কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৫ এপ্রিল, শনিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।আমি আপনাদের সাথে প্রতি সপ্তাহে একটি করে ফুলের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আজকেও হাজির হয়েছে একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। অনেকদিন আগেই ক্যাপচার করে রেখেছিলাম ফটোগ্রাফি গুলো। আজ আপনাদের সাথে শেয়ার করব। ফুল আমরা সবাই পছন্দ করি। আশা করছি, ফুলের ফটোগ্রাফি হলে আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। ডালিয়া ফুল অনেক রঙের হয়ে থাকে। আমাদের ক্যাম্পাসে অনেক রং এ ডালিয়া ফুল রয়েছে। এখানে ডালিয়া ফুলের বর্ণটি একটু ভিন্ন। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। ডালিয়া ফুলগুলো দেখতে বেশ বড় বড় হয় বলে দেখতে অধিক আকর্ষণীয় লাগে। ক্যাম্পাসে ডালিয়া ফুলের বাগান থেকে এই চমৎকার ডালিয়া ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম।
ফটোগ্রাফি নং-২
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুল অনেকটা নরম জাতীয় ফুল। এই ফুলে নিজস্ব কোন গন্ধ নেই। সৌন্দর্যের দিক দিয়ে এই ফুল কোন অংশে কম নয়। পিটুনিয়া ফুল অনেক রঙের হয়ে থাকে। তার মধ্যে সাদা রং অন্যতম। ক্যাম্পাসে অনেক রং এর পিটুনিয়া ফুল রয়েছে। সবগুলো রং আমার কাছে বেশ ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৩
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে বাটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের আসল নাম আমার জানা নেই। ছোট ছোট বাটির মতো দেখতে ফুলগুলোর নাম আমি বাটি ফুল দিয়েছি। সম্পূর্ণ গাছে ছোট ছোট এরকম বাটির মতো ফুল হয়ে থাকে। এ ধরনের ফুল গুলো দেখতে খুবই চমৎকার লাগে। এই ফুলগুলোর আসল নাম কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।
ফটোগ্রাফি নং-৪
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা এক ধরনের ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো এই প্রথম দেখলাম আমি। এগুলো ফুল কিনা কিছুই বুঝতে পারছিনা। এই ফুলের কোন ঘ্রাণ নেই। অদ্ভুত রকম দেখতে ফুলগুলো। তবে দেখতে বেশ ভালই লাগছে। কলেজে ছোট্ট একটি গাছ এরকম ফুল ধরে থাকে। এই ফুলের নাম তো আমার জানা নেই, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।
ফটোগ্রাফি নং-৫
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
এই ফটোগ্রাফিতে রয়েছে আমাদের অধিক পরিচিত ফুল লাল্টানা ফুলের ফটোগ্রাফি। আমরা কমবেশি সকলেই ফুলের সাথে পরিচিত রয়েছি। আমি শুনেছি এই ফুলে নাকি নিজস্ব কোন গন্ধ নেই। কিন্তু আমি এই ফুলের কাছে গেলেই এর গন্ধ অনুভব করি। যাই হোক,এই ফুলগুলো কিন্তু অনেক উপকারী। একটি গাছে অনেক ফুল ধরে থাকে। যেকোনো জায়গায় সৌন্দর্য বাড়াতে ফুল গুলো অনেক কার্যকরী।
ফটোগ্রাফি নং-৬
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আরেকটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফুলের রংটা অনেকটাই আলাদা। পিটুনিয়া ফুলের অনেকগুলো রঙের মধ্যে এটা অন্যতম। এই ফুলে নিজস্ব কোন গন্ধ নেই। আমরা তো অনেকের পিটুনিয়া ফুল চিনে থাকি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিংবা পার্ক, বাড়ির আঙিনায় এই ফুলগুলো বেশি দেখা যায়। এই ফুলগুলো বিদেশি ফুল।
ফটোগ্রাফি নং-৭
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে আমাদের অতি পরিচিত টগর ফুল। আমি তো ফুলগুলোকে টগর নামেই চিনে থাকি। গুগল থেকেও জানতে পারলাম ফুলগুলোর নাম টগর। তবে অনেকেই ভিন্ন ভিন্ন নামে চিনে থাকে। যেকোনো জায়গায় এই ফুল দেখা মেলে। এই ফুলের চাষ পদ্ধতি সহজ হওয়ায় অনেকেই এই ফুল চাষ করে থাকেন।
আজ এই পর্যন্তই।
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1908703191300272552?t=4VPDXkKHM9qh5cgmPJLslQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1908704411435884754?t=hbN6tLMl-8B7vjMf0EzCEw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1908705354562887940?t=dp2SML9HwvGuND9DNvlk1w&s=19
https://x.com/PurnimaBis34652/status/1908706884238139658?t=192-I9PH-Ruk6PXepPKRjg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1908707941051768868?t=-QKqmyRlhwMDjfjYSwehrA&s=19
দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকের ফটোগ্রাফি গুলো দারুন ছিল। বাটি ফুল যেটা বলেছেন সেটা দেখতে অনেকটা কাটামুকুট ফুলের মতই লাগছে। যাই হোক সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল।
লাল্টানা ফুল এবং ডালিয়া ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ৪ নং ফটোগ্রাফির এই ফুলগুলোর নাম আমারও জানা নেই। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন আপু। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি। আপনার শেয়ার করা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখতে দারুন হয়েছে। এছাড়াও ডালিয়া ফুলের ফটোগ্রাফি সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে।
ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।
আপনার ফটোগ্রাফি তে বেশ অনেক রকম বাহারি ফুল দেখলাম। অসাধারণ লাগল দেখে। চমৎকার করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। এককথায় চমৎকার। ধন্যবাদ আপু আপনাকে। আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।
যেভাবে আপনি এখানে একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পারলাম৷ একই সাথে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতা যেভাবে ফুটিয়ে তুলছেন তেমনি এখানে আপনি যে বাটি ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷
আজকে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছে দেখে খুবই ভালো লাগলো। ফুল এমন একটা জিনিস যা আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। ফুলের ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করেছো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।