||একটি খুশির দিনের অনুভূতি || ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ০৮ পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | শীতকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে একটি খুশির দিনের অনুভূতি সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


received_3008909629360646.jpeg


ভাইয়ের ছেলে
Device : Redmi 10 prime
What's 3 Word Location :https://w3w.co/lavish.conductors.glowed


চলুন শুরু করা যাক


আসলে একটি খুশির দিনের অনুভূতিটা হল আমার বংশের উজ্জল প্রদীপ অর্থাৎ আমার ভাইয়ের ছেলে। আমাদের পরিবারে তিন ভাইয়ের মধ্যে আমিই সবার ছোট। ভাইগুলো আমরা প্রায় সমবয়সী। যখনই শুনেছি ভাইয়ার ছেলেবাবু হবে আমিতো খুবই উত্তেজিত ছিলাম। দীর্ঘ একটি লম্বা সময় অপেক্ষা করে হঠাৎ আমি যখন জানতে পারলাম পরিবার থেকে ভাবিকে ডেলিভারী করানোর জন‍্য হাসপাতালে নিয়ে গেছে তখন থেকেই মাথায় কোন কিছু কাজ করছিল না। সব সময় মনের মধ্যে আতঙ্ক আবার আনন্দও বিরাজ করছিল। একটু ভয় লাগছিল এই ভেবে কখন জানি কী শুনতে হয়। আবার মনে মনে অনেক খুশিও অনুভব করছিলাম অনেক দিন পর চাচ্চু হবো। চাচ্চু ডাক শুনবো এটা অন‍্যরকম এক অনুভূতি আমি বলে বোঝাতে পারবো নাহ। এই চিন্তাই সব সময় মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল কোন কিছু ঠিকঠাক করতেও পারছিলাম না খবরটা না শুনা পযর্ন্ত। বার বার ফোনটা বের করে শুধু চেক করছিলাম খুশির সংবাদটা কখন শুনতে পাবো। হঠাৎ আমার ফোনে ভাইয়ার ফোন আসে আমিতো তরিঘড়ি করে ফোনটা রিসিভ করি। কিন্তু নাহ সুখবর নয় আমাকে দ্রুত হাসপাতালে যেতে বলে কারণ আম্মুর ফোনের নেটওয়ার্কের কারনে ঠিকঠাক কথা বলতে পারছিল না ভাইয়া আম্মুর সাথে। আর ডাক্তার সাহেব আগেই বলেছিল সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারী করতে হবে। রক্ত লাগতেও পারে তাই আমি যেহেতু হাসপাতালে যাচ্ছি যে রক্ত দিবে তার সঙ্গে করে নিয়েই যাই। কারন যদি রক্ত লাগে এই শীতের মধ্যে আবার তাকে নিয়ে যাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। আমি প্রায় ৩০ মিনিট পরে হাসপাতালে পৌছাই। হাসপাতালের দোতলায় পৌছানোর ঠিক ৫ মিনিট পরেই শুনতে পাই ছেলে বাবু হয়েছে। আল্লাহর রহমতে মা ও বাবু সুস্থ আছেন কোন সমস্যা নেই ডাক্তার সাহেব বললো। পরক্ষণে যখন আমার চাচ্চুকে দেখলাম তখন আমি খুব খুবই খুশি হয়েছিলাম। হাসপাতাল থেকে বের হওয়ার সাথে সাথেই আমার গায়ে প্রচন্ড কাপাকাপি শুরু হয়। কেন হয়েছিল ঐ সময়টাতে সেটা আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছিলাম না হয়তো বা একটু বেশিই খুশি হয়ে গিয়েছিলাম। যেটাকে সচারচর আমরা বলি খুশিতে আত্মহারা।


IMG_20211220_200848.jpg

IMG_20211220_200856.jpg

received_4819199511472136.jpeg

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার কাছে কোন বিপদআপদ ছাড়াই আমার চাচ্চুকে উপহার দেওয়ার জন‍্য। সবাই আমার চাচ্চুর জন‍্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন তাকে সব সময় সুস্থ রাখে।

ধন্যবাদ সবাইকে

Sort:  

এই খুশির মুহূর্তটা যেন বলে বুঝাবার মত না। বাড়িতে একজন নতুন অতিথির আগমন, এই অনুভূতিটি সত্যিই অসাধারণ অন্যরকম। এই দিনটিতে মোটামুটি সবাই অনেক খুশি থাকে। নবাদ আপনাকে আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

আসলেই অসাধারণ এক অনুভূতি। পরিবারে কোন নতুন সদস্য আগমনের এই অনুভূতি কোন ভাষায় প্রকাশ করা যায় না। তবে নতুন অথিতির আগমনের সাথে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। নতুন অতিথির জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

ইনশাআল্লাহ। মিষ্টি পাওনা রইল আপনার জন‍্য।

 3 years ago 

আপনার ভাতিজার জন্য শুভকামনা। তার জন্য মঙ্গলকামনা করি ভাই। এবং এইরকম সময় আমি নিজেও অতিবাহিত করেছি তাই আমি আপনার অনূভুতি টা বুঝতে পেরেছি। এবং বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে।

এবং এখন নরমাল ডেলিভারি খুবই কম হয়। অধিকাংশ অপারেশনের মাধ্যমে করা হয়।।

আমার চাচ্চুর জন‍্য দোয়া করবেন ভাই। জ্বী এখন সবাই সিজারের প্রতি আর্কষণ বেশি।

 3 years ago 

বাড়িতে নতুন সদস্যের আগমনের খুশি যেন কখনোই হারাবার নয়। এই খুশির দিন টিকে সবাই অম্লান করে রাখতে চাই নিজেদের পারিবারিক ডাইরিতে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পোস্টটি পড়ে। আপনার ভাইয়ের ছেলের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

জ্বী ভাইয়া দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন তাকে সবসময় সুস্থ রাখে।

ছোট বাচ্চাদের মুখে আদো আদো ডাক সবাই পছন্দ করে এই ডাকের কখনো তুলনা হয়না এই ডাক শুনলেই মনটা আনন্দে ভরে যায়। আপনার ভাতিজার জন্য দোয়া করি যেনো সে সুস্থ স্বাভাবিক ভাবে বাড়ীতে ফিরে আসতে পারে। ধন্যবাদ আনন্দের মুহূর্তটা আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

আপনার সম্পূর্ণ পোস্টটি পড়লাম। চাচা হওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। উৎকণ্ঠার সঙ্গে থাকে আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না। শুভকামনা রইল আপনার ভাতিজার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন‍্য।

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62561.21
ETH 2449.99
USDT 1.00
SBD 2.64