ভগবান শ্রীরাম ডিজিটাল আর্ট//১০% লাজুক-খ্যাক এর জন্য!!

২0২২-০৬-২২

নমস্কার বন্ধুরা ...
হ্যালো আমার প্রিয় ব্লগের সকল বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগের নতুন একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি ভগবান শ্রীরাম ডিজিটাল করছি।আমাদের হিন্দু ধর্মের ভগবান শ্রীরামের ত্রেতা যুগের এই দিনে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দর, অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষা এবং শুভশক্তিকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীরামর আবির্ভাব ঘটেছিল পূর্ণ অবতার রূপে ভগবান শ্রীরাম।সেই পরিপ্রেক্ষিত আমি আজকে ভগবান শ্রীরামের ডিজিটাল আর্ট করি। আশাকরি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।তো চলুন দেখা নেওয়া যাক...

ফাইনাল আর্ট

MOTHER DAY+CAT.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

১.Auto cad software .
২.Adobe Photoshop CS5.

ভগবান শ্রীরাম ডিজিটাল আর্টটি কীভাবে অঙ্কন করলাম তা নিচে সুন্দর করে তুলে ধরলাম :

ধাপ ১

প্রথমে আমি ভগবান শ্রীরাম ডিজিটাল আর্টটি করার জন্য অটোকার্ড দিয়ে সম্পূর্ন চরিত্রটি নকশা করা শেষ করি।

image.png

ধাপ ২

তারপর আমি ভগবান শ্রীরাম চরিত্রটি নকশা করার পর আমি Adobe Photoshop CS5 নিয়ে প্রথমে মুখমন্ডলে আর দেহে ,হাতের মধ্যে শ্বেত গোলাপি রং করে নেব।

1.jpg

ধাপ ৩

এরপর আমি ভগবান শ্রীরামের মাথার চুলের মধ্যে গাঢ় নীল রং করে নেভ।

2.jpg

ধাপ ৪

ভগবান শ্রীরামের দেহের মধ্যে পরে থাকা পোশাকে আমি কমলা রং করে নেব।

3.jpg

ধাপ ৫

তারপর আমি হতের বিভিন্ন স্থানে আর ধনুকের তীরের থলের মধ্যে নীল রং করে নেব।

4.jpg

ধাপ ৬

ভগবান শ্রীরামের ধনুক আর তীরর মাথায় আর হাতের মধ্যে লাল রং করে নেব।

5.jpg

ধাপ ৭

সবশেষে আমি ভগবান শ্রীরামের ধনুকের আর পায়ের মধ্যে খয়রি আর শ্বেত রং করে নেব।

7.jpg

8.jpg

তো প্রিয় ব্লগেবাসিরা আমি এভাবে আজকে ভগবান শ্রীরামের ডিজিটাল আর্ট শেষ করলাম।আশাকরি আপনাদের সকলের কাছে আমার আর্টটি ভালো লাগবে।

সবাই ভালো ও সুস্থ থাকবেন।
ধন্যবাদ।

111.jpg

4444.JPG

..💕💚💛🧡❤️💚💛🧡❤️💚💛🧡❤️💚💛 💕 ...
Sort:  
 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি খুবই দারুন একটি ডিজিটাল আর্ট করলেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে আপনার এই ডিজিটাল আর্ট। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুচিন্তিত মতামতের জন্য।

 2 years ago 

ভগবান শ্রীরাম ডিজিটাল আর্ট দেখতে খুব সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ডিজিটাল আর্ট করতে পারেন। আপনার এই আর্টও অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

আমার পোস্টটি দেখে সুন্দর গঠন মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধনুক হাতে শ্রী রাম । দারুন একেছেন দেখছি। আপনাদের ডিজিটাল আর্ট গুলো দেখে আমি প্রতিনিয়ত অবাক হচ্ছি। সুন্দর ফুটিয়ে তুলেছেন ছবিটিকে। ভাল লাগলো।

ধন্যবাদ ভাইয়া আপনার সুচিন্তিত মন্তব্যর জন্য।

 2 years ago 

আসলে ভাই আপনার আর্টিস্ট করার দক্ষতা অত্যন্ত অসাধারণ। পুরো পোষ্টটি খুব চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি দেখে খুব ভালো লাগলো। এতো চমৎকার ভগবান শ্রীরাম ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

পোস্টটি পড়ে সুচিন্তিত মন্তব্যর জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট দিন দিন অনেক সুন্দর হচ্ছে 👌
আজকের অংকন অসাধারণ ছিল ভাই।
বিশেষ করে রঙের কম্বিনেশন অসাধারণ ছিল।
ধন্যবাদ ভাই, এগিয়ে যান।

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

কি দারুন করে আপনি ভগবান শ্রীরাম এর ডিজিটাল আর্ট করে আমাকে মুগ্ধ করে দিলেন।সেইসাথে জয় শ্রীরাম ছোটবেলায় অনেক দেখেছিলাম সেই স্মৃতি কথা মনে করিয়ে দিলেন।এক কথায় অসাধারণ হয়েছে আপনার এই ডিজিটাল আর্টি অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

ধন্যবাদ আপু আমার পোস্টটি দেখে সুমতামতের জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63099.80
ETH 2455.59
USDT 1.00
SBD 2.58