কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ26 days ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২২ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

FunPic_20240822_210936713.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল তিনে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।প্রাকৃতিক যেকোনো দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আজ আপনাদের সাথে ছয়টি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আমি আশা করছি আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১

20240319_130840.jpg

ক্যাপশন: সাদা বাগানবিলাস ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ,২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


বাগান বিলাস ফুলের কোনো সুবাস নেই, আছে শুধু মুগ্ধতা। মুগ্ধতা ছড়ানো এই ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।শীত বসন্ত এমনকি সারা বছর বাগানে শোভা পায় এই ফুলটি। বাড়ির আঙিনায় বাগান বিলাস ফুল থাকা মানে চোখের প্রশান্তি।

ফটোগ্রাফি নং-২

IMG-20240822-WA0022.jpg

ক্যাপশন: সাধারণ সূর্যমুখী ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯শে মার্চ মার্চ, ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে সাধারন সূর্যমুখী ফুল। প্রতিটি সূর্যমুখী ফুল প্রকৃতিতে প্রস্ফুটিত সূর্যের এক একটি প্রাণ। এই ফুল সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে তাই এর নাম সূর্যমুখী ফুল। সাধারণ সূর্যমুখী ফুলগুলো অনেকটা ছোট আকৃতির হয়ে থাকে।

ফটোগ্রাফি নং-৩

20240319_130701.jpg

ক্যাপশন:লাল ডায়ান্থাস ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ, ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে লাল ডায়ান্থাস ফুল।ডায়ান্থাস ফুলের আদি নিবাস ইউরোপ ও এশিয়ায়। তবে দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকাতে এই ফুলের প্রচুর প্রজাতি রয়েছে।ডায়ান্থাস ফুল বিভিন্ন রঙের ও প্রজাতির হয়ে থাকে। লাল রঙের ডায়ান্থাস ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিলো।

ফটোগ্রাফি নং-৪

IMG-20240822-WA0023.jpg

ক্যাপশন:গোলাপ ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ ,২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার চতুর্থ ফটোগ্রাফিটি হলো গোলাপ ফুল। গোলাপ এক প্রকার সুপরিচিত ফুল । যা আধুনিক মানুষের কাছে ভালোবাসার প্রতীক। গোলাপ ফুল আমার ভীষণ ভালো লাগে। গোলাপকে ফুলের রানী বলা হয়। গোলাপ ফুল দেখতে যতটা সুন্দর ততটাই আকর্ষণীয়। গোলাপ ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিলো।

ফটোগ্রাফি নং-৫

20240319_130944.jpg

ক্যাপশন:লান্টানা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে লান্টানা ফুল। লান্টানা ফুলের আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। এই ফুলের নাম লান্টানা বাদেও পুটুস, ছত্রা, ভারবেনা নামে পরিচিত। ক্রান্তীয় আমেরিকা বাদেও বর্তমানে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভারতসহ অনেক দেশেই প্রচুর পরিমাণে দেখা যায়। এই লান্টানা ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে।এই ছোট ছোট ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে।


ফটোগ্রাফি নং-৬

20240319_130532.jpg

ক্যাপশন:পিটুনিয়া ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ, ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে পাটুনিয়া ফুল।পাটুনিয়া ফুল বিভিন্ন রংয়ের হয়ে থাকে। পাটুনিয়া ফুল হলো দক্ষিণ আমেরিকার বংশোদ্ভূত ২০ প্রজাতির সপুষ্পক উদ্ভিদের একটি প্রজাতি। পাটুনিয়া ফুলের গন্ধ আমার কাছে অনেক ভালো লাগে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 25 days ago 

ফুলের ফটোগ্রাফি সবাইকেই মুগ্ধ করে। আপনি দারুন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। খুব ভালো লাগলো আপনার আজকের পোষ্ট দেখে। বিশেষ করে গোলাপ ফুল এবং সাধারণ সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 24 days ago 

আসলেই আপু ফুলের ফটোগ্রাফি সবাইকে মুগ্ধ করে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 26 days ago 

গোলাপ ফুলকে যে, ফুলের রানী বলা হয় সেটা আমি জানতাম না এর আগে তোমার একটি পোস্ট থেকে জানতে পেরেছিলাম। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে তুমি উপস্থাপন করেছো পরে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য সব সময় শুভ কামনা রইলো।

 24 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 26 days ago 

প্রায় সময় দেখিয়ে আপু আপনি দারুন ফটোগ্রাফি করেন। তবে একটি সত্য কথা বলব তা হচ্ছে আপনাদের মত লেভেলে থাকাকালীন আমরা এত সুন্দর ফটোগ্রাফি করতে পারিনি। আমাদের এত সুন্দর অভিজ্ঞতা ছিল না। তবে আস্তে আস্তে সবার কাছ থেকে শিখে শিখে আজ এতদূর। আশা করি আপনাদের যে অভিজ্ঞতা আছে তা কাজে লাগিয়ে খুব সুন্দর ভাবে কাজ করতে পারবেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি প্রশংসনীয় হয়েছে।

 24 days ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু। এভাবেই পাশে থাকবেন।

 25 days ago 

আমিও সুস্থ আছি আপনিও সুস্থ আছেন যেনে ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি দেখতে আমারও অনেক বেশি ভালো লাগে। আজ আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি কিন্তু দুর্দান্ত ছিল। এত সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 24 days ago 

প্রাকৃতিক দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি দেখতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।

 26 days ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 24 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 25 days ago 

এত সুন্দর এবং মনোমুগ্ধকর ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে জাস্ট মনোমুগ্ধকর হয়েছি আমি। এরকম ভাবে ফটোগ্রাফি করলে দেখতে অনেক ভালো লাগে। আপনি ফুলগুলোর ফটোগ্রাফি করার পর তো ফুলের সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। আমার কাছে গোলাপ এবং পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। অন্য ফুল গুলোর ফটোগ্রাফিও কিন্তু কম সুন্দর ছিল না। সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল এটাই বলা যায়।

 24 days ago 

আপনার কাছে গোলাপ এবং পাটুনিয়া ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।

 25 days ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে সব সময় ভালো লাগে। আমার কাছে গোলাপ ও সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি আপনি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 24 days ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার কাছে গোলাপ এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 25 days ago 

আপু আপনি তো দেখছি অনেক ভালো ফটোগ্রাফি করেন। ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি দেখলাম আপু। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো।

 24 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 25 days ago 

দেখার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার সুন্দর সুন্দর এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি আমি। অনেক সুন্দর ছিল আপনার ফুলের ফটোগ্রাফি মুলক পোস্ট।

 24 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58058.49
ETH 2284.09
USDT 1.00
SBD 2.51