একটি জবা ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১১ ই এপ্রিল, শুক্রবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকে। বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে আমার কাছে ভালো লাগে।আজ আমি আপনাদের সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা একটি জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আমি বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করে। তবে আজকের প্রথমবার নানান অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করা একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি ফটোগ্রাফিটি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফটোগ্রাফি দেখে আসা যাক।
জবা ফুলের সাথে আমরা সকলেই পরিচিত। জবা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। আবার বিভিন্ন রকম দেখতেও হয়ে। তবে আমার কাছে এরকম ছয় পাতা আওলা জবা ফুল গুলো দেখতে বেশি চমৎকার লাগে। এই ফুল গুলোর মধ্যে আলাদা রকম সৌন্দর্য থাকে। সূর্যের আলোতে যেন জবা ফুলের সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে। জবা ফুল আমার খুব প্রিয় একটি ফুল। যদিও সাদা রঙের জবা ফুল আমি বেশি পছন্দ করি। তবে লাল রঙের ফুলগুলোও মন্দ লাগেনা। জবা ফুল চাষ করতে খুব একটা যত্ন করতে হয় না। যেখানে সেখানে জবা ফুল হয়ে থাকে। একটি গাছে অনেক ফুল হয় বলে দেখতেও অনেক সুন্দর লাগে।
আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। যেখানে যা দেখি তাই ইচ্ছে করে ফটোগ্রাফি করতে। আমাদের বাড়িতে কোন ফুলের গাছ নেই শুধু একটিমাত্র জবা ফুলের গাছ। বাড়িতে আমাদের ঘরের পাশেই জানালার ধারে এরকম সুন্দর একটি জবা ফুলের গাছ রয়েছে। আমাদের বাড়িতে অনেক মেহেগুনির গাছ থাকায় সব সময় ছায়া থাকে। সেজন্য সেখানে কোন ফুল গাছ জন্মায় না। অনেকদিন আগে আমার ভাই একটি ডাল এনে লাগিয়েছিল সেখান থেকেই জবা ফুলের গাছ। বাড়িতে ফুলের গাছ থাকুক এটা কে না চায়। তবে হাজারবার চাইলেও কোন ধরনের ফুল গাছ আমাদের বাড়িতে হয় না। এই একটা মাত্র জবা ফুলের ঠাঁই হয়েছে। তবে জবা ফুলের গাছটার জন্য বাড়ির সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
সেদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি গাছে অনেকগুলো জবা ফুল ফুটে রয়েছে। সূর্যি মামা জবা ফুলের উপরে তার কিরণ ছড়িয়ে দিয়েছে। দেখেই যেন মুগ্ধ হয়ে গেলাম। তারপরে ঘরে গিয়ে ফোনটা এনে ফটোগ্রাফি করতে শুরু করলাম। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জবা ফুলের ফটোগ্রাফি করছিলাম। আরো অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম তবে সেগুলো আলোর বিপরীতে হয় খুব একটা সুন্দর লাগছে না দেখতে। সেজন্য আর পোস্ট করলাম না। এই ফটোগ্রাফি গুলা আমার কাছে বেশ লেগেছে। সবুজ পাতার ফাঁকে এরকম লাল লাল ফুলগুলো চমৎকার দেখাচ্ছিল।
এভাবে আরও অসংখ্য ফটোগ্রাফি আমি ক্যাপচার করেছিলাম। তারপরে আরো বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছি। তবে জবা ফুলের ফটোগ্রাফি গুলা আমার কাছে বেশিই ভালো লাগে। আরেকটু রোদ পড়লে হয়তো বেশি চমৎকার লাগতো দেখতে। জবা ফুল আমার খুব পছন্দের। জবা ফুলের অনেক ঔষধে গুণ রয়েছে। বিশেষ করে চুল কালো করার জন্য এবং ঘন করার জন্য জবা ফুল অনেক কাজ কর। এটা আমি আমার মায়ের থেকে শুনেছি। অনেকে তো আমাদের বাড়িতে তুলে দেওয়ার জন্য জবা ফুল নিতেও আসে। জবা ফুল আসলে সর্বগুন সম্পন্ন।
আজ এই পর্যন্তই।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1910744310280315016?t=Lbjei2B09dgc8UCXO2_gmw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910745985539789206?t=67LRUp6v7Pqaa0_xoF1MBg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910747104227795267?t=Pj2_rN8mhpaqYOmvdPIqLQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910748062081028561?t=y_-by45GvKp-EPUpd_tbZw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910983951889690881?t=NlZCh0yf7TxryKZ_oFTBNA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910985081700630964?t=5BBZVjoyfkYCTIw4Rv2pgw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910986331041484815?t=M-Dkq0V93D81OhJn-ZyCGg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1910987202978594888?t=EaQhFswB63qcX41X39XAgg&s=19
জবা ফুল আমার কাছেও বেশ ভালো লাগে। আর রক্ত জবা ফুল আমাদের ত্বকের জন্য এবং চুলের জন্য বেশ উপকারী। আপনি বিভিন্নভাবে এই জবা ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। সূর্যের সাথে ক্যাপচার করা ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
জবা ফুলের ফটোগ্রাফি ও আপনার লেখার ভঙ্গি অসাধারণ লেগেছে। ফুলের প্রতি ভালোবাসা ও ফটোগ্রাফির প্রতি আপনার আগ্রহ মুগ্ধ করেছে। জবা ফুলের আসল সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটে তুলতে পেরেছেন। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার পছন্দের একটি ফুল হলো জবা ফুল। আপনি দেখছি চমৎকার ফটোগ্রাফি করেছেন জবা ফুলের। আপনার ফটোগ্রাফি সবসময় দারুণ হয়। আজকের জবা ফুলের ফটোগ্রাফি ভালো ছিল।
সত্যিই জবা ফুলের কি অপূর্ব সব ছবি তুলেছেন আপনি। সকালবেলার রোদ গায়ে পড়ার ফলে যে সুন্দর আলোর শেডিং তৈরি হয়েছে তা আপনার ক্যামেরায় খুব সুন্দর ভাবেই ধরা পড়েছে। এবং দেখতেও চমৎকার লাগছে। কত রকম ভাবে যে একটা ফুলের ছবি তোলা যায় তা আপনার পোস্টে খুব ভালোভাবে দেখা যাচ্ছে।
আসলে বাড়ির উঠানে ফুলের গাছ থাকলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমাদের বাড়িতে রক্তজবা ফুলের গাছ করেছে অনেক ফুল হয়। ফুলের ফটোগ্রাফি গুলো দারুন ভাবে ক্যাপচার করেছো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। খুব যত্ন করে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আসলে ভালো ফটোগ্রাফার না হলে এ ধরনের চমৎকার ফটোগ্রাফি করা যায় না। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
এই জবা ফুলের সৌন্দর্যকে যেভাবে আপনি আজকের এই পোস্টের মধ্য দিয়ে ফুটে তুলেছেন তার একেবারে অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে ফটোগ্রাফি গুলোর মধ্য দিয়ে আপনি ফুলের সৌন্দর্যকে যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন এই ফুলের প্রেমে যেন আমি আবারও পরে গেলাম৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷