DIY- এসো নিজে করি : আমার অরিজিনাল অঙ্কন: !!কচ্ছপের ছবি আর্ট//10% Beneficiary To @shy-fox

আমি @pro12 বাংলাদেশ থেকে লিখছি!

হাই আমার প্রিয় আমার বাংলা ব্লগের সকল সদস্যেবৃন্দর প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা।

আপনারা সবাই কেমন আছেন?আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন, আমিও ভাল আছি। আজকে আমি আমার বাংলা ব্লগে একটি আর্ট নিয়ে হাজির হয়েছি।সে আর্ট টি শেয়ার করব সেই ছবিটির নাম হলো কচ্ছপের ছবি ।আশা করি বন্ধুরা আমার আর্টটি আপনাদের অনেক ভালো লাগবে, তো চলুন বন্ধুরা শুরু করা যাক।

10.JPEG

কচ্ছপের ছবিটি আঁকার জন্য যে সব ম্যাটরিয়াল ব্যবহার করছি।

১.A4 সাইজের পেপার একটা ।
২.একটি পেনসিল।
৩.রাবার।
৪.একটি হার্ডবোর্ড।
৫.রং পেনসিল।

** কচ্ছপের ছবিটি যে ভাবে আঁকছি তা আমি নিচে ধাপে ধাপে তুলে ধরলাম**

১.প্রথমে আমি কচ্ছপটির মাথা আর দুটো পা আঁকি পেনসিল দিয়ে।

3.JPEG

২.মাথা আঁকার পর আমি কচ্ছপটির দেহে আর পা দুটি আঁকি।

4.JPEG

৩.তারপর আমি দেহের মধ্যে ডোরা ডোরা করে দাগ দেয়।

5.JPEG

৪.দেহের ডোরা ডোরা দাগ দেওয়া পর আমি কচ্ছপটির মাথায় আর পা গুলোতে কচু পাতা রং করি।

6.JPEG

৫.কচুপাতা রং করার পর আমি কচ্ছপটির ডোরা ডোরা দাগ গুলোতে লাল রং করি।

7.JPEG

৬.লাল করার পর আমি ডোরার মধ্যে ফাঁকা জায়গায় গুলোতে গোলাপি রং করি।

8.JPEG

৭.সর্বশেষ আমি কচ্ছপটির পেনসিল দিয়ে চোখ আঁকি।

9.JPEG

এভাবে আমি কচ্ছপটির ছবি আঁকা থেকে রংরের কাজ করা শেষ করি।আশা করি আপনাদের আমার আঁকাটি ভালো লাগবে।

11.JPEG
সবাই ভালো ও সুস্থ থাকবেন।
ধন্যবাদ

111.jpg

4444.JPG

Sort:  

ভাই, আপনার কচ্ছপের ছবি আর্ট অনেক সুন্দর হয়েছে। এবং আমাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছেন। অপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

কচ্ছপ অনেক সুন্দর ছিল। আপনি সত্যিই প্রশসংসার দাবিদার। এতো সুন্দর কচ্ছপ অংকন করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাইয়া ,আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যর জন্য।

 3 years ago 

অন্যরকম কিছু শেয়ার করলেন আপনি। খুব চমৎকার আর্টিস্ট আপনি। তবে কস্ট পের রংটা খুব বেশি উজ্জ্বল হয়ে গেছে। সেটা কোনো বড় কথা নয় মনের রং বড় কথা।

খুবই অল্প পরিসরে খুব ভালো মানের কশ্যপ তৈরি করেছেন। ভালো লাগলো

ধন্যবাদ ভাইয়া আপনার সুমন্তব্যর জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সুন্দর কিছু আমাদেরকে উপহার দেওয়ার জন্য। উপহার দেওয়ার জন্য আমার বাংলা ব্লগ কে

 3 years ago 

আপনার আঁকার চিত্র টি দুর্দান্ত হয়েছে।কচ্ছপের ছবিটি অনেক নিখুঁত ভাবে ধাপে ধাপে এঁকেছেন। এক কথায় অনবদ্য। শুভেচ্ছা অনাবিল।

দাদা আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে সুচিন্তিত মতামতের জন্য।

Hi, @pro12,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

অসাধারণ হয়েছে ভাইয়া আপনার কচ্ছপের আর্টটি।ধাপে ধাপে অঙ্কন ও উপস্থাপনাও ছিল খুব সুন্দরভাবে গোছানো।সবুজ ও গোলাপি কালার করার মাধ্যমে আরো চমৎকারভাবে ফুটে উঠেছে আপনার অঙ্কিত কচ্ছপটি।শুভকামনা রইলো আপনার জন্য।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

আপনি কচ্ছপের খুব সুন্দর আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে।

ধন্যবাদ ভাইয়া।পোস্টটি পড়ে সুমতামতের জন্য।

 3 years ago 

ছোট থেকে আমরা খরগোস আর কচ্চপের গল্প
শুনে আসছি। যেটায় অবহেলা করে খরগোস
হেরে যায়। আর কঠিন অধ্যবসায়ের কারণে কচ্চপ জিতে যায়।

আপনার কচ্ছপের চিত্রাংকন সুন্দর ছিল।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার সুমতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66099.02
ETH 3560.98
USDT 1.00
SBD 3.16