর ফুলের আর্ট করেছেন দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক সুন্দর ছিল আপনার আর্ট কালার কম্বিসনটার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে ধন্যবাদ।

 last year 

কম্বিনেশন টা আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

পেন্সিল ও মার্কারের সমন্বয় করে আপনি খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন৷ এরকম একটি আর্ট দেখতে পেরে খুবই খুশি হয়েছি। একই সাথে আপনি এর মধ্যে যে ফুলগুলো এঁকেছেন সেগুলো খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এরকম একটি আর্ট তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন।

 last year 

আপনি খুশি হয়েছেন জেনে ভালো লাগলো😄😄।ধন্যবাদ আপনাকে

 last year 

আপু জানতাম আপনারে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। কিন্তু সেটা যে এত দুর্দান্ত সেটা কিন্তু জানা ছিল না। অসাধারণ একটি ফুলের আর্ট করলেন। দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম আপু। দারুন ছিল আজকের ফুলের আটটি।

 last year 

কি যে বলেন আপু,আমি তেমন কিছুই পারি না,একটু আকটু চেষ্টা করি মাএ😉😉।ধন্যবাদ আপনাকে

 last year 

মার্কার কলম দিয়ে খুবই সুন্দর একটি ফুল আর্ট করেছেন আপনি। ফুলগুলো দেখতেও বেশ রঙিন লাগছে। আর্ট করার পদ্ধতিটা খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

মার্কার কলম দিয়ে আমার আকাঁ ফুল ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনাকেও অনেক ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91