কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৪সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি করতে আমার অনেক বেশ ভালো লাগে। গ্যালারিতে কিছু অনেকদিন আগের ক্যাপচার করা ফটোগ্রাফি পেলাম। ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আজকে কয়েকটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সাদা রঙের একটি সুন্দর সন্ধ্যা মালতি ফুল। এগুলোকে অনেকে সকাল সন্ধ্যা বলে ডাকে। আমাদের এদিকে এগুলোকে সন্ধ্যা মালতি বলে। ফুলগুলো দেখতে ভারী মিষ্টি। সাদা রঙের হাওয়ায় দেখতে বেশি চমৎকার। বেশ কিছুদিন আগে বৃষ্টির পরে ফটোগ্রাফিটি করেছিলাম। ফুলটি দেখতে যেন স্নিগ্ধতায় ভরপুর।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে কমলা রঙের চমৎকার একটি গোলাপ ফুলের ফটোতে আছে। এই গোলাপ ফুলটি আমাদের ছাদ থেকে তুলেছিলাম। ফুলটি দেখতে অসম্ভব সুন্দর। বিশেষ করে ফুলের রংটি খুবই আকর্ষণীয় ছিল। ফটোগ্রাফিতে তো দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয়। আমাকে তো ভীষণভাবে মুগ্ধ করেছে।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে আরও একটি সাদা রঙের চমৎকার ফুল। এটাও বৃষ্টির পরে তুলেছিলাম যার জন্য দেখতে খুবই সতেজ লাগছে। এই ফুলগুলোকে তো আমি টগর বলেই চিনি। এই ফুলগুলোকে এক একজন এক এক নাম বলে। আসলেই ফুলের নামটা কি কমেন্ট টা একটু জানিয়ে দিবেন তো।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে শিম ফুলের ফটোগ্রাফি। এ ফুলগুলো বিশেষ করে শীতকালে দেখতে পাওয়া গেলেও আমাদের দেশে এখন বারো মাসে দেখা যায়। কারণ আমাদের দেশে এখন বারোমাসি শিম পাওয়া যায়। ফুল গুলো দেখতে রোদের আলোতে বেশি সুন্দর লাগছিল। পুরোটা ক্যামেরা বন্দি করতে পারলে আরো বেশি ভালো লাগতো।
ফটোগ্রাফি নং-৫
কয়েকটি রংয়ের মিশ্রণে আরেকটি সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল পছন্দ করি না এরকম মানুষ খুব কম। আমার কাছে বিভিন্ন ধরনের গোলাপ এবং বিভিন্ন রঙের গোলাপ ভালো লাগে। আসলে ফুল মানেই সুন্দর ফুলের সৌন্দর্যের কোন ব্যাখ্যা হয় না। এই বিভিন্ন রঙের ফুলটি দেখতে ভীষণই ভালো লাগছে না। সাদা যেমন শুভ্রতা ছড়াচ্ছে অন্য রং গুলো তেমনই সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছে।
ফটোগ্রাফি নং-৬
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আরো একটি সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফি। এই সন্ধ্যা মালতি ফুলটি একই জায়গা থেকে ক্যাপচার করা। আরো একটি রঙের সন্ধ্যা মালতি থাকলে দেখতে অপূর্ব সুন্দর লাগতো।অন্য দিন হলুদ রঙের সন্ধ্যা মালতিও ফোটে তবে সেদিন শুধু এই দুটি রং ফুটেছিল। দেখতে ভারী মিষ্টি লাগছিল। এই গোলাপি রঙের সন্ধ্যা মালতি আপনারা সকলেই দেখেছেন।আমার তো ফুলগুলো ভীষণই ভালো লাগে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


ফুলের ফটোগ্রাফি মানে মনের ভালোলাগার খোরাক। আর আপনি তো খুবই চমৎকারভাবে ফুলের ফটোগ্রাফি গুলি ক্যাপচার করেছেন। আর আমাদের মাঝে সুন্দর বর্ণনার সাথে শেয়ার করেছেন। দারুন হয়েছে আপনার পোস্ট।
খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।
আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।
ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সন্ধ্যা মালতী ফুল এর আগে কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
https://x.com/PurnimaBis34652/status/1963949333210095914?t=HEYXvvy0jbzn4fWscWOa5g&s=19
https://x.com/PurnimaBis34652/status/1963949783728685451?t=u5-IKRZ39Km017eB92cw0Q&s=19
https://x.com/PurnimaBis34652/status/1963950231080542217?t=NKuqKdPOBogSC9XU4Yip-Q&s=19
ভালো লাগে যখন বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখি। আজকে আপনি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার সন্ধ্যা মালতির ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লাগলো আমার কাছে। এবং শিম ফুলের ফটোগ্রাফিও চমৎকার লাগলো। প্রতিটা ফটোগ্রাফি খুব দক্ষতার সাথে করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে৷ খুব সুন্দরভাবে আপনি এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এখানে একের পর এক ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা একেবারে চমৎকার হয়েছে৷ একই সাথে এখানে ফটোগ্রাফি গুলো সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷ এর মধ্যে চার নাম্বার এবং পাঁচ নাম্বারে আপনি যে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷