সৈয়দ পুর থিম পার্ক ভ্রমন//১০% বেনিফিসিয়ারি shy-fox এর জন্য|

নমস্কার আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা........🙏🙏🙏🙏🙏
আমার বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনার আর্শিবাদে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আবারো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমাদের সবার প্রিয় ব্লগে একটি সৈয়দ পুর থিম পার্ক ভ্রমন শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার থিম পার্ক ভ্রমন আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমার আজকের ভ্রমন সৈয়দ পুর থিম পার্ক ঘোরাঘুরি গুলো এক নজর দেখে নেওয়া যাক..........

IMG_20220326_125809.jpg

IMG_20220326_125801.jpg
প্রথমে আমি পাকের ব্যানারা সামনের একটা ছবি তুলি আর আমি সহ একটি সেলফি তুলি নিলাম।তার পর আমরা পাকের ভিতরে যাওয়ার জন্য টিকিট কাউন্টারে গিয়ে তিনটি টিকিট কিনে নিলাম । থিম পার্কের ভিতরে গেলাম।

IMG_20220326_123118_1.jpg

সৈয়দ পুর থিম পার্কের ভিতরে গিয়ে দেখতে পেলাম আমাদের দেশের জাতীয় পতাকা ছবি সবুজের মাঝে লাল বৃত্তের পতাকা বাতাসে দোলা দিচ্ছে।তার পাশে দেখতে পেলাম পছন্দের নৌকা দোলনা ।নৌকা দোলনা দেখতে অনেক চমৎকার লাগছে।আর তার গায়ে ভিন্ন রকমের কালার সাজানো।যা আসলে দেখতে অতিব চমৎকার ছিলে।

IMG_20220326_122908_1.jpg

সৈয়দ পুর থিম পার্কের ভিতরে আর একটি দৃশ্যে দেখলাম।সেটি হলো আমাদের প্রাচীন যুগের কিছু খোদায় করা কাজ।আসলে দেখতে অনেক চমৎকার লাগছে।খোদায় করার মধ্যে রয়েছে পালকি , গুরুর গাড়ি আর ভোরে উঠে ঢেকিতে ধান ভাঙনের দৃশ্য দেখা যায়।তবে আমি কখনো এই সব কাঁদায় করা দৃশ্য বাস্তব দেখি নাই।তবে আঁকা গুলো অসাধারন ছিলে।আমার অনেক ভালো লাগছিলো।

IMG_20220326_123223_1.jpg

সৈয়দ পুর থিম পার্কের ভিতরে একটি রেস্টুরেন্টে ছিলো । রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার রাস্তার দৃশ্যে টি দেখতে অনেক চমৎকার ছিলে। রাস্তায় সাথে অনেক গুলো ফুলের গাছ লাগোনো ছিলে ।সেই ফুল গাছ দেখতে অনেক চমৎকার ছিলে।তবে আমি ফুল গাছটির নাম জানি না।আমার অনেক দারুণ লেগেছে, রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার দৃশ্যটি।

আসলে সৈয়দ পুর থিম পার্কের জায়গায় তেমন বড় ছিলো না। থিম পার্কের ভিতরে গুরুত্বপূর্ণ দৃশ্য গুলো আপনাদের মধ্যে আমি তুলে ধরলাম। আশাকরি আপনাদের সকলের কাছে আমার সৈয়দ পুর থিম পার্কের ভ্রমনের দৃশ্য গুলো ভালো লাগবে।

তো বন্ধুরা আমি এভাবে সৈয়দ পুর থিম পার্কের ভ্রমনের বর্ণনা শেষ করলাম।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ

111.jpg

4444.JPG

w3w

photographer@pro12
LocationBangladesh
Deviceredmi9
...🏵️💕🌹ধন্যবাদ সকলকে🏵️🌹💕 ....
Sort:  
 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে সৈয়দপুর থিম পার্কে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন পার্কে ঘোরাঘুরি করছে আমার কাছে খুব ভালো লাগে। ঘোরাঘুরি সাথে আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ও আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

পার্ক ভ্রমন করতে কার না ভালো লাগে। আমার তো এরকম পার্কে ঘুরতে ভীষণ ভালো লাগে। এমনকি সময়টাও ভীষণ সুন্দর এবং ভালো কাটে। আপনি দেখতে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। এমনকি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও করেছেন। পার্কের ভিতর অনেক মনোরম পরিবেশ। মাঝে মাঝে ঘুরতে যাওয়া কিন্তু অনেক ভালো একটি কাজ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মনকে প্রফুল্ল রাখতে, মন ফ্রেশ রাখতে মাঝেমধ্যে আমাদের পার্কে যাওয়া একান্ত প্রয়োজন। তাহলে কর্মব্যস্ততার মাঝে হাজারো ক্লান্তির অবসান ঘটে পুনরায় কাজে মনোযোগ আসে। খুবই ভালো লেগেছে আপনার এই ফটোগ্রাফি এবং বর্ণনা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62777.17
ETH 2951.08
USDT 1.00
SBD 3.59