কোটা সংস্কার আন্দলোন এখন অগ্নিমূর্তি হয়ে গেছে

in #wewantjusticelast month

গত ২ সপ্তাহ যাবত পাব্লিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার করার জন্য আন্দলোনে নামে।
এর ২০১৮ সালেও কোটা সংস্কার আন্দলোন এ নামা হয় এবং অনেক শিক্ষার্থী আহত হন সেই সময়।
বর্তমানে আমাদের দেশে কোটা আছে মোট ৫৬% এর মত। এর মাঝে মুক্তিযোদ্ধা কোটা ১৫%। বাকি গুলা হল মহিলা কোটা, প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা এ ছাড়াও আরও নানা রকম কোটা৷ এত কোটা থাকার কারনে সাধারন শিক্ষার্থীরা নিজেদের মেধা দিয়েও একটা চাকরি করতে পারছেন না৷ অন্য দিকে এই কোটা ধারি রা৷ ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ও কোটার সুযোগ নেয় আবার চাকরির সময়ও নেয়। আর যার ভোগান্তি ভোগতে হচ্ছে সাধারণ মেধাবি শিক্ষার্থীদের।
আর তাই শিক্ষার্থীরা একযোগে এই আন্দলোনের ডাক দিয়েছে। সব কিছু ঠিক থাকলেও গত দুইদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দলোনের শিক্ষার্থীদের কে নিয়ে ব্যাঙাত্বক মন্তব্য করায় শিক্ষার্থীদের মধ্যে খোবের সৃষ্টি হয়। তারপর থেকেই সারাদেশ উত্তল। এত দিন কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকলেও এখন সারাদেশের সকল শিক্ষার্থীরা একযোগে এই আন্দলোনে শামিল হচ্ছে।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64186.90
ETH 2759.80
USDT 1.00
SBD 2.66