ছয়টি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১০ আগস্ট,রবিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। বেশ কিছুদিন ধরে ফটোগ্রাফি করতে পারছিলাম না। কালকে চলে গিয়েছিলাম কুষ্টিয়ায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী বৃক্ষ মেলাতে। সেখানে গিয়ে বেশ কিছু ফুল এবং গাছের ফটোগ্রাফি করেছিলাম। গাছ কিনতে চেয়েছিলাম কিন্তু মেসে রাখবো কোথায় সেটা ভেবে আর কেনা হয়নি। তবে বিভিন্ন ধরনের গাছ দেখলাম চিনলাম এবং ক্যামেরাবন্দি করে রাখলাম। অন্য একদিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে চলুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নেওয়া যাক
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সাদা রঙের একটি সুন্দর জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল দেখতেই অন্যরকম সুন্দর লাগে। অনেক ধরনের জবা ফুল রয়েছে। আবার এর রং এর ভিন্নতা রয়েছে। তবে এই সিম্পল জবা ফুলগুলো দেখতে একটু অদ্ভুত রকমের সুন্দর। বিশেষ করে লাল এবং এই সাদা বর্ণটা। অসম্ভব সুন্দর এই সাদা ফুলের ফটোগ্রাফিটি মেলা থেকে ক্যাপচার করেছিলাম।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। এটা কি আমরা হাজারী গোলাপ ফুল বলে থাকি। কারণে এই গোলাপ গাছে এক শাখায় অনেকগুলো ছোট ছোট ফুল ধরে থাকে। মেলাতে বিভিন্ন রকমের হাজারী গোলাপের গাছ বিক্রি হচ্ছিল। প্রত্যেকটার মূল্য ছিল ১০০ টাকা করে। এই কালারটা সুন্দর তবে এর থেকেও আরো সুন্দর সুন্দর অনেক রংয়ের গোলাপ সেখানে ছিল।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সাদা রঙের টগর ফুল। এগুলোকে তো আমরা টগর বলি এর আরো অনেক নাম আছে আমি শুনেছি। এই ফুলগুলো আমাদের খুবই চেনা। আমাদের ক্যাম্পাসে ওই ফুল অনেক রয়েছে। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ফুলের দেখা বেশি পাওয়া যায়। তবে কালকে মেলাতেও দেখলাম এই ফুলের গাছগুলো এনেছেন। বিভিন্ন ধরনের ফুলের মাঝে এগুলো ছিল সুন্দর।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে হলুদ ফুল। এর নাম আমি জানিনা। তাই নিজেই একটি নাম দিলাম হলুদ ফুল। এই ফুলটা নাম আমি দোকানদার আঙ্কেলের কাছ থেকে শুনে এসেছিলাম। তবে অনেকগুলো ফুলে নাম শুনেছিলাম সেজন্য এখন এটা ঠিক মাথায় আসছে না। এই ফুল আমি আগেও দেখেছি। কালকে সামান্য বৃষ্টি হয়েছিল। যার ফলে ফুল গুলোর উপরে বৃষ্টির ফোঁটা দেখা পাওয়া যাচ্ছে। বৃষ্টির ফোটার কারণে ফুলের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে নাম না জানা আরও একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নামটি আমি শুনতে চেয়েছিলাম তবে দোকানে অনেক কাস্টমার থাকার কারণে দোকানদার আঙ্কেল অব্দি আমি পৌঁছাতেই পারিনি। তবে ফুলে নামটা কেউ জানলে আমাকে জানিয়ে দিবেন। ফুলটি দেখতে কিন্তু অদ্ভুত রকমের সুন্দর। আমি যদি বাড়ি নিয়ে যেতে পারতাম তাহলে এই ফুলের গাছটা কিনে নিতাম। ফুল এবং ফুলের গাছ দুটোই আমার খুব পছন্দ হয়েছে।
ফটোগ্রাফি নং-৬
এই ফুলটি আমাদের সকলের অতি পরিচিত মাধবীলতা ফুল। মাধবীলতা ফুলের থোকায় অনেকগুলো ফুল ছিল। মাধবীলতা থোকায় থোকায় বিভিন্ন রঙের ফুল একসাথে ফুটে থাকে। দেখতে ভারী মিষ্টি লাগে। আমি সবগুলো ফুলের মধ্যে থেকে সাদা রঙের মাধবীলতাটি ক্যামেরা বন্দী করেছি। আলাদাভাবে ক্যামেরা বন্দি করে হয়তো এটি চিনতে একটু অসুবিধা হতে পারে। তবে ফুলটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ০৯ ই আগস্ট ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


চমৎকার দেখতে ছয়টি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে জবা ফুল এবং মাধবীলতা ফুল আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর নাম না জানা ফুল দুটিও দেখতে কিন্তু দারুন দেখাচ্ছে। সেই সাথে বর্ণনা কিন্তু দারুন দিয়েছেন । খুবই ভালো লাগলো আপনার ফুলের ফটোগ্রাফি পোস্ট টি।
https://x.com/PurnimaBis34652/status/1954765106082164922?t=ho_M7DvXrOawP_74ELraPw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1954772114265043422?t=jvZ7GoML2tmh9rBNFMAXfA&s=19
প্রত্যেকটি ফুল ভীষণই পছন্দের। এমন সুন্দর ফুলের ভীষণ সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন। গোলাপ ফুলটি ভীষণ সুন্দর লাগলো আমার কাছে। এছাড়াও প্রত্যেকটি ফুল অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর। ধন্যবাদ এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বাহ আপু আপনি তো আজকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে।বিশেষ করে গোলাপ ফুল ও আপনার নাম দেওয়া হলুদ ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ছয়টি ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন দেখে খুবই ভালো লেগেছে আপু। ফুলের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু।
ভালো লাগে যখন বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখি। আজকে আপনি চমৎকার ছয়টি ভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি করেছেন। আর প্রতিটা ফটোগ্রাফি খুব চমৎকারভাবে করলেন। এবং ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এত অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে একের পর এক এই অসাধারণ ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷ এর মধ্যে প্রথম এবং পঞ্চম নাম্বারে যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷