পেন্সিল দিয়ে গ্রামীন দৃশ্য অঙ্কন

in Steem For Traditionlast year
আসসালামু আলাইকুম


প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দগন সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে পেন্সিলের সাহায্যে গ্রামের এক দৃশ্য অংকন করে দেখাবো আশা করি আমার আর্ট দেখে আপনাদেরকে সবাইকে ভালো লাগবে।



20230324_221641.jpg


প্রয়োজনীয় উপকরন

  • A4 সাইজের একটা খাতা
  • একটা স্কেল
  • একটা রুলার মেশিন
  • একটা পেন্সিল
  • আর একটা রাবার


ধাপ-০১

IMG_20230324_211749.jpg

প্রথমে আমি A4 সাইজের একটা খাতা নেই এবং স্কেলের মাধ্যমে দুই টা ছোট ছোট ঘর একে নেই। তার দুই ঘরের পাশে ছোট ছোট জানলা একে নিলাম এবং ঘরের দরজা টাও একে নিলাম।



ধাপ-০২


IMG_20230324_212111.jpg


এর পর আমি ঘরের বাম ছাইটে একটা গাছ একে নিলাম, গাছ আমাদের অক্সিজেনের ঘাটতি করে না,,গাছ না থাকলে খুব সমস্যা হবে তাই আমিও একটা গাছ একে নিলাম, তার পর আমি গাছ ও বাড়ির উপরে কিছু মেঘ একে নিলাম।



ধাপ-০৩


IMG_20230324_212129.jpg

এই ধাপে আমি বাড়ির ডান পাশে একটা সুন্দর করে বেড়া একে নিলাম তার বাম পাশে একটা সুন্দর করে বেড়া আর্ট করে নিলাম।



ধাপ-০৪

IMG_20230324_212145.jpg


তারপর আমি ঘরের দুই পাশ দিয়ে দুইটা ঢেউ করে নিছে এনে নিলাম, এবং নিচে একটা সুন্দর করে বেড়া আর্ট করে নিলাম।



ধাপ-০৫


IMG_20230324_212206.jpg


এবার আমাদের রঙের পালা, তবে আমি কোনো রং পেন্সিল দিয়ে রং করবো না, আমি পেন্সিল দিয়ে রং করবো,প্রথমে আমি গাছের গোড়া থেকে উপর পর্যন্ত পেন্সিল দিয়ে রং করে নিলাম এবং খুব ডিপ করে রং করলাম।



ধাপ-০৬


IMG_20230324_212222.jpg


এই ধাপে আমি বাড়ির টিনের উপরে সুন্দর করে সেথা সেথা করে পেন্সিল দিয়ে রং করে নিলাম, গ্রাম অঞ্চলের ভাষায় এটা ছাউনি বলে।



ধাপ-০৭


IMG_20230324_212250.jpg


এর পর আমি বাড়ির উপরে যেটা মেঘ আর্ট করছি সেটা এখন রং করতে হবে, তার পর আমি বাড়ির উপরের মেঘ গুলো খুব সুন্দর ভাবে ডিপ করে রং করে নিলাম।



ধাপ-০৮


IMG_20230324_212309.jpg


এই ধাপে আমি বাড়ির নিচে যেটা ঢেউ করে নিছিলাম তার পাশে আমি পেন্সিল দিয়ে সুন্দর করে রং করে নিলাম।



শেষ ধাপ


IMG_20230324_212333.jpg


এই ধাপে আমি বাড়ির পুরো ছবি টা ও বেড়ার যা কিছু আছে সব পেন্সিল দিয়ে ডিপ করে রং করে নিলাম, এই ছিল আজকে আমার গ্রাম বাংলার দৃশ্য অঙ্কন, আমার অঙ্কন কেমন লাগলো আপনারা সবাই যানাবেন।আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,,, আল্লাহ হাফেজ,,,







4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

💥আমার পরিচয়💥
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।


4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
Loading...
 last year 

বাহ্ অসাধারণ আর্ট করেন আপনি ,গ্রামের দৃশ্য তো অনেক সুন্দর আঁকছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর র্আট মাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আমিও চেষ্টা করব আপনার আপনার প্রতিটি ধাপ অনুসরণ করে আর্ট করার জন্য। শুভ কামনা রইলো ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাহ্ আপনার আর্ট দেখে আমি সত্যি খুব মুগ্ধ হলাম। এতো সুন্দর করে গ্রামের দৃশ্য আর্ট করছেন। আপনি প্রতিটি বর্ননা দিয়ে আর্ট করেছেন ভাই।আপনার আর্ট দেখে আমি আরো একটা আর্ট শিখতে পারলাম।আপনি গ্রামের দৃশ্য খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করছেন। আর আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

পেন্সিল দিয়ে স্কেচ করা গ্রামীন দৃশ্য অসাধারণ হয়েছে। তবে আপনি যদি রংতুলির মাধ্যমে ছবিটি উপস্থাপন করতেন তাহলে আরো অসাধারণ লাগতো। প্রতিটি ধাপ চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

ধন্যবাদ,
@siza

 last year (edited)

ধন্যবাদ

 last year 

পেন্সিল দিয়ে গ্রামীন দৃশ্য নিয়ে অনেক সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। বাহ্ আপনি তো অনেক সুন্দর দৃশ্য অংকন করতে পারেন। চমৎকার একটা ছবি অংকন আমাদের মাঝে সেয়ার করেছেন।ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

আপনার ছবিটি বেশ ভালোই হয়েছে ভাই। আসলেই আপনার ভেতরে প্রতিভা রয়েছে।আপনার বাড়ির দৃশ্যগুলো খুব ভালোই হয়েছে ভাই।গাছের ছবিটিও বেশ ভালোই হয়েছে খুব সুন্দর লিখেছেন। আপনার গ্রামীন দৃশ্য ছবি খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

আপনি খুব সুন্দর ধাপে ধাপে আপনার আঁকানো ছবির বর্ণনা দিয়েছেন। পেন্সিল দিয়ে সার্পভাবে ছবি একেছেন আপনি। ঘর দুইটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপানকে আমাদের সাথে এই ছবি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 
আপনার আঁকা গ্রামের দৃশ্যের চিত্রটি দেখতে বেশ ভাল লাগল। এটি একটি স্কেচ টাইপ চিত্র। ছবি অংকন এর সবগুলো ধাপ আপনি সুন্দর করে তুলে ধরেছেন।ধাপগুলির সাথে ছবি সংযুক্ত করেছেন । যাতে সহজে বোঝা যায়। ধন্যবাদ আপনাকে এই চিত্রটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

বাহ আপনি তো অনেক সুন্দর আর্ট করেন প্রতিটি ধাপে ধাপে অনেক সুন্দর করে আটটি করেছেন। এটি দেখে মনে হচ্ছে একটি জীবন্ত আর্ট। আমরা আরো নতুন নতুন আর্ট আপনার থেকে চাই। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট উপহার দেওয়ার জন্য।

 last year 

পেন্সিল দিয়ে আপনার গ্রামের দৃশ্য অংকনের ছবিটি আমার অনেক চমৎকার লেগেছে। ছবি অংকনের উপকরণগুলো এবং অংকন করার ধাপগুলো সুন্দরভাবে সাজিয়েছেন। দৃশ্যটি অনেক ভালোই লাগছে দেখতে। এত সুন্দর একটি আর্ট সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63099.80
ETH 2455.59
USDT 1.00
SBD 2.58